বাদ BSNL, Vi! ৩৬৮৩ কোটি টাকার 4G টাওয়ার বসানোর প্রকল্প Jio, Airtel কে দিল কেন্দ্র
কানেক্টিভিটির বাইরে থাকা অসংখ্য গ্রামীণ ও পিছিয়ে পড়া অঞ্চলে 4G সংযোগ গড়ে তোলার জন্য সরকারের তরফ থেকে প্রায় ৩,৬৮৩ কোটি...কানেক্টিভিটির বাইরে থাকা অসংখ্য গ্রামীণ ও পিছিয়ে পড়া অঞ্চলে 4G সংযোগ গড়ে তোলার জন্য সরকারের তরফ থেকে প্রায় ৩,৬৮৩ কোটি টাকার প্রকল্প হাতে পেল এই মুহূর্তে দেশের দুই মুখ্য বেসরকারি টেলিকম গ্রুপ রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভারতী এয়ারটেল (Bharati Airtel)। প্রায় ৪,৮০০ 4G টাওয়ার স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকার সংস্থাদ্বয়ের উপরে প্রকল্পের ভার অর্পণ করেছে বলে প্রকাশ্যে এসেছে। এর মধ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলকো Airtel ১,০৮৩ টাওয়ার সংস্থাপনের জন্য কেন্দ্রের তরফ থেকে পাচ্ছে ৮৪৭.৯৫ কোটি টাকা। অন্যদিকে ৩,৬৮৬ 4G মোবাইল টাওয়ার স্থাপনের জন্য কেন্দ্র Reliance Jio'র হাতে ২,৮৩৬ কোটি টাকা তুলে দিতে চলেছে, যা মুকেশ আম্বানির মালিকানাধীন টেলকোর পক্ষে বিপুল প্রাপ্তির ব্যাপার।
প্রকল্প রূপায়ণের জন্য ১৮ মাস সময় পাবে Jio, Airtel
সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রের খবর, কানেক্টিভিটির বাইরে থাকা পিছিয়ে পড়া এলাকাগুলিতে 4G টাওয়ার স্থাপনের জন্য ১৮ মাস সময় পাবে জিও ও এয়ারটেল। সরকারের তরফ থেকেই সংস্থাদ্বয়ের জন্য উক্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মনে করিয়ে দিই, 4G সংযোগহীন দেশের গ্রাম্য অঞ্চলে টাওয়ার স্থাপনের কথা ভেবে কেন্দ্র গত বছর একটি প্রকল্প অনুমোদন করে। চলতি বছরের মে মাসে সেই প্রকল্পের ভার এসে পড়েছে জিও ও এয়ারটেলের কাঁধে।
জানিয়ে রাখি, আলোচ্য প্রকল্পের অাওতায় কেন্দ্র উপরোক্ত টেলকোদুটিকে ছত্তিশগড়, ঝাড়খন্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্রের ৪৪টি জেলার মোট ৭,২৮৭ 4G সংযোগহীন গ্রামে নেটওয়ার্ক সম্প্রসারিত করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ রূপায়ণের জন্য প্রায় ৬,৪৬৬ কোটি টাকার দরকার হতে পারে। এজন্য সরকারের পাশাপাশি ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ড বা ইউএসওএফ (USOF) প্রয়োজনীয় তহবিল যোগাবে।
পরিশেষে বলা দরকার, কেন্দ্রীয় সরকারের আলোচ্য প্রকল্প রূপায়িত হলে তা শত শত গ্রামে উন্নত কানেক্টিভিটির সুযোগ-সুবিধা পৌঁছে দেবে। তাছাড়া এর ফলে Reliance Jio ও Airtel যে ব্যাপক পরিমাণে লাভবান হবে, তা বলার অপেক্ষা রাখেনা। ভবিষ্যতে Vodafone Idea (Vi) ও বিএসএনএলের (BSNL) পক্ষেও সরকারি এহেন প্রকল্পের ভার পাওয়া সম্ভব। তবে সেই সম্ভাবনা ঠিক কবে ফলবে তা এখনই বলার উপায় নেই।