আনলিমিটেড কল ও ডেটার সাথে এয়ারটেল আনলো নতুন তিনটি প্ল্যান, মূল্য শুরু ৯৯ টাকা থেকে

টেলিকম কোম্পানিগুলি তাদের গ্রাহকদের জন্য এখন বেশি সংখ্যক প্ল্যান উপলব্ধ করার চেষ্টায় আছে। নতুন নতুন প্ল্যান আসায় গ্রাহকরা পছন্দ ও সামর্থ অনুযায়ী প্ল্যান নির্বাচন করতে…

টেলিকম কোম্পানিগুলি তাদের গ্রাহকদের জন্য এখন বেশি সংখ্যক প্ল্যান উপলব্ধ করার চেষ্টায় আছে। নতুন নতুন প্ল্যান আসায় গ্রাহকরা পছন্দ ও সামর্থ অনুযায়ী প্ল্যান নির্বাচন করতে পারে। ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি টেলিকম কোম্পানি এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য আজ তিনটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানগুলি হল ৯৯ টাকার, ১২৯ টাকার ও ১৯৯ টাকার। এখানে কল ও ডেটা সুবিধা ছাড়াও অতিরিক্ত বেনিফিট গ্রাহকরা। তবে এই প্ল্যানগুলি সমস্ত সার্কেলে উপলব্ধ নয়। আসুন এই প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জানি।

কোন কোন সার্কেলে এই প্ল্যানগুলি উপলব্ধ :

এয়ারটেলের ওয়েবসাইট অনুযায়ী, এই তিনটি প্ল্যান বিহার, ঝাড়খণ্ড, কলকাতা, মধ্যপ্রদেশ, ছত্তিসগড় ওড়িশা, রাজস্থান, ইউপি পূর্ব এবং পশ্চিমবঙ্গ সার্কেলে উপলব্ধ।

এয়ারটেল ৯৯ টাকার প্ল্যান :

এয়ারটেলের ৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ১৮ দিন। এখানে মোট ১ জিবি ডেটা ও ১০০এসএমএস পাওয়া যাবে। আবার যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা উপলব্ধ।

এয়ারটেল ১২৯ টাকার প্ল্যান :

এয়ারটেলের ১২৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৪ দিন। এখানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। এরসাথে এখানে মোট ৩০০ এসএমএস ও ১ জিবি ডেটা দেওয়া হয়।

এয়ারটেল ১৯৯ টাকার প্ল্যান :

এয়ারটেলের ১৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৪ দিন। এখানে রোজ ১ জিবি ডেটা ও ১০০ এসএমএস পাওয়া যায়। আবার সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা উপলব্ধ। এই প্ল্যানে Zee5, Wynk Music এবং Airtel Xstream সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *