কল ও ডেটা ছাড়াও অনেক কিছু, Jio, Vi কে টেক্কা দেবে Airtel এর এই দুটি রিচার্জ প্ল্যান

যাদের রোজকার ডেটা চাহিদা তুলনামূলক বেশি তাদের জন্য বেসরকারি টেলকোদের কাছে একে অপরকে টেক্কা দেওয়ার পক্ষে উপযুক্ত একাধিক...
SUPARNAMAN 14 Jun 2022 11:41 AM IST

যাদের রোজকার ডেটা চাহিদা তুলনামূলক বেশি তাদের জন্য বেসরকারি টেলকোদের কাছে একে অপরকে টেক্কা দেওয়ার পক্ষে উপযুক্ত একাধিক প্রিপেইড রিচার্জ বিকল্প রয়েছে। যেমন উদাহরণ হিসেবে এই মুহূর্তে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর এয়ারটেল (Airtel) -এর কথাই ধরে নেওয়া যাক। নিজের কাজ অথবা অন্য যে কোনও কারণে অত্যধিক ডেটা খরুচেদের দরকার মেটাতে এই সংস্থার ঝুলিতে রয়েছে অত্যন্ত চিত্তাকর্ষক দুটি প্রিপেইড প্ল্যান, যারা একই সময়ে উল্লেখযোগ্য ওটিটি (OTT) ফায়দার সঙ্গে আগত। Reliance Jio বা Vi -এর যে কোনও প্ল্যানকে এরা বেশ কড়া টক্কর দিতে পারে। উল্লেখ্য, এই প্ল্যানদুটি রিচার্জ করতে হলে Airtel গ্রাহকদের যথাক্রমে ৬৯৯ বা ৯৯৯ টাকা খরচের দরকার পড়বে। নিচে প্ল্যানদ্বয়ের সম্পর্কে সমস্ত প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হল।

৬৯৯ টাকার Airtel প্রিপেইড প্ল্যানের সাথে আগত সুবিধা

৬৯৯ টাকার এয়ারটেল প্রিপেইড প্ল্যান ৫৬ দিনের ভ্যালিডিটি সহ এসেছে। উক্ত প্ল্যান রিচার্জ করলে এয়ারটেল গ্রাহকেরা রোজ ৩ জিবি ডেটা, ১০০ এসএমএস ছাড়া যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার ছাড়পত্র পেয়ে যাবেন। তাছাড়া অতিরিক্ত বেনিফিট হিসেবে এর সাথে ইউজারেরা পাবেন পুরো ৫৬ দিনের Amazon Prime সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে। ফলে লাভজনক ডেটা সুবিধা ও চিত্তাকর্ষক ওটিটি ফায়দার মজা লুটতে এই প্ল্যান এয়ারটেল উপভোক্তাদের জন্য বেশ উপযোগী হতে পারে।

৯৯৯ টাকার Airtel প্রিপেইড প্ল্যানের সাথে আগত সুবিধা

এই প্ল্যানের সাথে এয়ারটেল গ্রাহকরা দৈনিক ২.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ সহ আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাবেন। প্ল্যানটি ৮৪ দিনের বৈধতা প্রদান করবে। এর সাথেও ব্যবহারকারীরা বিনামূল্যে Amazon Prime সাবস্ক্রিপশন লাভ করবেন। পুরো প্ল্যান ভ্যালিডিটি জুড়ে উক্ত ওটিটি বেনিফিট উপভোগ করা যাবে।

আলোচ্য সুবিধাগুলি ছাড়া উপরোক্ত দুই এয়ারটেল প্রিপেইড প্ল্যানের সাথে সম্পূর্ণ বিনামূল্যে Apollo 24/7 Circle, Airtel XStream Mobile Pack, Wynk Music, Hellotunes প্রভৃতি একাধিক পরিষেবার সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Show Full Article
Next Story