১ জিবিপিএস পর্যন্ত স্পিড সহ Airtel আনল নয়া দুই ব্রডব্যান্ড প্ল্যান, ফ্রি দেখুন Netflix, Disney+Hotstar

এয়ারটেল (Airtel) আজ দুটি নতুন ব্রডব্যান্ড প্ল্যানের ঘোষণা করলো। যার মধ্যে 'এয়ারটেল প্রফেশনাল' (Airtel Professional)...
SUPARNA 30 April 2022 9:35 AM IST

এয়ারটেল (Airtel) আজ দুটি নতুন ব্রডব্যান্ড প্ল্যানের ঘোষণা করলো। যার মধ্যে 'এয়ারটেল প্রফেশনাল' (Airtel Professional) নামের প্ল্যানটির দাম ১,৪৯৮ টাকা রাখা হয়েছে এবং 'এয়ারটেল ইনফিনিটি' (Airtel Infinity) নামক প্ল্যানকে ৩,৯৯৯ টাকা মূল্যে নিয়ে আসা হয়েছে। উভয় প্ল্যানের অধীনেই, গ্রাহকেরা আনলিমিলিটেড ইন্টারনেট ডেটা, ভয়েস কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। সর্বোপরি, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি+হটস্টারের বান্ডিল সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে অফার করা হবে উক্ত দুটি নয়া প্ল্যানের অধীনে। ফলে, আপনারা বিবিধ ওভার-দ্য-টপ অ্যাপে স্বতন্ত্রভাবে অর্থ প্রদান না করেই, বিভিন্ন স্ট্রিমিং পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন এয়ারটেলের এই রিচার্জ প্যাকের মাধ্যমে। আসুন এয়ারটেলের এই দুই প্ল্যানের সুবিধা দেখে নেওয়া যাক।

1498 ও 3999 টাকার দুটি নতুন ব্রডব্যান্ড প্ল্যানের ঘোষণা করলো Airtel

এয়ারটেল সম্প্রতি নেটফ্লিক্স সহ বিভিন্ন ওটিটি পরিষেবার সাথে এয়ারটেল প্রফেশনাল এবং এয়ারটেল ইনফিনিটি নামের দুটি নয়া ব্রডব্যান্ড প্ল্যান ঘোষণা করেছে। যার মধ্যে এয়ারটেল প্রফেশনাল ব্রডব্যান্ড রিচার্জ প্ল্যানটি কিনলে মাসিক ১,৪৯৮ টাকা খরচ করতে হবে। এই প্ল্যানের অধীনে ৩০০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ইন্টারনেট ডেটা, আনলিমিটেড লোকাল/এসটিডি (STD) কল এবং এয়ারটেল থাঙ্কস (Airtel Thanks) বেনিফিট অফার করা হবে।

অন্যদিকে ৩,৯৯৯ টাকা দামের এয়ারটেল ইনফিনিটি প্ল্যানে 'এয়ারটেল থাঙ্কস' বেনিফিটের সুবিধা সহ ১ জিবিপিএস পর্যন্ত গতি সম্পন্ন আনলিমিটেড ইন্টারনেট ডেটা এবং লোকাল/এসটিডি (STD) ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। উভয় প্ল্যানের ক্ষেত্রেই, 'এক্সট্রা বেনিফিট' হিসাবে - নেটফ্লিক্স (Netflix), ডিজনি+হটস্টার (Disney+ Hotstar), অ্যামাজন প্রাইম (Amazon Prime), এয়ারটেল এক্সস্ট্রিম প্রিমিয়াম (Airtel XStream Premium), ভিআইপি পরিষেবা (VIP Services), অ্যাপোলো ২৪x৭ (Apollo 24×7), শাও একাডেমী (Shaw Academy), এবং উইঙ্ক প্রিমিয়ামের (Wynk Premium) সাবস্ক্রিপশন সম্পূর্ণ নিখরচায় মিলবে। প্রসঙ্গত প্রফেশনাল প্ল্যানে নেটফ্লিক্স বেসিকের অ্যাক্সেস অন্তর্ভুক্ত আছে এবং ইনফিনিটি প্ল্যানে নেটফ্লিক্স প্রিমিয়াম অ্যাক্সেস করা যাবে। উল্লেখ্য, এই দুটি প্ল্যানের দাম ট্যাক্স ব্যতীত দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নেটফ্লিক্সের বেসিক প্ল্যানটি স্বতন্ত্রভাবে কিনলে আপনাদের প্রতি মাসে ১৯৯ টাকা খরচ করতে হবে। এই টাকার বিনিময়ে, একটি ডিভাইসে (ফোন, ট্যাবলেট, কম্পিউটার বা টিভি) ৪৮০পিক্সেল রেজোলিউশনে ভিডিও স্ট্রিমিং দেখা যাবে। আর, নেটফ্লিক্স প্রিমিয়ামের ক্ষেত্রে, গ্রাহকদের একই সময়ে চারটি ভিন্ন ডিভাইসে HDR টেকনোলজি সহ ৪কে+ (4K+) রেজোলিউশনে কনটেন্ট স্ট্রিম করা যাবে।

Airtel এর নয়া ব্রডব্যান্ড প্ল্যানে নেটফ্লিক্স সক্রিয় করতে, নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন

১. এয়ারটেল থাঙ্কস অ্যাপে খুলুন এবং ‘Discover Thanks Benefit’ পেজে চলে যান।
২. পেজের নীচে স্ক্রোল করুন এবং ‘Enjoy your rewards’ সেকশনে গিয়ে 'Netflix' অপশন খুঁজুন।
৩. এবার ‘Claim’ অপশন নির্বাচন করুন।
৪. এরপর, নেটফ্লিক্স প্রোডাক্ট ডেসক্রিপশন পেজে গিয়ে ‘Proceed’ বিকল্পে ক্লিক করুন।
৫. প্ল্যান সক্রিয়করণ বা অ্যাক্টিভেশন সম্পূর্ণ করতে আপনাকে নেটফ্লিক্সের ওয়েবসাইটে রিডিরেক্ট করা হবে।

Show Full Article
Next Story