Airtel গ্রাহকদের জন্য সুখবর, নিখরচায় 2999 টাকার প্ল্যানের সাথে মিলবে Disney+ Hotstar দেখার সুযোগ

গ্রাহকদের জন্য ২,৯৯৯ টাকার বিনিময়ে উপলব্ধ প্রিপেইড প্ল্যানের অফারে বড় বদল নিয়ে এলো দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা এয়ারটেল (Airtel)। এর ফলে Airtel ব্যবহারকারীরা…

গ্রাহকদের জন্য ২,৯৯৯ টাকার বিনিময়ে উপলব্ধ প্রিপেইড প্ল্যানের অফারে বড় বদল নিয়ে এলো দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা এয়ারটেল (Airtel)। এর ফলে Airtel ব্যবহারকারীরা এবার থেকে উক্ত প্ল্যানের সঙ্গে বাড়তি হিসেবে আকর্ষণীয় ওটিটি (OTT) সুবিধা পেয়ে যাবেন। এতে পূর্বের তুলনায় অনেক বেশি সংখ্যক গ্রাহক তাদের ২,৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান বেছে নেবেন বলে Airtel মনে করছে।

২,৯৯৯ টাকার Airtel প্রিপেইড প্ল্যানের সুবিধা

রিচার্জ বিকল্প হিসেবে ২,৯৯৯ টাকার প্ল্যান বেছে নিলে এয়ারটেল গ্রাহকরা দৈনিক ২ জিবি ডেটা এবং ১০০ এসএমএস খরচ ছাড়াও যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাবেন। প্ল্যানের ভ্যালিডিটি বা পরিষেবা মেয়াদ পুরো ৩৬৫ দিন। অর্থাৎ একবার আলোচ্য প্ল্যান বেছে নিলে গ্রাহকেরা সারা বছর রিচার্জের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারবেন। তাছাড়া কিছুটা পরিবর্তনের ফলে ২,৯৯৯ টাকার বিনিময়ে রিচার্যযোগ্য এয়ারটেল প্রিপেইড প্ল্যানের সঙ্গে এবার থেকে এক বছরের Disney+ Hotstar Mobile সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এর আগে এই প্ল্যানের সাথে উক্ত ওটিটি সুবিধা উপলব্ধ ছিল না।

প্রসঙ্গত জানিয়ে রাখি, এক বছরের জন্য Disney+ Hotster Mobile সাবস্ক্রিপশন ক্রয় করতে হলে বর্তমানে ৪৯৯ টাকা খরচের দরকার পড়ে। অথচ ২,৯৯৯ টাকার এয়ারটেল প্ল্যানের সঙ্গে উক্ত সাবস্ক্রিপশন এবার সম্পূর্ণ ফ্রিতে মিলবে। এর বাইরেও আলোচ্য প্ল্যান এয়ারটেল ব্যবহারকারীদের এক মাসের Amazon Prime Video Mobile Edition ফ্রি ট্রায়াল উপভোগের সাথে Wynk Music ও Shaw Academy সাবস্ক্রিপশন প্রদান করবে। সর্বোপরি প্ল্যানটি রিচার্জ করলে ১০০ টাকার FASTag ক্যাশব্যাক লাভ নিশ্চিত।

৩,৩৫৯ টাকার Airtel প্রিপেইড প্ল্যানেও মিলবে একই অফার

২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে বদল আসতেই ৩,৩৫৯ টাকার এয়ারটেল প্রিপেইড প্ল্যান সম্পর্কে গ্রাহকদের মধ্যে প্রশ্ন জন্ম নিয়েছে। কারণ এবার থেকে ২,৯৯৯ টাকার প্ল্যানের সঙ্গে এয়ারটেল ব্যবহারকারীরা যে সব সুবিধাগুলি পাবেন, সেগুলি বর্তমানে ৩,৩৫৯ টাকার প্ল্যানের সাথে উপলব্ধ। এভাবে পৃথক দামে একই অফার প্রদানের ঘটনা টেলিকম দুনিয়ায় বিরল। তাছাড়া এটি সম্পূর্ণ যুক্তিহীন। কারণ তুলনামূলক কম দামে উপরোক্ত অফারের সুবিধাভোগে সক্ষম হলে, কেউই বেশি দাম দিয়ে মোবাইল রিচার্জ করবেন না। তাই ২,৯৯৯ টাকার এয়ারটেল প্ল্যানে বদল আসার পরে অনেকের ধারণা যে ভবিষ্যতে সংস্থার ৩,৩৫৯ টাকার প্ল্যানেও নিশ্চিত বদল আসতে চলেছে। যদিও এখনো সংস্থার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, আগে ২,৯৯৯ টাকার Airtel প্রিপেইড প্ল্যানের সঙ্গে Disney+ Hotstar Mobile সাবস্ক্রিপশন ছাড়া পূর্বোক্ত সমস্ত অফারগুলি উপলব্ধ ছিল। সেক্ষেত্রে উক্ত ওটিটি সুবিধা পেতে হলে Airtel গ্রাহকেরা ৩,৩৫৯ টাকার রিচার্জ বিকল্প বেছে নেওয়ার সুযোগ পেতেন। কারণ সেসময় অপেক্ষাকৃত বেশি দামের এই প্ল্যান Airtel উপভোক্তাদের পুরো এক বছরের Disney+ Hotstar অ্যাক্সেসের সুবিধা প্রদান করতো।