আনলিমিটেড ডেটার সুবিধা, Airtel এর ৯ টাকার নাকি Vodafone Idea এর ২৪ টাকার প্ল্যান এগিয়ে
গত বছর Vodafone Idea লঞ্চ করেছিল ২৪ টাকার একটি প্ল্যান। আর সম্প্রতি ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর Airtel-ও একই...গত বছর Vodafone Idea লঞ্চ করেছিল ২৪ টাকার একটি প্ল্যান। আর সম্প্রতি ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর Airtel-ও একই রকমের একটি প্ল্যান নিয়ে এসেছে, যার দাম মাত্র ৯ টাকা। আশ্চর্যের ব্যাপার হলো, এই দুটি ডেটা ভাউচারে উপলব্ধ সুবিধাগুলি প্রায় একই রকম এবং এই দুটি প্ল্যানেই আনলিমিটেড ডেটা অফার করা হয়। তাই, এখন প্রশ্ন হচ্ছে এই দুটি প্ল্যানের মধ্যে কোনটি বেশি ভালো? আর এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে সবার প্রথমে দুটি প্ল্যানের সুবিধা এবং পার্থক্যগুলি জেনে নিতে হবে। তাই সময় নষ্ট না করে এই প্রতিবেদন থেকে দুটি প্ল্যানের সুবিধা এবং পার্থক্যগুলির সম্পর্কে ভালোভাবে জেনে নিন।
Airtel-এর ৯ টাকার ডেটা ভাউচার
এয়ারটেলের এই প্ল্যানটি ১ ঘন্টা ভ্যালিডিটি এবং আনলিমিটেড ডেটা অফার করে। তবে ১০ জিবি হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের পর ডেটা স্পিড কমে ৬৪ কেবিপিএসে নেমে আসবে।
Vodafone Idea-র ২৪ টাকার ডেটা ভাউচার
ভোডাফোন আইডিয়ার ২৪ টাকার প্ল্যানটিও ১ ঘন্টা ভ্যালিডিটির সাথে আনলিমিটেড ডেটা অফার করে। তবে, এখানে কোনো ডেটাসীমা নির্ধারণ করা নেই। তাই ব্যবহারকারীরা ১ ঘন্টায় যত খুশি ডেটা ব্যবহার করতে পারেন।
Airtel এবং Vodafone Idea-র প্ল্যানের মধ্যে কোনটি সেরা
যদিও, এয়ারটেলের প্ল্যানটি তুলনামূলকভাবে সস্তা, তবে এটি সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। কারণ, এটি ঘন্টায় ১০ জিবি হাই স্পিড ডেটা অফার করে। তবে, আপনার যদি টেলকো প্রদত্ত ডেটার মধ্যে কাজ মিটে যায়, তাহলে এটি আপনার জন্য লাভজনক।
আর যদি আপনার অল্প সময়ের জন্য অনেক বেশি ডেটার প্রয়োজন হয় এবং এর জন্য আপনি অধিক খরচ করতে রাজি থাকেন, তাহলে আপনি একটু বেশি অর্থ প্রদান করে Vodafone Idea-র প্ল্যান রিচার্জ করতে পারেন।