Vi এর পর Airtel, চলতি বছরে ফের বাড়তে পারে রিচার্জ প্ল্যানের দাম
দ্রুতবেগে আয় বাড়িয়ে দেশের এক নম্বর টেলিকম অপারেটর সংস্থা রিলায়েন্স জিও'র (Reliance Jio) উৎকণ্ঠা বাড়াচ্ছে এয়ারটেল...দ্রুতবেগে আয় বাড়িয়ে দেশের এক নম্বর টেলিকম অপারেটর সংস্থা রিলায়েন্স জিও'র (Reliance Jio) উৎকণ্ঠা বাড়াচ্ছে এয়ারটেল (Airtel)। আজ্ঞে হ্যাঁ, ২০২১ সালের শেষ ভাগে ট্যারিফ মাশুল বৃদ্ধির ফলে Airtel -এর গ্রাহক পিছু আয় সম্প্রতি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এর ফলে সংস্থার রেভিনিউ বাজার শেয়ারেও (RMS) ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে যা মুকেশ আম্বানির মালিকানাধীন Reliance Jio'র পক্ষে রীতিমতো অশনি সংকেত। এভাবে চলতে থাকলে Airtel আগামীদিনে ভোডাফোন আইডিয়া বা Vi গোষ্ঠীর সাথে সাথেই Jio'র শ্রীবৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াবে বলে টেলিকম বিশেষজ্ঞদের অভিমত।
ত্রৈমাসিক ভিত্তিতে সর্বাধিক বৃদ্ধির মুখ দেখলো Airtel, পিছিয়ে Reliance Jio, Vi
২০২১-২২ অর্থবর্ষে রিচার্জ ট্যারিফের দাম বাড়ানোর ফল হাতেনাতে পেলো এয়ারটেল। এই সিদ্ধান্তে গ্রাহক পিছু আয় বাড়ার কারণে সংস্থাটি ত্রৈমাসিক ভিত্তিতে সর্বাধিক বৃদ্ধির মুখ দেখেছে। চলতি অর্থবর্ষের তৃতীয় প্রান্তিকে মোবাইল ব্যবসা বাবদ এয়ারটেলের আয় ১৬,১০০ কোটি টাকার বিপুল অঙ্ক স্পর্শ করেছে। এক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ ৫.৯ শতাংশ। একই সময়ে মোবাইল ব্যবসার ক্ষেত্রে জিও এবং ভিআই (Vi) মাত্র ৩.৩ শতাংশ বৃদ্ধির মুখ দেখেছে, যা এয়ারটেলের তুলনায় অনেকটাই কম।
আইসিআইসিআই ব্যাঙ্কের (ICICI Bank) সহযোগী প্রতিষ্ঠান আইসিআইসিআই সিকিউরিটির (ICICI Securities) মতে ট্যারিফ মাশুল বাড়ানোর সিদ্ধান্তে ভবিষ্যতে আরো লাভবান হবে এয়ারটেল। তাছাড়া সিম কার্ড ব্যবহারে সার্বিক সংকোচন কমলে সংস্থাটি রেভিনিউ বাজার শেয়ারের নিরিখে ভিআই এবং জিও'র মতো প্রতিদ্বন্দ্বীদের টপকে যেতে পারে বলেও আইসিআইসিআই সিকিউরিটির বিশ্লেষকেরা জানিয়েছেন।
এদিকে এয়ারটেলের বর্তমান সিইও (CEO) গোপাল ভিত্তল ২০২২ সালে পুনরায় তাদের পরিষেবা খরচ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। টেলকোর গ্রাহকদের জন্য এটি বিন্দুমাত্র সুখকর সংবাদ না হলেও এর দ্বারা এয়ারটেলের আয় আরো বাড়তে পারে।
উল্লেখ্য, সম্প্রতি ভিত্তল দাবী করেন যে ২০২১-২২ অর্থবর্ষের দ্বিতীয় প্রান্তিকে এয়ারটেল ৩৬.৯ শতাংশ রেভিনিউ বাজার দখল করেছে। এটি আজ পর্যন্ত সংস্থার সবথেকে সেরা ফলাফল বলেও তিনি জানান। আবার একই সময়পর্বে জিও'র দখলে রয়েছে ৪০.২ শতাংশ বাজার শেয়ার। অর্থাৎ এক্ষেত্রে যে এয়ারটেল জিও'র তুলনায় খুব একটা পিছিয়ে নেই সেটা পুরোপুরি স্পষ্ট।
পরিশেষে জানিয়ে রাখি, আলোচ্য অর্থবর্ষের তৃতীয় প্রান্তিকে Airtel -এর ARPU (Average Revenue Per User) বা গ্রাহক পিছু আয় পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে পরবর্তী প্রান্তিকে উক্ত আয়ের পরিমাণ আরো বাড়বে যা এয়ারটেল অনুরাগীদের জন্য বেশ ভালো খবর।