ভ্যালিডিটি শেষ? লোন‌ দিচ্ছে Airtel, এই নম্বর ডায়াল করুন

Bharti Airtel তাদের গ্রাহকদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিনব সুবিধা দিয়ে থাকে। যে কারণে সংস্থাটি বর্তমানে ভারতের...
techgup 25 March 2024 10:52 AM IST

Bharti Airtel তাদের গ্রাহকদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিনব সুবিধা দিয়ে থাকে। যে কারণে সংস্থাটি বর্তমানে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর হয়ে উঠেছে। পাশাপাশি, এই মুহূর্তে তারা একমাত্র টেলিকম অপারেটর যারা জিওর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিযোগিতা করে চলেছে। সম্প্রতি Airtel তাদের প্রিপেইড গ্রাহকদের জন্য "ইমারজেন্সি লোন" (Emergency Loan) নামের একটি নতুন সুবিধা নিয়ে এসেছে। সংস্থাটি জানিয়েছে, এই প্ল্যানের অধীনে ব্যবহারকারীরা কোনো রিচার্জ ছাড়াই 1 দিনের জন্য 1.5 জিবি ডেটা এবং আনলিমিটেড অল ইন্ডিয়া কলিংয়ের সুবিধা পেতে পারেন। আসুন কীভাবে এই লোন পাওয়া যাবে জেনে নেওয়া যাক।

Airtel এর ইমারজেন্সি লোন সুবিধা কীভাবে পাবেন

অনেক সময় এমন হয় যে, গ্রাহকের প্রিপেইড প্লানের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে অথচ তিনি সেই মুহূর্তের রিচার্জ করতে সক্ষম নন। আর এমন পরিস্থিতিতেই ব্যবহারকারীরা এই জরুরী পরিষেবা ব্যবহার করতে পারবেন।

কিভাবে এই সুবিধা পাবেন?

ভ্যালিডিটি লোনের সুবিধা পাওয়ার জন্য এয়ারটেল গ্রাহকরা 5672# ডায়াল করে অথবা ভ্যালিডিটি শেষ হয়ে গেলে CLI 56323 থেকে পাঠানো ইন্টারেক্টিভ SMS-এর উত্তরে "1" লিখে পাঠিয়ে এই লোনের সুবিধা পেতে পারেন। আর এই সুবিধা দেবার পর এয়ারটেল গ্রাহকের পরবর্তী রিচার্জ প্ল্যান থেকে একদিনের ভ্যালিডিটি কেটে নেবে।

উল্লেখ্য, এই সুবিধাটি বর্তমানে রাজস্থান, কেরালা, অন্ধ্র প্রদেশের মত এলাকার প্রিপেড গ্রাহকদের জন্য উপলব্ধ।

এই সুবিধার যোগ্য প্রিপেড রিচার্জ প্ল্যান

এয়ারটেলের জানিয়েছে, ভ্যালিডিটি লোন রিকভারি প্রিপেইড প্ল্যান হিসেবে গ্রাহকেরা যে প্ল্যানগুলি রিচার্জ করতে পারবেন সেগুলি হল 155 টাকা, 179 টাকা, 199 টাকা, 209 টাকা, 239 টাকা, 265 টাকা, 289 টাকা, 296 টাকা, 299 টাকা, 319 টাকা, 329 টাকা, 359 টাকা, 398 টাকা, 399 টাকা, 455 টাকা, 479 টাকা, 489 টাকা, 499 টাকা, 509 টাকা, 519 টাকা, 549 টাকা, 666 টাকা, 699 টাকা, 719 টাকা, 779 টাকা, 8639 টাকা , 999 টাকা, 1499 টাকা, 1799 টাকা, 2999 টাকা এবং 3359 টাকার রিচার্জ প্ল্যান।

উল্লেখ্য, যে সকল Airtel গ্রাহকরা লোন নিয়েছেন কিন্তু উপরে উল্লেখিত রিচার্জ প্ল্যানগুলির মধ্যে একটিও রিচার্জ করেননি, পরবর্তী কালে তারা আর এই সুবিধে পাবেন না।

Show Full Article
Next Story