১৪৯ টাকার ১টি রিচার্জে মিলবে ১৫টি OTT প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ! Airtel-এর দিচ্ছে এই বাম্পার অফার

বর্তমান ডিজিটাল যুগে বিনোদনের নতুন মাধ্যম হিসেবে উত্তরোত্তর জনপ্রিয় হয়ে উঠছে ওভার দ্য টপ বা ওটিটি (OTT) প্ল্যাটফর্ম। বেশ কিছু বছর আগে এর আবির্ভাব ঘটলেও…

বর্তমান ডিজিটাল যুগে বিনোদনের নতুন মাধ্যম হিসেবে উত্তরোত্তর জনপ্রিয় হয়ে উঠছে ওভার দ্য টপ বা ওটিটি (OTT) প্ল্যাটফর্ম। বেশ কিছু বছর আগে এর আবির্ভাব ঘটলেও বছর দুয়েক আগে করোনা মহামারীর আগমনের পর থেকে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা হয়েছে আকাশচুম্বী। আর স্মার্টফোন এবং ওটিটির যুগলবন্দিতে যেকোনো জায়গায় পছন্দের কনটেন্ট দেখা এখন হয়ে গিয়েছে জলের মতো সোজা, যার ফলে ইদানীংকালে টিভির ওপর আস্থা হারিয়ে অধিকাংশ মানুষই নানাবিধ ওটিটি প্ল্যাটফর্মকে অবসর সময়ের সঙ্গী করে নিয়েছেন।

সেক্ষেত্রে ইউজারদের সুবিধার্থে বর্তমানে একাধিক মোবাইল রিচার্জ প্ল্যানেই বেশ কিছু ওভার দ্য টপ পরিষেবার অ্যাক্সেস বিনামূল্যে দেওয়া হয়। তবে অত্যন্ত সাশ্রয়ী মূল্যের একটি রিচার্জেই যদি ১৫টি ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা মেলে তাহলে তো সোনায় সোহাগা, তাই না! শুনতে অবিশ্বাস্য হলেও ব্যবহারকারীদের জন্য নামমাত্র খরচে এরকমই একটি সুবর্ণ সুযোগ নিয়ে হাজির হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি এয়ারটেল (Airtel)। আসুন এ সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

Airtel Xstream Premium সার্ভিসে মিলছে এক ডজনের বেশি OTT অ্যাক্সেস

ইউজারদের মনোরঞ্জনের জন্য গত ফেব্রুয়ারি মাসে এয়ারটেল এক্সস্ট্রিম প্রিমিয়াম (Airtel Xstream Premium) নামক নতুন একটি ভিডিও স্ট্রিমিং সার্ভিস নিয়ে এসেছে এয়ারটেল। এই ভিডিও স্ট্রিমিং পরিষেবার মাধ্যমে গ্রাহকদের কেবল একটি রিচার্জে ১৫টি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম দেখার সুযোগ করে দিয়েছে টেলিকম সংস্থাটি। ব্যবহারকারীরা স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং টিভিতে এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন।

Airtel Xstream Premium-এ কোন কোন প্ল্যাটফর্মগুলির অ্যাক্সেস পাওয়া যাবে? 

এয়ারটেল এক্সস্ট্রিম প্রিমিয়াম প্ল্যানে ১৫টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাবেন ব্যবহারকারীরা। এই তালিকায় রয়েছে – সোনি লিভ (Sony LIV), ইরোস নাও (Eros Now), লায়ন্সগেট প্লে (Lionsgate Play), হইচই (Hoichoi), মনোরমা ম্যাক্স (Manorama Max), শেমারু (Shemaroo), আল্ট্রা (Ultra), হাঙ্গামা প্লে (Hungama Play), এপিকন (EPICon), ডকুবে (Docubay), ডিভো টিভি (Divo TV), ক্লিক (Klikk), নাম্মাফ্লিক্স (Nammaflix), ডলিউড (Dollywood) এবং শর্টস টিভি (Shorts TV)। তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি ১০,৫০০টিরও বেশি সিনেমার সুবিশাল সম্ভার চাক্ষুষ করতে পারবেন এয়ারটেল গ্রাহকরা। তবে উল্লেখ্য যে, এই প্ল্যানে অ্যামাজন প্রাইম (Amazon Prime) বা নেটফ্লিক্স (Netflix)-এর মতো ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাবে না, বদলে এর জন্য ইউজারদের কোম্পানির মোবাইল রিচার্জ প্ল্যানগুলির দ্বারস্থ হতে হবে।

Airtel Xstream Premium প্ল্যানের দাম

সবচেয়ে সাশ্রয়ী বিষয় হল যে, এক মাসের জন্য Airtel Xstream Premium প্ল্যানটি কিনতে চাইলে গ্রাহকদের মাত্র ১৪৯ টাকা ব্যয় করতে হবে। আবার, ১২ মাসের সাবস্ক্রিপশন পেতে হলে খরচ পড়বে ১৪৯৯ টাকা। তবে মনে রাখবেন, এই সার্ভিস উপভোগ করতে পারবেন কেবলমাত্র Airtel ব্যবহারকারীরাই।