অক্ষয় তৃতীয়া: আজ সোনা কিনতে হলে কাজে লাগান PhonePe, GPay অ্যাপ, পাবেন 2,000 টাকা অবধি ক্যাশব্যাক

Akshaya Tritiya 2024: আজ অক্ষয় তৃতীয়া, ধর্মপ্রাণ মানুষের কাছে অন্যতম পবিত্র এবং শুভ দিন। প্রতিবছর বৈশাখ মাসের এই শুক্ল...
Anwesha Nandi 10 May 2024 7:05 PM IST

Akshaya Tritiya 2024: আজ অক্ষয় তৃতীয়া, ধর্মপ্রাণ মানুষের কাছে অন্যতম পবিত্র এবং শুভ দিন। প্রতিবছর বৈশাখ মাসের এই শুক্ল তৃতীয়া তিথিটিতে দেশ জুড়ে অধিকাংশই পুজো-পাঠ করেন। যেকোনো কাজ আজকের দিনে সেরে নেওয়া বিশেষত এই উপলক্ষে সোনা কেনাটা অত্যন্ত শুভ – এমনটাই প্রচলিত বিশ্বাস। সেক্ষেত্রে দিন শেষের মুখে এসে আপনিও যদি সোনা কিনে মা লক্ষ্মী বা কুবের দেবের আশীর্বাদ পেতে চান, এদিকে আপনার ঘর ছেড়ে গয়নার দোকানে যাওয়ার উপায় না থাকে, তাহলে চিন্তার প্রয়োজন নেই। বরঞ্চ স্মার্টফোনে থাকা অনলাইন পেমেন্ট অ্যাপগুলি দিয়েই সেরে নিন কাজ।

আসলে এখন ডিজিটালি সোনা বেশ সহজ এবং সুরক্ষিত উপায় হয়ে উঠেছে এবং PhonePe, Google Pay-র মতো অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মগুলি এই কাজে ইউজারদের পাশে আছে। এই জায়গাগুলি থেকে আপনি সোনার গয়না সরাসরি কিনতে পারবেননা, তবে বিভিন্ন অ্যামাউন্টের গোল্ড কয়েন পেয়ে যাবেন। আসুন তবে, জেনে নিই কীভাবে PhonePe, Google Pay বা Paytm থেকে ডিজিটালি সোনা কেনা যাবে…

PhonePe থেকে কীভাবে অনলাইনে সোনা কিনবেন?

  • প্রথমে ফোনপে অ্যাপটি ওপেন করুন।
  • স্ক্রিনের ওপরে প্রদর্শিত 'গোল্ড উৎসব' (Gold Utsav) ব্যানারে ক্লিক করুন।
  • পরবর্তী ধাপে গ্রাম-ওজন বা দাম অনুযায়ী সোনা কেনার অপশন বেছে নিন।
  • সিলেক্ট করা অপশনের জন্য নির্দিষ্ট টাকা পেমেন্ট করুন।

উল্লেখ্য, ফোনপে অ্যাপ দিয়ে আজকের দিনে কমপক্ষে হাজার টাকার সোনা কিনলে আপনি ২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এক্ষেত্রে পেমেন্টের আগেই, স্ক্রিনের উপরের দিকে ক্যাশব্যাকের পরিমাণ দেখতে পাবেন যা আপনার ফোনপে ওয়ালেটে যুক্ত হবে।

Google Pay দিয়ে কীভাবে সোনা কিনবেন?

  • জনপ্রিয় পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে থেকে সোনা কেনার উপায়টি খুব সহজ। এর জন্য প্রথমে ফোনে অ্যাপ্লিকেশনটি খুলুন।
  • সার্চ বারে 'গোল্ড লকার' (Gold Locker) টাইপ করে অনুসন্ধান করুন।
  • এরপর আপনার সামনে বিজনেস সেকশন খুলবে, যেখানে গোল্ড লকারে ট্যাপ করার পর 'বাই গোল্ড' (Buy Gold) অপশনও পাওয়া যাবে।
  • এখানেও দাম অনুযায়ী আপনি যে পরিমাণ সোনা কিনতে চান তা বেছে নিয়ে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করলেই সেই সোনা আপনার লকারে সংরক্ষিত হবে।

এক্ষেত্রে সোনা কেনার পর আপনি যখন খুশি তা বিক্রি করতে অথবা নিজের ঠিকানায় ফিজিক্যাল কয়েন/বিস্কুট আকারে ডেলিভারি নিতে পারেন।

Paytm থেকে এভাবে ডিজিটালি সোনা কিনুন

  • প্রথমে পেটিএম অ্যাপটি ওপেন করুন।
  • স্ক্রিনের ওপরে সার্চ আইকনে ক্লিক করে 'গোল্ড' কথাটি টাইপ করে সার্চ করুন। 'পেটিএম গোল্ড' (Paytm Gold) অপশন দেখা গেলে তাতে ট্যাপ করুন।
  • এখানে আপনি আপনি সোনার লাইভ দাম দেখতে পাবেন।
  • টাকা অনুযায়ী সোনা কিনবেন নাকি গ্রাম বা ওজন অনুযায়ী, সেই বিকল্পটি বেছে নিন।
  • এরপর পেমেন্ট করলেই সোনা আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। আপনি চাইলে তা ডিজিটালিই সংরক্ষণ করে রাখতে পারেন অথবা কয়েন-বিস্কুট আকারে বাড়িতে ডেলিভারি নিতে পারেন।

Show Full Article
Next Story