জলে পড়লেও নষ্ট হবে না, Amazfit Bip 3 Pro স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
ভারতে পা রাখল Amazfit সংস্থার নতুন Amazfit Bip 3 Pro স্মার্টওয়াচ। দুসপ্তাহের ব্যাটারি লাইফ সহ এতে রয়েছে জিপিএস এবং...ভারতে পা রাখল Amazfit সংস্থার নতুন Amazfit Bip 3 Pro স্মার্টওয়াচ। দুসপ্তাহের ব্যাটারি লাইফ সহ এতে রয়েছে জিপিএস এবং ৬০টিরও বেশি স্পোর্টস মোড।এখানে জানিয়ে রাখি, গত মাসে লঞ্চ হওয়া Amazfit Bip 3 স্মার্টওয়াচের উত্তরসূরি এটি। চলুন দেখে নেওয়া যাক নতুন Amazfit Bip 3 Pro স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Amazfit Bip 3 Pro স্মার্টওয়াচের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে অ্যামেজফিট বিপ ৩ প্রো স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৩,৯৯৯ টাকা। ই-কমার্স সাইট অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি। ব্ল্যাক, পিংক এবং ক্রিম এই তিনটি কালার ভ্যারিয়েন্টে ক্রেতাদের কাছে এসেছে নতুন এই স্মার্টওয়াচ।
Amazfit Bip 3 Pro স্মার্টওয়াচের স্পেসিফিকেশন
নবাগত অ্যামেজফিট বিপ ৩ প্রো স্মার্টওয়াচটি ১.৬৯ ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে সাথে এসেছে, যার ওপর রয়েছে ২.৫ডি গ্লাসের আচ্ছাদন এবং এএফ কোটিং। ব্যবহারকারী চাইলেই হেলথ এবং ফিটনেস সংক্রান্ত বিভিন্ন তথ্যের নোটিফিকেশন দেখতে পাবেন এই ডিসপ্লেতে।
অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ওয়্যারেবলটিতে হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর, মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার, স্ট্রেস লেভেল এবং স্লিপ কোয়ালিটি ট্র্যাকার উপলব্ধ। তাছাড়া এতে রয়েছে পিএআই হেলথ অ্যাসেসমেন্ট সিস্টেম (PAI Health Assessment System)। এই পিএআই সিস্টেম হেলথ ও ফিটনেস সংক্রান্ত ডেটা মূল্যায়ন করে বিশ্লেষণের জন্য একটি স্মার্ট অ্যালগরিদম ব্যবহার করে। আবার এর বিল্ট-ইন জিপিএস পাঁচটি স্যাটেলাইট পজিশনিং সিস্টেম সাপোর্ট করায় ব্যবহারকারীর সঠিক লোকেশন ট্র্যাক করা সম্ভব।
তদুপরি Amazfit Bip 3 Pro স্মার্টওয়াচে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি, যা অ্যান্ড্রয়েড ৭.০ কিংবা তার বেশি এবং আইওএস ১২.০ বা তার থেকে উচ্চতর ভার্সনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সংস্থার মতে, একবার চার্জে স্মার্টওয়াচটি দু সপ্তাহ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল থেকে সুরক্ষা দিতে ঘড়িটি ৫ এটিএম রেটিংসহ এসেছে এবং এর ওজন মাত্র ৩৩ গ্রাম।