গান শোনা থেকে স্বাস্থ্যের খেয়াল‌ রাখা, সবই করা যাবে আপকামিং Amazfit GTS 2 স্মার্টওয়াচে

শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Amazfit GTS 2 এর নতুন ভার্সন। ইতিমধ্যেই স্মার্টওয়াচটিকে ই-কমার্স সাইট অ্যামাজনে তালিকাভুক্ত করা হয়েছে। ফলে ডিভাইসটি যে শীঘ্রই এদেশে আত্মপ্রকাশ…

শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Amazfit GTS 2 এর নতুন ভার্সন। ইতিমধ্যেই স্মার্টওয়াচটিকে ই-কমার্স সাইট অ্যামাজনে তালিকাভুক্ত করা হয়েছে। ফলে ডিভাইসটি যে শীঘ্রই এদেশে আত্মপ্রকাশ করবে তা বলা যেতেই পারে। উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে Amazfit GTS 2 স্মার্টওয়াচ লঞ্চ হয়। সেইসময় এর দাম ছিল ১২,৯৯৯ টাকা। তবে এর নতুন ভার্সনের দাম নিয়ে কোনো তথ্য উঠে আসেনি। যদিও আপকামিং স্মার্টওয়াচটির একাধিক ফিচার ও স্পেসিফিকেশন সামনে এসেছে। অ্যামাজনের লিস্টিং অনুযায়ী, স্পেস ব্ল্যাক ও পেটাল পিংক কালারে আসতে চলেছে নতুন এই স্মার্টওয়াচ। চলুন Amazfit GTS 2 স্মার্টওয়াচ সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Amazfit GTS 2 স্মার্টওয়াচের নতুন ভার্সনের স্পেসিফিকেশন

আপকামিং অ্যামেজফিট জিটিএস ২ স্মার্টওয়াচটি এইচডি রেজোলিউশনের ১.৬৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে আসছে। কোনোরকম স্ক্র্যাচ পরে যাতে ডিসপ্লে নষ্ট না হতে পারে তাই এতে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং সহ থ্রিডি কর্নিং গরিলা গ্লাসের আচ্ছাদন থাকবে। শুধু তাই নয়, অলওয়েজ অন ডিসপ্লের সাথে এতে ৫০টিরও বেশি ওয়াচফেস উপলব্ধ হবে।

অন্যদিকে নয়া ভার্সনের অ্যামেজফিট জিটিএস ২ ঘড়িটিতে পিএআই হেলথ অ্যাসিস্ট্যান্ট সিস্টেম থাকবে, যা ব্যবহারকারীর হার্ট রেট ডেটা ট্র্যাক করা এবং অন্যান্য স্বাস্থ্য সম্বন্ধীয় ডেটাকে পিএআই স্কোরে পরিণত করে শারীরিক সুস্থতা জানান দেবে। এখানে জানিয়ে রাখি, পিএআই (PAI) হল পার্সোনাল অ্যাক্টিভিটি ইন্টেলিজেন্স অর্থাৎ এই স্কোরের মাধ্যমে ব্যবহারকারী তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবগত থাকবেন।

তাছাড়া অ্যামেজফিট জিটিএস ২ স্মার্টওয়াচটিতে ৯০টি ইনবিল্ট স্পোর্টস মোড দেওয়া হবে। সাথে থাকবে ৩ জিবি স্টোরেজ যেখানে পছন্দসই মিউজিক স্টোর করা যাবে। এমনকি ঘড়িটিতে ইনবিল্ট স্পিকার এবং মাইক্রোফোন থাকবে ফোন কল ধরা এবং করার জন্য। এছাড়া ঘড়িটিতে অ্যাক্সেলেরোমিটার সেন্সর, গায়রোস্কোপ সেন্সর, জিওম্যাগনেটিক সেন্সর, এয়ার প্রেসার সেন্সর এবং আম্বিয়েন্ট লাইট সেন্সর উপলব্ধ হবে। তাছাড়া অন্যান্য স্মার্টওয়াচগুলির মত এতেও নোটিফিকেশন অ্যালার্ট, ওয়েদার, মিউজিক, ওয়ার্ল্ড ক্লক প্রভৃতির সুবিধা পাওয়া যাবে।

Amazfit GTS 2 স্মার্টওয়াচের নতুন ভার্সনের ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হবে ২৪৬ এমএএইচ ব্যাটারি, যা একক চার্জে সাধারণ ব্যবহারে ৬ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। আবার খুব বেশি ব্যবহার হলে এটি তিন দিন চলবে। তদুপরি ঘড়িটির কানেক্টিভিটি অপশনে সামিল থাকবে ব্লুটুথ ৫.০, এনএফসি, জিপিএস এবং গ্লোনাস। সর্বোপরি জল থেকে সুরক্ষা দিতে ঘড়িটি ৫ এটিএম রেটিংসহ আসছে, ফলে সুইমিং কিংবা লাইট স্নোরকেলিংয়ের সময় এটি ব্যবহার করা যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন