Amazon এর তুফানি সেল, স্মার্টওয়াচ, ট্যাবলেট ও ল্যাপটপে ৮০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট

Amazon ইতিমধ্যেই তাদের ওয়েবসাইটে ব্লকবাস্টার ভ্যালু ডেজ সেলের ঘোষণা করেছে। গত ১৯ মে থেকে শুরু হওয়া এই সেল চলবে ২৪ মে পর্যন্ত। ছয় দিনব্যাপী এই…

Amazon ইতিমধ্যেই তাদের ওয়েবসাইটে ব্লকবাস্টার ভ্যালু ডেজ সেলের ঘোষণা করেছে। গত ১৯ মে থেকে শুরু হওয়া এই সেল চলবে ২৪ মে পর্যন্ত। ছয় দিনব্যাপী এই সেলে স্মার্টওয়াচ, হেডফোন, ট্যাবলেট, ল্যাপটপ, সাউন্ডবার, পিসি সহ আরও অনেক প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিচ্ছে Amazon। 

ব্লকবাস্টার ভ্যালু ডেজ সেলে অ্যামাজন ট্রু ওয়্যারলেস ইয়ারবাডে ৭০ শতাংশ, উইয়ারেবলে ৮০ শতাংশ , ল্যাপটপে ৩৫ শতাংশ এবং ট্যাবলেটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এছাড়াও, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট ১০% ডিসকাউন্ট মিলবে। সাথে পাওয়া যাবে ২৪ মাস পর্যন্ত নো-কস্ট-ইএমআই এবং ৮,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। আসুন Amazon Blockbuster Value Days সেলের অফারগুলি দেখে নেওয়া যাক।

Amazon Blockbuster Value Days Sale এর সেরা কয়েকটি অফার

Smartwatch

  • অ্যামাজন ব্লকবাস্টার ভ্যালু ডেজ সেলে দ্বিতীয় প্রজন্মের Apple Watch SE ২৯,৯৯০ টাকার পরিবর্তে ২৫,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।
  • আবার ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ সহ আসা ফায়ারবোল্ট নিনজা ফিট স্মার্টওয়াচটি কেনা যাচ্ছে ১,০৯৯ টাকায়।
  • এদিকে Realme এর Dizo Watch D2 Power মিলছে ১,০৯৯ টাকায়।
  • boAt Wave Leap Call স্মার্টওয়াচটি বিক্রি হচ্ছে ১,৫৯৯ টাকায়।
  • Noise এর ১.৯১ ইঞ্চি ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে ১,৫৯৯ টাকায়।

Tablets

  • অ্যামাজনের সেল চলাকালীন Apple iPad Air ৫৯,৯০০ টাকার পরিবর্তে ৫৪,৯০০ টাকায় মিলবে।
  • আবার ৭,১০০ এমএএইচ ব্যাটারি এবং ২কে ডিসপ্লের Oppo Pad Air পাওয়া যাচ্ছে ১৬,৯৯৯ টাকার পরিবর্তে ১৫,৯৯৯ টাকায়।
  • অন্যদিকে লাভা আইভরি ট্যাবলেট ৫,৪৯৯ টাকায় এবং এসার ওয়ান টি৪ ট্যাবলেট ৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

Laptops

  • ল্যাপটপের কথা বললে ১৪ ইঞ্চি Dell Vostro ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ৩৯,৯৯০ টাকায়।
  • আর লেনোভো ইয়োগা স্লিম ৭ প্রো ল্যাপটপটি কেনা যাচ্ছে ৬৯,৯৯০ টাকায়। ক্রেতারা ১,০০০ টাকার কুপনও পাবেন।
  • এছাড়া ১৬ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ ডিসপ্লের ASUS Vivobook 16X (2022) ল্যাপটপটি সেলে পাওয়া যাচ্ছে ৪৭,৯৯০ টাকায়।
WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন