Amazon Daily Quiz থেকে আজ মিলছে ১০,০০০ টাকা পুরষ্কার, এই পাঁচটি প্রশ্নের উত্তর দিলেই কেল্লাফতে!

আজও লাইভ হয়েছে Amazon India (অ্যামাজন ইন্ডিয়া)-র ২৪ ঘন্টার অনলাইন গেম শো 'Daily App Quiz' (ডেইলি অ্যাপ কুইজ)-এর নতুন...
Anwesha Nandi 27 May 2022 11:47 AM IST

আজও লাইভ হয়েছে Amazon India (অ্যামাজন ইন্ডিয়া)-র ২৪ ঘন্টার অনলাইন গেম শো 'Daily App Quiz' (ডেইলি অ্যাপ কুইজ)-এর নতুন সংস্করণ। আর আজকেও পাঁচ-পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিলে অংশগ্রহণকারীদের পুরষ্কার জেতার সুযোগ থাকছে, তবে আজ অর্থাৎ ২৭শে মে 'Daily App Quiz' থেকে Amazon Pay (অ্যামাজন পে) ব্যালেন্সে ১০,০০০ টাকা পাওয়া যেতে পারে। তবে গেমে অংশগ্রহণ করতে আগ্রহীর বয়েস কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং মানতে হবে অন্যান্য কিছু নিয়ম। কী বললেন? এই গেম সম্পর্কে অবগত নন? তাহলে আসুন, দেখে নিই কীভাবে বাড়ি বসে শপিংয়ের পাশাপাশি হাজার হাজার টাকা পকেটস্থ করা যাবে!

Amazon Daily Quiz

Amazon Daily Quiz খেলার নিয়ম

Amazon Daily Quiz প্রতিদিন রাত ১২টায় শুরু হয় এবং সেই তারিখে রাত ১১:৫৯ অবধি লাইভ থাকে। আর এখানে পুরষ্কার জিতে নিতে অংশগ্রহণকারীদের জেনারেল নলেজ (GK) এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয়। তবে সব প্রশ্নের সঠিক উত্তর দিলেই যে টাকা জেতা যায়, এমন নয়! কারণ, এক্ষেত্রে সংস্থা বিজয়ী বাছতে লাকি ড্র-এর সাহায্য নেয়। এই প্রসঙ্গে বলে রাখি, কুইজের পুরষ্কারের অ্যামাউন্ট ও প্রশ্ন রোজই পরিবর্তিত হয়; তবে নিয়ম বা অন্যান্য বিষয় একই থাকে।

Amazon Daily Quiz খেলার উপায়

– অ্যামাজনের 'ডেইলি কুইজ' খেলতে চাইলে প্রথমে অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন থেকে সংস্থার অ্যাপ খুলুন।

– এরপর অ্যাপে লগইন/সাইন ইন করে 'মিউজিক, ভিডিও অ্যান্ড গেমিং' সেকশনে যান।

– এখান থেকে 'ফান' অপশনটি বেছে নিন যেখানে 'ডেইলি কুইজ' নামক একটি ব্যানার দেখা যাবে। এই ব্যানারে ক্লিক করলেই গেমের পাঁচটি প্রশ্ন অ্যাক্সেস করার সুযোগ মিলবে।

সেক্ষেত্রে প্রতিদিনের মত আমরা আজকের কুইজের পাঁচটি প্রশ্নের পাশাপাশি তাদের উত্তরও আপনাদের বলছি। এর থেকে আপনাদের পুরষ্কার জেতার বা ভাগ্য পরখ করার রাস্তা অনেকটাই সহজ হয়ে যাবে।

Amazon Daily Quiz-এর আজকের প্রশ্নোত্তর

১. Discovered in 2022, what name did astronomers give to the largest radio galaxy ever discovered?

উত্তর: Alcyoneus

২. Vinay Mohan Kwatra has been recently appointed to which important post in India?

উত্তর: Foreign Secretary

৩. By clinching the Rio Open tennis title in 2022, who became the youngest ATP 500 winner since the category was created in 2009?

উত্তর: Carlos Alcaraz

৪. The largest capital production of this fruit is done in which country?

উত্তর: Brazil

৫. Which of these is a movie based on this sport?

উত্তর: Mid90s

Show Full Article
Next Story