Amazon Daily Quiz: আজ ৫টি প্রশ্নের উত্তর দিলে পেতে পারেন ১,০০০ টাকা, কীভাবে কুইজ গেম খেলবেন?

আজ অর্থাৎ ৩০শে মে ফের নতুন করে লাইভ হয়েছে Amazon India (অ্যামাজন ইন্ডিয়া)-র ২৪ ঘন্টার অনলাইন গেম শো 'Daily App...
Anwesha Nandi 30 May 2022 11:44 AM IST

আজ অর্থাৎ ৩০শে মে ফের নতুন করে লাইভ হয়েছে Amazon India (অ্যামাজন ইন্ডিয়া)-র ২৪ ঘন্টার অনলাইন গেম শো 'Daily App QuizTime' (ডেইলি অ্যাপ কুইজ)। অন্যান্য দিনের মতই আজও মোট পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিলে অংশগ্রহণকারীদের পুরষ্কার জেতার সুযোগ থাকছে, তবে 'Daily App QuizTime'-এর এই সংস্করণ থেকে Amazon Pay (অ্যামাজন পে) ব্যালেন্সে ১,০০০ টাকা পাওয়া যেতে পারে। আজকের পুরষ্কারের অ্যামাউন্ট তুলনামূলকভাবে কম, কিন্তু বাড়ি বসে যদি হাজার টাকা পকেটে ভরা যায় তাও বোধহয় কোনো চমকপ্রদ অফারের চেয়ে কম নয়! তাহলে আসুন, দেখে নিই কীভাবে বাড়ি বসে কয়েক ক্লিকে এই গেম খেলবেন এবং ঠিক কী কী প্রশ্নের উত্তর দিলে পুরষ্কারের টাকা পকেটস্থ করা যাবে।

Amazon Daily QuizTime খেলার নিয়ম

অ্যামাজনের ডেইলি কুইজ প্রতিদিন রাত ১২টায় শুরু হয় এবং সেই তারিখে রাত ১১:৫৯ অবধি লাইভ থাকে। গেমটি খেলতে হলে অংশগ্রহণকারীর বৈধ পরিচয়পত্র বা ভারতের নাগরিকতার প্রমাণ থাকা প্রয়োজন। এদিকে গেমে অংশগ্রহণ করতে আগ্রহীর বয়েস কমপক্ষে ১৮ বছর হতে হবে। এক্ষেত্রে এখানে পুরষ্কার জিতে নিতে জেনারেল নলেজ (GK) এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধিত পাঁচ-পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয়। যদিও সব প্রশ্নের সঠিক উত্তর দিলেই টাকা জেতা যায় এমন নয়, কারণ এক্ষেত্রে সংস্থা বিজয়ী বাছতে লাকি ড্র-এর সাহায্য নেয়। উল্লেখ্য, কুইজের পুরষ্কারের অ্যামাউন্ট ও প্রশ্ন রোজই পরিবর্তিত হয়; তবে নিয়ম বা অন্যান্য বিষয় একই থাকে।

Amazon Daily QuizTime খেলার উপায়

১. অ্যামাজনের 'ডেইলি কুইজ' খেলতে চাইলে প্রথমে অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন থেকে সংস্থার অ্যাপ খুলুন।

২. এরপর অ্যাপে লগইন/সাইন ইন করে 'মিউজিক, ভিডিও অ্যান্ড গেমিং' সেকশনে যান।

৩. এখান থেকে 'ফান' অপশনটি বেছে নিন, যেখানে 'ডেইলি কুইজ' নামক একটি ব্যানার দেখা যাবে। এই ব্যানারে ক্লিক করলেই গেমের পাঁচটি প্রশ্ন অ্যাক্সেস করার সুযোগ মিলবে।

সেক্ষেত্রে প্রতিদিনের মত আমরা আজকের কুইজের পাঁচটি প্রশ্নের পাশাপাশি তাদের উত্তরও আপনাদের সামনে রাখছি। এর থেকে আপনারা লাকি-ড্র অবধি সহজেই পৌঁছে যাবেন!

Amazon Daily QuizTime-এর আজকের প্রশ্নোত্তর

১. Which film won the Best Film (Drama) award at the Golden Globes 2022?

উত্তর: The Power of the Dog

২. Which city has the world’s longest metro network?

উত্তর: Shanghai

৩. Kazhuveli Wetland was recently declared as the 16th Bird Sanctuary of which state?

উত্তর: Tamil Nadu

৪. This is the famous Jacques Cartier bridge in which city?

উত্তর: Montreal

৫. Which national park of India is known to have the highest population of this animal?

উত্তর: Kaziranga

Show Full Article
Next Story