Amazon Daily Quiz: কুইজ খেললে মিলবে ৪০,০০০ টাকা পুরষ্কার! গেমের আজকের প্রশ্নের উত্তর দেখেছেন?
সম্প্রতি ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India (অ্যামাজন ইন্ডিয়া)-তে ডেইলি অ্যাপ কুইজ নামে একটি নতুন গেম শুরু হয়েছে।...সম্প্রতি ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India (অ্যামাজন ইন্ডিয়া)-তে ডেইলি অ্যাপ কুইজ নামে একটি নতুন গেম শুরু হয়েছে। এক্ষেত্রে Amazon তার কুইজে ৪০,০০০ টাকা পর্যন্ত জেতার সুযোগ দিচ্ছে যেখানে অংশগ্রহণকারীরা Amazon Pay ব্যালেন্সে ১,০০০ টাকা পেতে পারেন। এই কুইজটি সংস্থার মোবাইল অ্যাপে উপলব্ধ। তবে আগ্রহীরা কেবল প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এটি খেলতে পারবেন।
Amazon Daily Quiz কীভাবে খেলে?
এই কুইজে সাধারণ জ্ঞান (GK) এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোট পাঁচটি প্রশ্ন থাকে। পুরস্কার জিততে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়া বাধ্যতামূলক। খেলাটি অ্যাক্সেসের জন্য অ্যাপের 'ফান' সেকশনে যেতে হবে। এখানে আপনি 'ডেইলি কুইজ' অপশন দেখতে পাবেন। আপনার ফোনে যদি অ্যামাজন অ্যাপ না থাকে তাহলে প্রথমে এটি ডাউনলোড এবং ইন্সটল করতে হবে। তারপর নিজের অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।
আজকের Daily Quiz-এর প্রশ্নোত্তর
১.কে সম্প্রতি টেস্ট ক্রিকেটে দ্রুততম ৮,০০০ রান করেছেন (ইনিংসের সংখ্যার দিক থেকে)?
উত্তর: স্টিভ স্মিথ।
২: পলক তিওয়ারি, যাকে হার্ডি সান্ধুর 'বিজলি বিজলি' গানের মিউজিক ভিডিওতে দেখা যায় তিনি কোন বিখ্যাত টেলিভিশন অভিনেত্রীর কন্যা?
উত্তর: শ্বেতা তিওয়ারি।
৩. ইকেআই (EKI) এনার্জি সার্ভিসেস এবং কোন বিখ্যাত কোম্পানি ভারতে প্রকৃতি ভিত্তিক সমাধানের জন্য একটি যৌথ উদ্যোগ কোম্পানি চালু করেছে?
উত্তর: শেল।
৪. এটি কোন দেশের পতাকা?
উত্তর: মরিশাস।
৫. কোন সাইটে এই ক্রিপ্টোকারেন্সির সোর্স কোড হোস্ট করা হয়েছে?
উত্তর: গিটহাব।