Amazon Offer: ৪০,০০০ টাকার কাছাকাছি দামে মিলছে iPhone 12 মডেল, কীভাবে পকেটস্থ করবেন?

Amazon Deal Of Day: আইফোন (iPhone) কে না কিনতে চায়? তবে এর চড়া দামের কারণে এই চাওয়া সবসময় পাওয়াতে পরিণত হয়না।...
Anwesha Nandi 18 April 2022 7:28 PM IST

Amazon Deal Of Day: আইফোন (iPhone) কে না কিনতে চায়? তবে এর চড়া দামের কারণে এই চাওয়া সবসময় পাওয়াতে পরিণত হয়না। সেক্ষেত্রে যদি আপনিও যদি এই মুহূর্তে একটি আইফোন কিনতে চান, কিন্তু আপনার বাজেট তুলনামূলকভাবে কম হয় – তাহলে আজ আপনার জন্য রয়েছে সেরা ডিলের হদিশ। আসলে Amazon Deal Of Day (অ্যামাজন ডিল অফ দ্য ডে) অফারে এখন Apple iPhone 12 (অ্যাপল আইফোন ১২)-র ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৪৫,০০০ টাকারও কম দামে কেনা যাবে। তবে এর জন্য অনুসরণ করতে হবে বেশ কিছু শর্তাবলী। কীভাবে সস্তায় পকেটস্থ করা যাবে iPhone 12? আসুন এখন Amazon Deal Of Day অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিই…

Amazon Deal Of Day ও iPhone 12-র অফার

এক্ষেত্রে অ্যামাজনে আইফোন ১২-র নীল রঙের ৬৪ জিবি মডেলটি ৬৫,৯০০ টাকার বদলে ৫৪,৯০০ টাকায় কেনা যাবে। অর্থাৎ এই ফোনের দামের ওপর ১৭% ছাড় থাকবে। আবার এই আইফোনটি কিনলে এখন ১২,৫০০ টাকার এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে, ফলে স্মার্টফোনটি ৪২,৩৫০ টাকায় কেনা যাবে। তবে এখানেই অফারের শেষ নয়! অ্যামাজন পে আইসিআইসিআইআই ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি কিনলে ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

উল্লেখ্য, শুধু আইফোন ১২-র ১২৮ জিবি মডেলটি অ্যামাজনে ১৫% ছাড়ে বিক্রির জন্য উপলব্ধ। আবার এর ২৫৬ জিবি মডেলটি ১৬ শতাংশ ছাড়ে ৬৭,৯৯৯ টাকায় কেনা যাবে। এই দুটি ফোনেই ১২,৫৫০ টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।

Apple iPhone 12-এর স্পেসিফিকেশন

এই আইফোন ১২ মডেলে রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর (XDR) ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এটি এ১৪ (A14) বায়োনিক চিপে কাজ করে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনটিতে ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সাথে রয়েছে ২,৮১৫ এমএএইচ ব্যাটারি এবং আইপি৬৮ (IP68) ওয়াটারপ্রুফ রেটিং।

Show Full Article
Next Story