iPhone 15, ম্যাকবুক, গেমিং ল্যাপটপে লোভনীয় ছাড়, Amazon এনেছে অবিশ্বাস্য সেল
দাম কমল আইফোন ১৫ প্রো ম্যাক্স, ম্যাকবুক এয়ার-সহ একাধিক গেমিং ল্যাপটপের। অ্যামাজনে মিলছে মারাত্মক ছাড় এবং অফার
আপনি যদি এই মুহূর্তে অ্যাপলের আইফোন, ম্যাকবুক বা নতুন ল্যাপটপ কিনতে চান তাহলে সুখবর। কারণ অ্যামাজনে চলছে বাম্পার সেল। এই সেলের সময় iPhone ১৫ প্রো ম্যাক্সের দাম ১,১৯,৯০০ টাকা। এছাড়া অফার চলাকালীন Amazon ICICI ক্রেডিট কার্ড দ্বারা কিনলে এটি বেশ কম দামে পাওয়া যাবে। তার সঙ্গে মিলবে অতিরিক্ত ক্যাশব্যাক। সব মিলিয়ে ১,১৫,০০০ টাকায় পেয়ে যাবেন এই প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন। এটি চলতি বছর লঞ্চ হওয়া iPhone ১৬ এর থেকে বেশি স্টোরেজ (২৫৬ জিবি) এবং বড় ডিসপ্লের সঙ্গে পাওয়া যাবে।
কন্টেন্ট ক্রিয়েটর বা ট্রাভেল ভ্লগারদের জন্য GoPro Hero 12 ক্যামেরায় মিলছে দারুন ডিল। এটি কিনতে পারবেন ৩৫,৯৯০ টাকায়। এই প্যাকেজে পাবেন গোপ্রো হিরো ক্যামেরা, দুটি ব্যাটারি, একটি প্রোটেক্টিভ কেস ইত্যাদি। বর্তমানে স্টুডেন্ট এবং প্রফেশনাল সবার জন্যই দরকার একটি উচ্চ মানের ল্যাপটপ। এক্ষেত্রে ভালো বিকল্প ম্যাকবুক এয়ার।
অফার চলাকালীন সেটি কিনতে পারবেন ৫৬,৯৯০ টাকায়। এই দামে Macbook Air M1 অনবদ্য একটি মেশিন। দুর্দান্ত ব্যাটারি লাইফের পাশাপাশি 4K ভিডিয়ো এডিটিং এবং ফটোশপ ও লাইটরুমের কাজও করা যাবে। তবে যারা গেমিং ল্যাপটপ কিনতে আগ্রহী তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ডিল।
Asus TUF গেমিং A15 ল্যাপটপে পাবেন AMD Ryzen ৫ অথবা Ryzen ৭ প্রসেসর, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ১৬ জিবি র্যাম এবং NVidia RTX ৩০৫০ জিপিইউ। এই হাই কোয়ালিটি গেমিং ল্যাপটপটি কিনতে পারবেন ৬৫,৯৯০ টাকায়। এছাড়া ব্যাঙ্ক অফারও রয়েছে তার সঙ্গে।
ল্যাপটপ, ক্যামেরা, স্মার্টফোন ছাড়াও সোনির হেডফোনও পেয়ে যাবেন ব্যাপক সস্তায়। অ্যামাজনে Sony WH-1000XM4 ডিভাইসের দাম ২০ হাজার টাকা। এতে রয়েছে নয়েস ক্যানসেলিং ফিচার। লা জবাব মিউজিক অভিজ্ঞতা পাওয়ার জন্য এটি সেরা বিকল্প হতে পারে। মনে রাখবেন, এই ডিলগুলি সীমিত সময়ের জন্য পাওয়া যাবে অ্যামাজনে। পাশাপাশি নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কিনলে বাড়তি ছাড়ও পাবেন।
দাম কমল আইফোন ১৫ প্রো ম্যাক্স, ম্যাকবুক এয়ার-সহ একাধিক গেমিং ল্যাপটপের। অ্যামাজনে মিলছে মারাত্মক ছাড় এবং অফার