জলের দরে ল্যাপটপ সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস, শুরু হল অ্যামাজন ফ্রিডম সেল

Prime Day Sale শেষ হতে না হতেই আজ থেকে Amazon নিয়ে এল ‘ফ্রিডম সেল (Freedom Sale)’, যেটি চলবে আগামী ১১ তারিখ অবধি। চারদিনের এই সেলে…

Prime Day Sale শেষ হতে না হতেই আজ থেকে Amazon নিয়ে এল ‘ফ্রিডম সেল (Freedom Sale)’, যেটি চলবে আগামী ১১ তারিখ অবধি। চারদিনের এই সেলে ল্যাপটপ, হেডফোন, স্মার্টওয়াচ এবং অন্যান্য জিনিসে কিনলে রয়েছে আকর্ষণীয় ছাড় এবং অফার। এছাড়া স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাওয়া যাক, ইলেকট্রনিক ডিভাইস ও গ্যাজেটগুলির উপর Amazon Freedom Sale এ কি অফার দেওয়া হয়েছে।

এই সেলে Samsung Galaxy Watch কিনলে ৩৬% (প্রায় ৯০০০ টাকা) ছাড় পাওয়া যাবে। এই ডিভাইসটি কিনতে দাম পড়বে ১৫,৯৯০ টাকা। এতে ব্লুটুথ কানেক্টিভিটির অপশন রয়েছে। ৪২ মিলিমিটার স্ক্রিন সাইজের এই স্মার্টওয়াচটি কালো এবং সোনালী রংয়ের রংয়ের দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে।

JBL SB110 wireless soundbar কিনলে প্রায় ৭,১২৪ টাকা ছাড় পাবেন। এতে ডলবি ডিজিটাল সাউন্ড টেকনোলজি রয়েছে। এই ১১০ ওয়াটের অল-ইন-ওয়ান সাউন্ডবারটি ৭,৮৭৫ টাকায় কেনা যাবে। আবার Sony-র WH-1000XM3 হেডফোনটি কিনলে মিলবে ৩৩% ছাড়। অ্যাক্টিভ নয়েজ বাতিল (ANC) এবং আলেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার যুক্ত এই হেডফোনটি পাবেন ১৯,৯৯০ টাকায়।

এছাড়া BoAt Airdopes TWS ইয়ারবাডে ৬৭% ছাড় পাওয়া যাবে। এটি একবার চার্জে ৫ ঘন্টা অবধি প্লেব্যাক দিতে পারে। আগ্রহীরা ১,৯৯৯ টাকায় এটি কিনতে পারবেন।

এবার আসি ল্যাপটপের কথায় আসি। Amazon Freedom Sale এ Lenovo Legion Y540 9th Gen Intel Core i5 কিনলে পাবেন ২০,৬৬০ টাকা ছাড়। ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিনযুক্ত লেনোভো ল্যাপটপটি ৬৩,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। এই গেমিং ল্যাপটপটিতে ৮ জিবি র‌্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল SSD স্টোরেজ রয়েছে। আবার HP Pavilion gaming 9th Gen Intel Core i5 ল্যাপটপটি কিনতে চাইলে একই দাম পড়বে। NVIDIA GeForce GTX 1650 গ্রাফিক্সযুক্ত এই ডিভাইসটিতে ১৪% ছাড় রয়েছে।

HP Omen Ryzen 5 gaming ল্যাপটপটি কিনলে ১২,৭২৬ ছাড় পাওয়া যাচ্ছে। এতে AMD Ryzen 5-4600H 6-কোর প্রসেসর এবং Windows 10 রয়েছে। এটির দাম পড়বে ৭৪,৯৯০ টাকা। অন্যদিকে Acer Nitro 7 9th Gen Core i5 ল্যাপটপটি ৫০,০০৯ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এতে ১৫.৬-ইঞ্চি আইপিএস ফুল এইচডি স্ক্রিন এবং ১ টিবি SSD স্টোরেজ রয়েছে। এটির মূল্য ৭৯,৯৯০ টাকা।

অন্যদিকে Dell G3 3500 gaming 10th Gen Core i5 ল্যাপটপটি ৭% ছাড়ে ৭২,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। এটি ইন্টেলের ১০ম জেনারেশন Ci5-10300H প্রসেসরে চলে, এবং এতে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। লেনোভোর Legion Y540 9th Gen Intel Core i7 ল্যাপটপটিতে ৭০,৯০০ টাকার ছাড় পাওয়া যাবে। ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিনযুক্ত এই ল্যাপটপটি কিনতে ১৫২,৯৯০ টাকা ব্যয় করতে হবে।

অ্যামাজন ফ্রিডম সেলে Samsung Galaxy Tab A কিনতে চাইলে ২,০০১ টাকা ছাড় পাবেন। ১০.১-ইঞ্চি স্ক্রিন এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি যুক্ত এই ট্যাবলেটটি কিনতে ১৪,৪৯৯ টাকা পড়বে। এছাড়া ৩২ ইঞ্চির LG Display-তে পাবেন ২৪% ছাড়। QHD আইপিএস স্ক্রিনযুক্ত ডিসপ্লেটি ২৭,৯৯৯ টাকায় কেনা যাবে।

আপনি যদি প্রিন্টার কিনতে চান তবে HP Laser-jet Pro M30w wireless laser প্রিন্টারটি ৩০% ছাড়ে ১২,৭৯৯ টাকায় কিনতে পারবেন। এটি প্রতি মিনিটে ২০টি পাতা প্রিন্ট করতে পারে। SanDisk Ultra Dual USB Drive 3.1 পেনড্রাইভটি ৫০% ছাড়ে ২,৭৯৯ টাকায় কেনা যাবে। ২৫৬জিবির এই পেনড্রাইভে একটি ইউএসবি টাইপ-সি ইনপুট পোর্ট রয়েছে এবং এটি ১৫০ এমবিপিএস পর্যন্ত রিড স্পিড দেয়।