মাত্র ৪,৯৯৯ টাকা থেকে স্মার্টফোন, টিভি, ওয়াশিং মেশিন, Amazon Great Freedom Festival সেলের অফার দেখে নিন

ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন যে, গত ৬ আগস্ট রাত ১২টায় শুরু হয়েছে Amazon Great Freedom Festival Sale। আর এই সেলে ক্রেতারা স্মার্টফোন, ল্যাপটপ সহ স্মার্টটিভির…

Amazon great Freedom Festival Sale all live deals smartphone smart tv washing machine price starts rs 4999

ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন যে, গত ৬ আগস্ট রাত ১২টায় শুরু হয়েছে Amazon Great Freedom Festival Sale। আর এই সেলে ক্রেতারা স্মার্টফোন, ল্যাপটপ সহ স্মার্টটিভির মতো একাধিক গ্যাজেট কিনতে পারবেন দারুন সস্তায়। তাই যে সকল ক্রেতারা অধীর আগ্রহে এই সেলের জন্য অপেক্ষা করছিলেন, তারা চটজলদি অ্যামাজনে ঢুঁ মারুন। তবে তার আগে এই সেলে কোন প্রোডাক্ট কত দামে পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Amazon Great Freedom Festival সেলে কি কি অফার পাবেন ক্রেতারা?

আপনাদের জানিয়ে রাখি, অ্যামাজন তাদের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলের জন্য এসবিআই-এর সাথে অংশীদারিত্ব করেছে। যে কারণে ক্রেতারা এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পেতে পারেন ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড়। এছাড়াও, ক্রেতারা এই সময় নো কস্ট ইএমআই অপশন এবং এক্সচেঞ্জ অফারের মতন অতিরিক্ত সুবিধাগুলিও পেয়ে যেতে পারেন।

কোন কোন প্রোডাক্টে পাওয়া যাবে ছাড়?

অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে ক্রেতারা অ্যাপল, ওয়ানপ্লাস, স্যামসাং এবং আইকিউ-এর মতো একাধিক স্মার্টফোনে পাবেন দারুন ডিসকাউন্ট। এছাড়া, আসুস, ডেল এবং এইচপি-এর ল্যাপটপও পেয়ে যাবেন ভীষণ সস্তায়। পাশাপাশি, কোডাক, থমসন এবং রেডমি ব্র্যান্ডের স্মার্টটিভিও ভীষণ সস্তায় কেনার সুযোগ পাবেন এই সেলে।

  • অ্যাপল আইফোন ১৩

এই স্মার্টফোনটি ৭৯,৬০০ টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন এটি অ্যামাজন সেলে কেনা যাবে ৪৭,৯০০ টাকায়।

  • ওয়ানপ্লাস ১২ আর

ওয়ানপ্লাসের এই ডিভাইসটির এমআরপি ৪২,৯৯৯ টাকা। তবে এটি এখন আপনি কিনতে পারবেন ৩৯,৯৯৯ টাকায়।

  • আইকিউ নিও ৯ প্রো ৫জি

আইকিউ-এর এই ফোনটি এখন ৩৯,৯৯৯ টাকার পরিবর্তে ৩১,৯৯৯ টাকায় উপলব্ধ।

  • অনার ২০০

অনারের এই হ্যান্ডসেটটি ৩৯,৯৯৯ টাকায় লঞ্চ হলেও অ্যামাজন সেলে এটিকে ২৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে।

  • ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি

লঞ্চের সময় এই ডিভাইসটির দাম ছিল ২৯,৯৯৯ টাকা, তবে সেল চলাকালীন এটি কিনতে পারবেন ২৭,৯৯৯ টাকায়।

  • রিয়েলমি জিটি ৬টি ৫জি

রিয়েলমি-এর এই জনপ্রিয় স্মার্টফোনটি অ্যামাজন সেলে ৩০,৯৯৯ টাকার পরিবর্তে ২৫,৯৯৯ টাকায় উপলব্ধ।

  • স্যামসাং গ্যালাক্সি এস ২১ এফই (২০২৩)

স্যামসাং ফোন প্রেমিকদের জন্য রয়েছে সুখবর, কারণ অ্যামাজন ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে স্যামসাং-এর এই জনপ্রিয় ডিভাইসটি ৪৯,৯৯৯ টাকার পরিবর্তে ২৪,৯৯৯ টাকায় উপলব্ধ।

  • ওয়ানপ্লাস নর্ড সিই ৪

লঞ্চের সময় ওয়ানপ্লাস নর্ড সিই ৪ হ্যান্ডসেটটির এমআরপি ছিল ২৪,৯৯৯ টাকা। তবে অ্যামাজন সেলে ডিসকাউন্টের পর এটি ২১,৯৯৯ টাকায় কেনার সুযোগ দেওয়া হচ্ছে।

  • ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট

এখন ওয়ানপ্লাসের এই ডিভাইসটি ১৯,৯৯৯ টাকার পরিবর্তে অ্যামাজন সেলে ১৬,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে।

  • রিয়েলমি নার্জো এন৬১

এখন রিয়েলমি নার্জো এন ৬১ ডিভাইসটি ৮,৪৯৯ টাকার পরিবর্তে ৬,৯৯৯ টাকায় পেয়ে যাবেন।

অ্যামাজন ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে মোবাইল ছাড়াও স্মার্ট টিভিতে এবং ওয়াশিং মেশিন সহ একাধিক ডিভাইসে পাবেন দুর্দান্ত ডিল

  • এখন ব্ল্যাপুঙ্কট ২৪ ইঞ্চি টিভিটি ৬,৯৯৯ টাকার পরিবর্তে পেয়ে যাবেন ৬,৪৯৯ টাকায়। এছাড়াও, এই সেলে আপনি অন্যান্য ব্র্যান্ডের স্মার্টটিভিও ভীষণ সস্তায় কেনার সুযোগ পাবেন।

আবার, অ্যামাজন ইন্ডিয়া ফ্রিডম ফেস্টিভ্যালে ৪,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে হোয়াইট ওয়েস্টিং হাউস ওয়াশিং মেশিন-এর মতন বিভিন্ন ডিভাইস কেনার সুযোগ পাবেন।

এছাড়াও, ৭,৩৩৩ টাকা থেকে পেয়ে যাবেন এসএফডব্লিউ সিরিজের ওয়াশিং মেশিন। যাতে আছে ১,৬০০ আরপিএম, সোক অপশন, ৩ ডি রোলার এবং আইপিএক্স৪ রেটিং-এর মতো ফিচার। উল্লেখ্য ,এই সেলে মাত্র ১০,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে পাওয়া যাবে এইচটিডি ফুললি অটোমেটিক টপ লোডেড ওয়াশিং মেশিনও।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন