শুরু হয়ে গেল বছরের সবচেয়ে বড় সেল, Flipkart Big Billion Days ও Amazon Great Indian Festival Sale

অপেক্ষা শেষ! আজ থেকে শুরু হয়ে গেল Flipkart Big Billion Days Sale ও Amazon Great Indian Festival Sale। প্রতি বছর পুজোর আগে এই অনলাইন শপিং…

Amazon Great Indian Festival Flipkart Big Billion Days Sale Are Now Live For Prime And Plus Members

অপেক্ষা শেষ! আজ থেকে শুরু হয়ে গেল Flipkart Big Billion Days Sale ও Amazon Great Indian Festival Sale। প্রতি বছর পুজোর আগে এই অনলাইন শপিং প্ল্যাটফর্ম দুটি বছরের সবচেয়ে বড় এই দুই সেল নিয়ে হাজির হয়। এই সেলে স্মার্টফোন সহ বিভিন্ন প্রোডাক্টে বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে মনে রাখবেন প্রথম দিন অ্যামাজনে প্রাইম মেম্বাররা এবং ফ্লিপকার্টে প্লাস এবং ভিআইপি মেম্বাররা সেলে কেনাকাটা করতে পারবেন। আর আগামীকাল অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকে সবার জন্য সেল শুরু হবে।

আইফোন কেনার জন্য সবচেয়ে বেশি হুড়োহুড়ি

Amazon Great Indian Festival Sale ও Flipkart Big Billion Days সেলে আইফোনের বিভিন্ন মডেলের উপর লোভনীয় অফার দেওয়া হয়। ভারতীয়রা এই সেলগুলি থেকে লেটেস্ট আইফোনের পাশাপাশি পুরানো আইফোন মডেল কম দামে কেনার জন শপিং সাইটে ভিড় জমায়।

জানা গেছে এবছর ফ্লিপকার্টে, iPhone 15 এর বেস মডেল ৫০ হাজার টাকার কমে কেনা যাবে। অন্যদিকে অ্যামাজনে iPhone 13 এখন 40 হাজার টাকারও কম দামে বিক্রি হচ্ছে। দুটি ডিভাইসই ৭৯,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল।

Amazon ও Flipkart এর প্রথম দিনের সেলে কেনাকাটার উপায়

আপনিও যদি অন্যদের আগে সেলে কেনাকাটা করতে চান তাহলে অ্যামাজনের জন্য প্রাইম মেম্বারশিপ নিতে হবে। অ্যামাজন প্রাইম মেম্বারশিপ দেওয়া হয় ২৯৯ টাকা থেকে। প্রাইম মেম্বারশিপ থাকলে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের আর্লি অ্যাক্সের সহ আপনি প্রাইম ভিডিও থেকে প্রাইম মিউজিক পরিষেবা উপভোগ করতে পারবেন।

অন্যদিকে ৫০০ টাকা দিয়ে ফ্লিপকার্টে ভিআইপি মেম্বারশিপ নেওয়া যায়। তবে ফ্লিপকার্ট প্লাস মেম্বারশিপ নেওয়ার জন্য কোনো টাকা লাগে না। তবে এরজন্য বছরে কমপক্ষে চারবার প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করতে হবে এবং এখান থেকে সুপারকয়েন পাওয়া যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন