সবার আগে পাবেন Amazon Great Indian Festival সেলের সেরা ডিল, এই কৌশল অবলম্বন করুন

ফ্লিপকার্টকে টেক্কা দিয়ে Amazon নিয়ে আসছে Great Indian Festival Sale। এই সেল ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এই সেলে...
techgup 18 Sept 2024 8:02 PM IST

ফ্লিপকার্টকে টেক্কা দিয়ে Amazon নিয়ে আসছে Great Indian Festival Sale। এই সেল ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এই সেলে স্মার্টফোন সহ বিভিন্ন প্রোডাক্ট লোভনীয় অফারের সাথে কেনা যাবে। তবে কম দামে বিক্রি হওয়ার জন্য সেলের বিভিন্ন প্রোডাক্ট মুহূর্তে আউট-অফ-স্টক হয়ে যায়। তবে একটি কৌশল অবলম্বন করলে আপনি প্রোডাক্ট আউট-অফ-স্টক হয়ে যাওয়ার আগে কিনে নিতে পারবেন।

আসলে Amazon এর প্রাইম মেম্বার পরিষেবা আছে। এই মেম্বারশিপ থাকলে সাধারণ মানুষদের আগে সেলের অফারগুলির সুবিধা নেওয়া যায়। প্রতিবারের মতো এবছরও Great Indian Festival সেলে প্রাইম মেম্বাররা ২৪ ঘণ্টা আগে ডিলগুলির ফায়দা তুলতে পারবেন। অর্থাৎ, প্রাইম মেম্বারশিপ থাকলে ২৬ সেপ্টেম্বর থেকে সেলে কেনাকাটা করা যাবে।

Amazon Prime Subscription নেওয়ার সুবিধা

অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন কেবল আগেভাগে শপিংয়ের সুবিধা দেয় না, পাশাপাশি এর মাধ্যমে মিউজিক, অ্যামাজন প্রাইম ভিডিও, দ্রুত ডেলিভারি প্রভৃতি পরিষেবা পাওয়া যায়। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদের মতো শহরগুলিতে ১ দিনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয়। এছাড়া থাকে অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।

Amazon Prime মেম্বারশিপের প্ল্যান

ভারতে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ নিতে মাসে ২৯৯ টাকা খরচ করতে হয়। আবার তিন মাসের জন্য ৫৯৯ টাকা দিতে হয়। আর এক বছরের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ নিলে দিতে হবে ১,৪৯৯ টাকা। এছাড়া অ্যামাজন প্রাইম লাইট প্ল্যানের দাম ৭৯৯ টাকা।

Show Full Article
Next Story