Amazon Sale 2023: শীতের জিনিসসহ বিভিন্ন প্রোডাক্ট কেনা যাবে ৭০% পর্যন্ত ছাড়ে, পরশু থেকে সেল শুরু

সস্তায় কেনাকাটা করার সুবিধা দিতে এবং সাধারণ মানুষকে আকর্ষিত করতে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি এখন প্রায়শই কোনো না বিশেষ...
ANKITA 5 Jan 2023 11:23 AM IST

সস্তায় কেনাকাটা করার সুবিধা দিতে এবং সাধারণ মানুষকে আকর্ষিত করতে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি এখন প্রায়শই কোনো না বিশেষ সেলের আয়োজন করে থাকে। সেক্ষেত্রে নতুন বছর অর্থাৎ ২০২৩ সাল শুরু হতে না হতেই একটি ধামাকাদার সেল নিয়ে হাজির হল জনপ্রিয় ই-কমার্স কোম্পানি Amazon India। সম্প্রতি সংস্থাটি ঘোষণা করেছে যে, তারা আগামী পরশু মানে ৭ জানুয়ারি থেকে 'Amazon Home Shopping Spree' সেল দেবে যা লাইভ থাকবে আগামী ৮ তারিখ পর্যন্ত। আর সুবিধা বলতে এই সেলে লাইফস্টাইল প্রোডাক্ট, কিচেন অ্যাপ্লায়েন্স, শীতকালের প্রয়োজনীয় জিনিস এবং Bajaj, Havells, Dyson, Electrolux, Orient Electric, Crompton, Milton, Philips, Eureka Forbes, Usha, Livpure, Sleepy Cat-এর মত ব্র্যান্ডের প্রোডাক্ট ইত্যাদি ব্যাপক ডিসকাউন্ট বা অফারে কেনা যাবে। আবার এক্ষেত্রে যারা Amazon Home Shopping Spree চলাকালীন প্ল্যাটফর্মটিতে কেনাকাটা করবেন, তারা HDFC ব্যাঙ্কের ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রিপেইড পেমেন্ট করলে বা ক্রেডিট কার্ড ইএমআই অপশন ব্যবহার করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট তো পাবেনই, তাছাড়াও ১,৫০০ টাকা বা তার বেশি মূল্যের কেনাকাটায় ১০% ক্যাশব্যাক (১৫০ টাকা পর্যন্ত) পাওয়া যাবে। আসুন এখন সেলটির কিছু অফার একনজরে দেখে নিই।

Amazon Home Shopping Spree সেলে কেনাকাটা করলে পাবেন এই সমস্ত অফার

১. শীতকালীন যন্ত্রপাতির উপর ছাড়: অ্যামাজন হোম শপিং স্প্রী সেল চলাকালীন অ্যামাজন ওয়াটার হিটার, রুম হিটার এবং আরও অনেক শীতকালীন সরঞ্জামে ৫০% পর্যন্ত ছাড় মিলবে। এক্ষেত্রে গিজার কেনার সময় ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে, যেখানে অন্যান্য জল গরম করার যন্ত্রের ওপর থাকবে ৪০% পর্যন্ত ছাড়ের সুবিধা। সেলে রুম হিটার কিনতে গেলে নূন্যতম ৮৯৯ টাকা খরচ হবে। আবার হট ওয়াটার ডিসপেনসারে পাওয়া যাবে ৩৫% পর্যন্ত ছাড়।

২. কিচেন এবং হোম অ্যাপ্লায়েন্সের উপর ছাড়: অ্যামাজন তার এই নতুন বছরের সেলে ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, মিক্সার গ্রাইন্ডার, তাওয়া, কড়াই এবং অন্যান্য অ্যাপ্লায়েন্সে ৫০% পর্যন্ত ছাড় দেবে। যেমন এখানে রান্নাঘর এবং বাড়ির অ্যাপ্লায়েন্সের দামের ওপর ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে, অন্যদিকে রান্নার প্রয়োজনীয় জিনিস এবং খাবারের উপর মিলবে ৭০% পর্যন্ত ছাড়। এক্ষেত্রে কেউ বারবিকিউ গ্রিল কিনতে চাইলেও ৫০% পর্যন্ত ছাড় পাবেন, যেখানে মিক্সার গ্রাইন্ডার এবং তাওয়া-কড়াই-কুকার জাতীয় রান্নার সামগ্রীতে যথাক্রমে ৪০% ও ৬০% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে। এছাড়াও এয়ার পিউরিফায়ার কিনলে ৪০% পর্যন্ত ছাড় দেবে কোম্পানি; আবার সেলের দুদিনে আয়রন কেনা যাবে ৫০% পর্যন্ত ছাড়ে।

৩. ফিটনেস এবং স্পোর্টস আইটেমের উপর ছাড়: আসন্ন অ্যামাজন সেলে ক্রেতারা ফিটনেস এবং স্পোর্টস ইকুইপমেন্টের উপর দুর্দান্ত ছাড় পেতে পারেন। আসলে এতে, ফিটনেস এবং স্পোর্টস আইটেমে ৭০% পর্যন্ত ছাড় দেওয়া হবে; একইভাবে ট্রেডমিল এবং সাইকেলে মিলবে ৬০% পর্যন্ত ছাড়। অন্যদিকে ওয়েট এবং ডাম্বেলের মত জিনিস কিংবা যোগব্যায়ামের প্রয়োজনীয় জিনিসগুলিও ৬০% পর্যন্ত ছাড়ে কেনা যাবে।

Show Full Article
Next Story