Ayodhya Ram Mandir: রামমন্দিরের নামে ভুয়ো প্রসাদ বিক্রি! কেন্দ্রের ভয়ে তড়িঘড়ি ব্যবস্থা নিল Amazon

রামমন্দির ও ভারত, এই দুই যেন এখন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। যেদিকে তাকানো হোক না কেন, চর্চা যেন শুধু এই নিয়েই! এদিকে ২২শে জানুয়ারি দিনটি…

রামমন্দির ও ভারত, এই দুই যেন এখন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। যেদিকে তাকানো হোক না কেন, চর্চা যেন শুধু এই নিয়েই! এদিকে ২২শে জানুয়ারি দিনটি আসতে আর মাত্র দুদিন বাকি, তার পরেই অযোধ্যা রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) প্রতীক্ষিত শুভ উদ্বোধন হবে। ইতিমধ্যে রামলালার বিগ্রহ প্রকাশ্যে এসেছে, সেই ছবি নেটদুনিয়ায় ভাইরালও হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে, ধর্মপরায়ণ মানুষের এই ভক্তি-অনুভূতিকে কাজে লাগিয়েই আরেকদল মানুষ প্রতারণার ফাঁদ পেতে রাখতে শুরু করেছে। এই সপ্তাহের শুরুতে রামমন্দিরের ভুয়ো ভিআইপি পাস সংক্রান্ত মেসেজ স্ক্যামটির কথা আমাদের সামনে এসেছিল। কিন্তু এবার এই পুণ্যভূমির প্রসাদের নামে মিষ্টি বিক্রি করে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টাও করা হয়েছে, যার জন্য হাতিয়ার বানানো হয়েছে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-কেও। হ্যাঁ ঠিকই পড়েছেন!

রামমন্দিরের প্রসাদের নামে ‘ভুয়ো’ মিষ্টি বিক্রি হচ্ছিল Amazon India-য়

অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে ভুয়ো প্রোডাক্ট বিক্রি হওয়ার বিষয়টি নতুন কিছু নয়। সম্প্রতি সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) ‘অযোধ্যা রাম মন্দির প্রসাদ’ নামে অ্যামাজনে বিক্রি হওয়া মিষ্টি সম্পর্কে প্ল্যাটফর্মটিকে নোটিশ পাঠিয়েছিল। সিসিপিএ-এর কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানায় সিএআইটি (CAIT)। সেক্ষেত্রে অভিযোগ পেতেই কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ, ৭ দিনের মধ্যে অ্যামাজনকে মিষ্টি বিক্রির বিষয়ে জবাব দিতে বলে। এমনকি প্রয়োজনে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটির বিরুদ্ধে ভোক্তা সুরক্ষা আইনের বিভিন্ন ধারায় ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে কড়া বার্তা দেয়।

তবে নোটিশ পেতে অ্যামাজনই বিষয়টি সম্পর্কে তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে। সংস্থাটি নিজের প্ল্যাটফর্ম থেকে রাম মন্দির প্রসাদের সমস্ত লিস্টিং সরিয়ে দিয়েছে। পাশাপাশি এই ধরণের সেলারদের বিরুদ্ধেও তারা পদক্ষেপ নিয়েছে। অ্যামাজন বলেছে যে, তারা সিসিপিএ-এর কাছ থেকে বিভ্রান্তিকর বিক্রিত প্রোডাক্ট সম্পর্কে অভিযোগ পাওয়ায়, তাদের পলিসি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিচ্ছে। 

চলছে মেসেজ কেলেঙ্কারি

রাম মন্দিরের নামে আরও নানা ধরনের কেলেঙ্কারি দেখা যাচ্ছে। কয়েকদিন ধরে রামমন্দির প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে ভিআইপি এন্ট্রি দেওয়ার এসএমএস পাঠিয়ে প্রতারকরা মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। এর জন্য স্ক্যামাররা একটি বিশেষ APK ফাইল, হোয়াটসঅ্যাপ মেসেজের সাথে পাঠাচ্ছে যা ডাউনলোড করলে আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে।