Amazon নিয়ে এল নতুন পরিষেবা, ইচ্ছেমতো ডিজাইন কাস্টমাইজ করে প্রোডাক্ট কেনা যাবে

গ্রাহকদের আকর্ষিত করতে এবার আরও একটি বিশেষ পরিষেবা নিয়ে হাজির হল Amazon India। সম্প্রতি ই-কমার্স জায়ান্ট সংস্থাটি ঘোষণা করেছে যে তারা ইউজারদের কিছু প্রোডাক্ট কেনার…

গ্রাহকদের আকর্ষিত করতে এবার আরও একটি বিশেষ পরিষেবা নিয়ে হাজির হল Amazon India। সম্প্রতি ই-কমার্স জায়ান্ট সংস্থাটি ঘোষণা করেছে যে তারা ইউজারদের কিছু প্রোডাক্ট কেনার সময় সেগুলিকে ইচ্ছেমতো কাস্টমাইজ করার সুবিধা দেবে, তাও একেবারে নিখরচায়; এতে করে প্রোডাক্টের ‘রেডিমেড’ ডিজাইনের নিয়ে অসন্তোষের কোনো অবকাশ থাকবেনা। শুনে আগ্রহ বোধ করছেন? তাহলে বলি, এই পরিষেবা ইতিমধ্যেই Amazon-এ লাইভ হয়েছে, শপিং প্ল্যাটফর্মটির ৭৬টি ভিন্ন ভিন্ন বিভাগে ১০,০০০টিরও বেশি প্রোডাক্টের বিস্তৃত পরিসরে এই কাস্টমাইজেশনের অপশন মিলবে।

কোন কোন প্রোডাক্ট কাস্টমাইজ করতে দেবে Amazon?

অ্যামাজন সম্প্রতি যে কাস্টমাইজেশন সার্ভিস চালু করেছে, তার আওতায় কেনাকাটা করার সময় আগ্রহীরা উইন্ডো ব্লাইন্ড, ব্ল্যাঙ্কেট, হোম ডেকর বা ঘর সাজানোর জিনিস, ওয়াল আর্ট, সাইনেজ, ফার্নিচার বা আসবানপত্র, এনগ্রেভড্ পেন, নেকলেস, ওয়াটার বটল, মগ, পোশাক, গল্ফ ক্লাব, ফোনের কভার, নোটবুক ইত্যাদি প্রোডাক্ট নিজের ইচ্ছে-রুচিমতো কাস্টমাইজ বা পার্সোনালাইজড্ করতে পারবেন। আর এর জন্য কোনো অতিরিক্ত টাকা দিতে হবেনা (যেমনটা শুরুতেই বলেছি), শুধু প্রোডাক্টের দামটুকু দিলেই চলবে।

কীভাবে কাজ করবে Amazon-এর কাস্টমাইজেশন অপশন?

অ্যামাজন, তার ইউজারদের ভিজ্যুয়াল ডিজাইন টুলের সাহায্যে প্রোডাক্ট ডিজাইন কাস্টমাইজ করার বিকল্প দেবে। এক্ষেত্রে তাঁরা ফন্ট স্টাইল, টেক্সট কালার, ছবি বা নোট যুক্ত করা ইত্যাদি অপশন বেছে নেওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে ই-কমার্স প্ল্যাটফর্মটিতে কাস্টমাইজড প্রোডাক্টটির প্রিভিউ রিয়েল টাইমে দেখার অপশনও মিলবে।

প্রসঙ্গত উল্লেখ্য, কাস্টমাইজেশনের জন্য একটি ডেডিকেটেড বাটন উপলব্ধ করেছে অ্যামাজন। যে সমস্ত নির্বাচিত প্রোডাক্ট সংস্থার এই নতুন পরিষেবার আওতায় থাকবে, সেগুলির পেজে একটি ‘পার্সোনালাইজ ইট’ (Personalized it) ব্যাজ প্রদর্শিত হবে। এই বাটনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। এছাড়াও, আপনি ওয়েবসাইটটি ভিজিট করে কোন কোন প্রোডাক্ট কাস্টমাইজ করা যায়, তা এক নজরে দেখতে পারবেন।