Redmi Note 10 থেকে OnePlus Nord CE 5G, ৪০ শতাংশ পর্যন্ত সস্তায় কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন

গতকাল ছিল Amazon Great Freedom Festival সেলের অন্তিম দিন। কিন্তু সেল পর্ব শেষ হয়ে গেলেও তার রেশ পুরোপুরি কাটেনি এখনও। এমনটা বলছি কারণ, অ্যামাজন ইন্ডিয়ার…

গতকাল ছিল Amazon Great Freedom Festival সেলের অন্তিম দিন। কিন্তু সেল পর্ব শেষ হয়ে গেলেও তার রেশ পুরোপুরি কাটেনি এখনও। এমনটা বলছি কারণ, অ্যামাজন ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এখনও কয়েকটি স্মার্টফোন এবং অ্যাক্সেসরিজের ওপর ৪০% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। তাই আপনাদের মধ্যে যারা ফ্রিডম ফেস্টিভ্যাল সেলের লাভ ওঠাতে পারেননি, তাদের নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এখনও Amazon থেকে Realme, Redmi বা OnePlus ব্র্যান্ডের স্মার্টফোন, এক্সচেঞ্জ বোনাস, নো-কস্ট ইএমআই এবং ব্যাঙ্ক অফারের সাথে কম দামে কিনে নিতে পারবেন। আসুন উল্লেখিত ব্র্যান্ডগুলির স্মার্টফোন কেনার ক্ষেত্রে কি কি অফার দেওয়া হচ্ছে তা দেখে নেওয়া যাক।

Amazon -এ বাজেট ও মিড-রেঞ্জ স্মার্টফোনের ওপর অফার

Realme C11 (2021): রিয়েলমি সি১১ (২০২১) স্মার্টফোনের ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৯৯৯ টাকা। এটিকে গ্রে কালারে পাওয়া যাবে। এই ফোনের সাথে ৬,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। কিস্তিতে পেমেন্ট করতে চাইলে ১,১৬৭ টাকার নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে। সাথে HSBC ব্যাঙ্কের ক্যাশব্যাক কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশন করলে দেওয়া হবে ৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। ফিচার হিসাবে এই হ্যান্ডসেটে, ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে প্যানেল, ৮ মেগাপিক্সেলের রিয়ার সেন্সর, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি পাওয়া যাবে।

OnePlus Nord CE 5G: অ্যামাজনে, ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি স্মার্টফোনের দাম ২২,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটি ফোনের ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। ফোনটি কেনার ক্ষেত্রে ১৩,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। ক্রেতারা মাসিক ৩,৮৩৩ টাকার নো-কস্ট ইএমআই অপশনের অধীনেও এই ফোনটি কিনে নিতে পারবেন। আর যারা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন তারা ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। ফিচারের কথা বললে এই স্মার্টফোনে, ৬.৪৩ ইঞ্চির ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি ৫জি এসওসি এবং ট্রিপল-রিয়ার ক্যামেরা (৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল) সেটআপ আছে।

Redmi Note 10: ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রেডমি নোট ১০ অ্যামাজনে ১৩,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। পুরোনো হ্যান্ডসেট আপগ্রেড করে এই নয়া স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে ১২,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে ক্রেতাদের। পেমেন্টের সময় HSBC ব্যাঙ্কের ক্যাশব্যাক কার্ড ব্যবহার করলে ৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আবার নো-কস্ট ইএমআই শুরু হবে প্রতি মাসে ২,২৫০ টাকা থেকে। ফিচারের দিক থেকে, ৬.৪৩ ইঞ্চির ডিসপ্লে যুক্ত এই স্মার্টফোনটি, ২.২ গিগাহার্টজ ক্লক রেটের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৮ প্রসেসর দ্বারা চালিত। এতে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সর, দুটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও পোট্রেট লেন্স সহ কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে।

রেডমি নোট ১০ স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও অফারের সাথে উপলব্ধ।

Redmi 9: ৮,৯৯৯ টাকা দামের রেডমি ৯ স্মার্টফোনের সাথে ৮,৫০০ টাকা এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। ফলে পুরো এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে গেলে এই ফোনকে মাত্র ৪৯৯ টাকায় পকেটস্থ করা যাবে। তবে এই অফারটি সীমিত সময়ের জন্য বৈধ। ফিচারের কথা বললে, এই হ্যান্ডসেটকে, ২.৩ গিগাহার্টজ ক্লক রেটের মিডিয়াটেক হেলিও জি৩৫ অক্টা-কোর প্রসেসরের সাথে নিয়ে আসা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১০ ওএস ভার্সনে কাজ করবে। এই স্মার্টফোনে ডুয়েল-রিয়ার ক্যামেরা (১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল) সেটআপ এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন