স্মার্টফোন, ল্যাপটপ সহ অন্যান্য প্রোডাক্টে বাম্পার ছাড়, শুরু হচ্ছে অ্যামাজন ইন্ডিয়া প্রাইম ডে সেল

ই-কমার্স জায়ান্ট Amazon এবছর আবার নিয়ে এসেছে প্রাইম ডে সেল, এই নিয়ে চতুর্থবার এটি ভারতে আয়োজিত হতে চলেছে। Amazon India Prime Day Sale আগস্টের ৬…

ই-কমার্স জায়ান্ট Amazon এবছর আবার নিয়ে এসেছে প্রাইম ডে সেল, এই নিয়ে চতুর্থবার এটি ভারতে আয়োজিত হতে চলেছে। Amazon India Prime Day Sale আগস্টের ৬ তারিখ শুরু হবে, চলবে ৭ই আগস্ট অবধি। অন্যান্য বছর এই সেলটি সাধারণত জুলাইয়ে অনুষ্ঠিত হয়। তবে এই বছর করোনা মহামারির প্রভাব পড়েছে ই-কমার্স ব্যবসাতে, যার জেরে সেলটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সেলটি যখন চলেই এসেছে, তাহলে আসুন অ্যামাজন ইন্ডিয়া প্রাইম ডে সেলের অফার সম্পর্কে জেনে নিই।

প্রথমেই বলে রাখি, এই সেলটি অ্যামাজন প্রাইম কাস্টমারদের জন্য, অর্থাৎ প্রাইম ডে সেলে অংশগ্রহণ করতে আপনার প্রাইম মেম্বারশিপ থাকা প্রয়োজন। আপনি প্রতি মাসে ১২৯ টাকা ব্যয় করে কিংবা ৯৯৯ টাকার বিনিময়ে এক বছরের জন্য প্রাইম মেম্বার হতে পারেন। এই মুহূর্তে একটি অফার চলছে, যেখানে ৩২৯ টাকার বিনিময়ে তিন মাসের জন্য প্রাইম সাবস্ক্রিপশন পেতে পারেন। এই মেম্বারশিপে আপনি ফ্রি এবং ফাস্ট ডেলিভারি তো পাবেনই, সাথে প্রাইম ভিডিও, প্রাইম মিউজিক এবং প্রাইম রিডিংয়ের জন্য কিছু অফার পাবেন।

Amazon India Prime Day Sale সম্পর্কে এখনও যা জানা গেছে:

আগেই বলেছি এই সেলটি প্রতিবছর প্রাইম মেম্বারদের জন্য আয়োজিত হয়। অন্যবার সংস্থাটি সেল ঘোষণার সাথে কিছু আকর্ষণীয় ডিলের কথা আগাম জানিয়ে দেয়। তবে, এবার সংস্থার মাইক্রোসাইটে কোনো ডিলের উল্লেখ নেই। সূত্রের খবর, কিছু ডিল বা অফারের কথা আগামী ২৩শে জুলাই প্রকাশিত হতে পারে।

তবে এটুকু জানা গিয়েছে দুই দিনের এই সেলটিতে স্মার্টফোন, ল্যাপটপ এবং অন্যান্য গ্যাজেটগুলিতে বেশ কিছুটা ছাড় পাওয়া যাবে। HDFC ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড থাকলে প্রোডাক্টের ওপর ১০% পর্যন্ত ছাড় মিলবে। থাকছে নো-কস্ট EMI এবং এক্সচেঞ্জ অফারের অপশনও।