সুযোগ হারালে আফসোস করবেন! ল্যাপটপ, ক্যামেরা, ট্যাবলেটে বাম্পার অফার Amazon Sale -এ

গত রবিবার Amazon তাদের '5th Gear' 5G স্টোর লঞ্চ করেছে। এই স্টোরের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইটটি হালফিলে বিভিন্ন নামজাদা...
techgup 11 March 2023 2:27 PM IST

গত রবিবার Amazon তাদের '5th Gear' 5G স্টোর লঞ্চ করেছে। এই স্টোরের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইটটি হালফিলে বিভিন্ন নামজাদা স্মার্টফোন ব্র্যান্ডের লেটেস্ট 5G হ্যান্ডসেটের উপর আকর্ষণীয় ছাড় এবং অফার দিচ্ছে, যার দৌলতে বিভিন্ন স্বনামধন্য কোম্পানির একাধিক ধামাকাদার স্মার্টফোন ক্রেতারা অত্যন্ত কম খরচে কিনতে সক্ষম হবেন। আবার এর মাত্র কয়েকদিন পরেই ইউজারদের সুবিধার্থে হালফিলে ই-কমার্স জায়েন্টটি ভারতে তাদের প্ল্যাটফর্মে Amazon Mega Electronics Days Sale-এর আয়োজন করেছে। বলে রাখি, আলোচ্য সেলটি গত ১০ মার্চ থেকে শুরু হয়েছে এবং এটি চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। ফলে একের পর এক সুখবর দেওয়ার জেরে সংস্থাটি যে আগামী দিনে ইউজারদের আরও বেশি মনপসন্দ হয়ে উঠবে, সেকথা বলাই বাহুল্য।

গত ১০ মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে Amazon Mega Electronics Days Sale

নাম শুনেই বোঝা যাচ্ছে যে, সাম্প্রতিককালে চলমান অ্যামাজনের মেগা ইলেকট্রনিক্স ডেজ সেলে বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্ট অত্যন্ত সস্তায় কিনতে সক্ষম হবেন ক্রেতারা। জানিয়ে রাখি, সেল চলাকালীন স্যামসাং (Samsung), অ্যাপল (Apple), বোট (boat), ফায়ার-বোল্ট (Fire-Boltt), লেনোভো (Lenovo), ক্যানন (Canon) এবং সনি (Sony)-র মতো স্বনামধন্য সংস্থাগুলির ল্যাপটপ, ওয়্যারেবেলস, হেডফোন, পিসি অ্যাক্সেসরিজ এবং ট্যাবলেট সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে অ্যামাজন ইন্ডিয়া বেশ কয়েকটি আকর্ষণীয় ডিল এবং অফার দিচ্ছে।

Amazon Mega Electronics Days Sale-এ উপলব্ধ ব্যাঙ্ক অফারসমূহ

শুধু তাই নয়, চলতি সেলে ইউজারদের জন্য একাধিক দুর্দান্ত ব্যাঙ্ক অফারের সুবিধাও মজুত রেখেছে সংস্থাটি। সেল চলাকালীন এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া, ১১ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত এইচডিএফসি ব্যাঙ্ক, এইচএসবিসি ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কের কার্ড মারফত খরিদ্দারি করলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে সক্ষম হবেন গ্রাহকরা। এখন আসুন, চলতি সেলে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে উপলব্ধ আকর্ষণীয় ডিল এবং অফারগুলির সম্পর্কে গুটিকয়েক কথা জেনে নেওয়া যাক।

Amazon Mega Electronics Days Sale-এ উপলব্ধ আকর্ষণীয় ডিল এবং অফারসমূহ

  • উক্ত সেল চলাকালীন আসুস ভিভোবুক ১৪ (ASUS VivoBook 14) ল্যাপটপটি ৩৫,৯৯০ টাকায় কেনা যাবে। আগ্রহী ক্রেতারা এই ল্যাপটপ কিনলে তিন মাস পর্যন্ত নো-কস্ট ইএমআইয়ের অপশনও পাবেন।
  • চলতি সেলে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩ (Lenovo IdeaPad Slim 3) ল্যাপটপটি কিনতে হলে ক্রেতাদের ৩৩,৪৯০ টাকা ব্যয় করতে হবে। এই ল্যাপটপটিও তিন মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই বিকল্পের সাথে আসে। এছাড়া, ডিভাইসটির সাথে ক্রেতারা তিন মাসের গেম পাস সাবস্ক্রিপশন সহ দুই বছরের ওয়ারেন্টি পাবেন।
  • ট্যাবলেটের কথা বলতে গেলে, সাম্প্রতিককালে চলমান অ্যামাজনের আলোচ্য বিক্রয়পর্বে রিয়েলমি প্যাড স্লিম (Realme Pad Slim) ১৭,৯৩৮ টাকায় এবং স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮ (Samsung Galaxy Tab A8) ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
  • আপনি যদি স্মার্টওয়াচ কেনার পরিকল্পনা করে থাকেন, তবে অ্যামাজন বিগ ইলেকট্রনিক্স ডেজ সেল চলাকালীন অ্যাপল ওয়াচ এসই (Apple Watch SE) ৩৪,৯৯০ টাকায় করায়ত্ত করার সুযোগ পাবেন।
  • ক্যামেরার কথা বলতে গেলে, সনি ডিজিটাল ভ্লগ ক্যামেরা জেডভি ১ (Sony Digital Vlog Camera ZV 1) বর্তমানে অ্যামাজনে ৬৯,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে এই ক্যামেরার লেন্স কিনতে হলে ইউজারদেরকে ন্যূনতম ৯,৪৯৯ টাকা খসাতে হবে।
  • একইভাবে, চলতি সেলে ক্যানন ইওএস ১৫০০ডি ২৪.১ ডিএসএলআর (Canon EOS 1500D 24.1 DSLR) ক্যামেরা পাওয়া যাচ্ছে ৩৭,৯৯৯ টাকায়। আবার, ক্যানন এম৫০ মার্ক ২ (Canon M50 Mark II) খরিদ করতে হলে খরচ পড়বে ৫৯,৯৯০ টাকা।

Show Full Article
Next Story