7,000 টাকার কমে 12GB র‍্যাম, 256GB স্টোরেজ, Amazon-এর বর্ষা সেলে দারুণ ছাড়ে মিলছে এই ফোনটি

Amazon Monsoon Mobile Mania Sale: বঙ্গে বর্ষা না এলেও, সম্প্রতি Amazon India-য় Monsoon Mobile Mania নামক একটি নতুন সেল...
Anwesha Nandi 23 Jun 2024 8:55 AM IST

Amazon Monsoon Mobile Mania Sale: বঙ্গে বর্ষা না এলেও, সম্প্রতি Amazon India-য় Monsoon Mobile Mania নামক একটি নতুন সেল শুরু হয়েছে, যা আগামী ২৫শে জুন পর্যন্ত সস্তায় বিভিন্ন ফোন কেনার সুযোগ দেবে। সেক্ষেত্রে আপনি যদি এখন খুবই কম দামে একটি ভালো ভালো ফিচারওয়ালা ফোন কিনতে চান, তা হলে আপনার জন্য এই Amazon Sale-এ একটি দুর্দান্ত অফার রয়েছে – মাত্র ৬ হাজার টাকার কাছাকাছি খরচে আপনি 12GB র‍্যাম, 256GB মেমরি, 5000mAh ব্যাটারি ইত্যাদি স্পেসিফিকেশনওয়ালা itel A70 স্মার্টফোনটি কিনে নিতে পারবেন। আসুন বিশদ জেনে নিই…

ফের সস্তা! ৭ হাজার টাকার কমে মিলছে itel A70

আইটেল এ৭০ ফোনের ১২ জিবি র‍্যাম (৪ জিবি ইনস্টলড্ র‍্যাম+৩ জিবি র‍্যাম প্লাস ফিচারসহ) এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১০,৯৯৯ টাকা, তবে অ্যামাজনে সাধারণত এটি মাত্র ৭,৪৯৯ টাকায় পাওয়া যায়। সেক্ষেত্রে এখন অনলাইনে শপিং প্ল্যাটফর্মটি এই ফোনের ওপর আপ টু ১,২৫০ টাকার ব্যাঙ্ক অফার দিচ্ছে, যার ফলে এর দাম ৬,২৪৯ টাকায় নেমে আসবে। চাইলে নো কস্ট ইএমআই অপশনও কাজে লাগানো যেতে পারে – ফোনটির ইএমআই শুরু হচ্ছে ৩৬৪ টাকা থেকে।

এছাড়াও, কেনাকাটার সময় পুরোনো ফোন বদলে নিলে এক্সচেঞ্জ অফারের অধীনে আরও ৭,১০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে। তবে পুরোনো ফোনটির বর্তমান অবস্থা, ব্র্যান্ড/মডেল এবং কোম্পানির পলিসির উপর এই ছাড়ের অঙ্কটা নির্ভর করবে।

itel A70-এর স্পেসিফিকেশন

আইটেল এ৭০ স্মার্টফোনে অ্যাপল আইফোনের মতো ডায়নামিক বার ডিজাইনের সাথে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি এইচডি+ (রেজোলিউশন ১৬১২×৭২০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে আছে, যার স্ক্রিন টু বডি রেশিও ৯০%। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে ইউনিসক টি৬০৩ প্রসেসর, যার সাথে ৪ জিবি ইনবিল্ট র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মেলে। এক্ষেত্রে র‍্যাম প্লাস ফিচারের সাহায্যে র‍্যাম ক্যাপাসিটি অতিরিক্ত ৮ জিবি (অর্থাৎ সর্বমোট ১২ জিবি) এবং মাইক্রোএসডি কার্ড ব্যবহারে স্টোরেজ ২ টিবি অবধি বাড়ানো যায়। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে বর্তমান ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, এই আইটেল মোবাইল ফোনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। তাছাড়া, এটি সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে। আবার সফ্টওয়্যার ফ্রন্টে আছে ইনবিল্ট অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশন-ভিত্তিক আইটেল১৩ ওএস। কানেক্টিভিটির ক্ষেত্রে হ্যান্ডসেটটিতে ৪জি (4G) নেটওয়ার্ক থেকে শুরু করে ব্লুটুথ ৫.০ সাপোর্ট এবং ইউএসবি টাইপ-সি পোর্ট পাবেন।

Show Full Article
Next Story