Amazon OnePlus Community Sale: সস্তায় কিনুন OnePlus Nord CE, OnePlus 9 সহ ইয়ারফোন, পাওয়ার ব্যাংক

সেলের মরশুম চলছে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ। সদ্য গতকাল ২৪ জুন শেষ হয়েছে Amazon Grand Gaming Days sale। তার রেশ কাটতে না কাটতেই শপিং প্ল্যাটফর্মটি…

সেলের মরশুম চলছে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ। সদ্য গতকাল ২৪ জুন শেষ হয়েছে Amazon Grand Gaming Days sale। তার রেশ কাটতে না কাটতেই শপিং প্ল্যাটফর্মটি আর একটি ধামাকাদার সেল নিয়ে আজ হাজির হল, যার নাম Amazon OnePlus Community Sale, যা ২৭ জুন পর্যন্ত চলবে। এই সেলে সম্প্রতি লঞ্চ হওয়া বাজেট-ফ্রেন্ডলি OnePlus Nord CE 5G, ফ্ল্যাগশিপ OnePlus 9 সিরিজের ফোন, OnePlus TV U1S series, OnePlus Buds Z true wireless stereo (TWS) ইয়ারবাড সহ আরও একাধিক OnePlus প্রোডাক্টের ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়। এর পাশাপাশি ক্রেতারা এক্সচেঞ্জ অফার, কিছু ব্যাংক অফার, এবং নো-কস্ট EMI প্ল্যানও পেতে পারেন। আসুন Amazon OnePlus Community সেলের দুর্দান্ত কিছু অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Amazon OnePlus Community Sale এর অফার

অ্যামাজন ওয়ানপ্লাস কমিউনিটি সেলে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে OnePlus Nord CE 5G কিনলে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ২৪,৯৯৯ টাকার পরিবর্তে ২৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে। Red Cable Club মেম্বাররা অতিরিক্ত ১টিবি ক্লাউড স্টোরেজ পাবেন এবং এই অফারটি ৩১ জুলাই পর্যন্ত বৈধ। আবার Amazon, ৬,০০০ টাকা পর্যন্ত Jio বেনিফিটও প্রদান করছে।

OnePlus Nord CE 5G ছাড়াও HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে OnePlus 9R কিনলে মিলবে ২,০০০ টাকা ছাড়। আবার এই সেলে ৩,০০০ টাকা ছাড়ের সুবাদে ক্রেতারা OnePlus 9, ৪৬,৯৯৯ টাকায় এবং OnePlus 9 Pro ৬১,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়াও নির্বাচিত মডেলগুলির জন্য কুপন রয়েছে, সেইসাথে এক্সচেঞ্জ অফারও উপলব্ধ, যা এই ফোনগুলির দাম আরও হ্রাস করবে।

Amazon OnePlus Community Sale-এ OnePlus TV Y series-এর দাম ১৫,৯৯৯ টাকার পরিবর্তে ১৪,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। সদ্য লঞ্চ হওয়া OnePlus TV U1S series-এর ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি— এই তিনটি মডেলেও রয়েছে দুর্দান্ত ছাড়। ব্যাংক অফারে ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি মডেল তিনটির উপর যথাক্রমে ২,০০০ টাকা, ৩,০০০ টাকা এবং ৪,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

এর পাশাপাশি গ্রাহকরা OnePlus Band ২,৭৯৯ টাকার পরিবর্তে মাত্র ২,২৯৯ টাকায় পকেটস্থ করতে পারবেন। OnePlus Buds Z TWS earbuds ৩,১৯০ টাকার বদলে মাত্র ২,৬৯৯ টাকায় কেনার সুযোগ পাওয়া যাবে। ৫০০ টাকা ছাড়ের দরুন OnePlus Buds ৪,৪৯৯ টাকায় ক্রেতারা ঘরে আনতে পারবেন। এছাড়াও এই সেলে OnePlus Power Bank ১,২৯৯ টাকার পরিবর্তে ৯৯৯ টাকায় এবং OnePlus Bullets Wireless Z Bass Edition ২,১৯০ টাকার বদলে মাত্র ১,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন