Amazon Pay Later Quiz: কুইজ খেলে জিতুন ২০,০০০ টাকা পে ব্যালেন্স! আজকের প্রশ্নোত্তর দেখেছেন কি?

সম্প্রতি ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India (অ্যামাজন ইন্ডিয়া) রোজকার কেনাকাটার পাশাপাশি 'Amazon Pay Later Quiz'...
Anwesha Nandi 21 April 2022 3:08 PM IST

সম্প্রতি ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India (অ্যামাজন ইন্ডিয়া) রোজকার কেনাকাটার পাশাপাশি 'Amazon Pay Later Quiz' (অ্যামাজন পে লেটার কুইজ) নামে একটি নতুন গেম শুরু করেছে। এতে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা অংশগ্রহণ করে ২০,০০০ টাকা পর্যন্ত Amazon Pay ব্যালেন্স জেতার সুযোগ পাবেন। আগামী ৮ই মে পর্যন্ত খেলাটি লাইভ থাকবে বলে এবং মোট পাঁচজনকে বিজেতা হিসেবে বেছে নেওয়া হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

এক্ষেত্রে পুরষ্কার জেতার জন্য আগ্রহীদের প্রতিদিন কুইজে যত তাড়াতাড়ি সম্ভব অংশগ্রহণ করতে হবে। এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে, অংশগ্রহণকারীদের সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে এবং তাদের নাম একটি লাকি ড্রয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। সম্ভবত মে-র ৩০ তারিখ বা তার আগে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

কীভাবে 'Amazon Pay Later Quiz' খেলবেন?

১. প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যামাজন অ্যাপটি ডাউনলোড করুন।

২. এখন প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে 'সাইন আপ' করুন।

৩. মেনু সেকশন থেকে 'ফানজোন' অপশনটি বেছে নিন।

৪. 'অ্যামাজন পে লেটার কুইজ' ব্যানারে ক্লিক করুন এবং ফটাফট প্রশ্নের উত্তর দিতে শুরু করুন।

আজকের 'Pay Later Quiz'-এর প্রশ্নোত্তর

১. অ্যামাজন পে লেটারের মাধ্যমে, আপনি এখনই কেনাকাটা করতে পারবেন এবং পরের মাসে ০% সুদে টাকা দিতে পারবেন।

উত্তর: অপশন এ।

২. আপনি যখন অ্যামাজন পে লেটার ব্যবহার করেন তখন পেমেন্ট দ্রুত হয় কারণ –

উত্তর: অপশন ডি।

৩. অ্যামাজন পে লেটার দিয়ে আপনি এখন কেনাকাটা করে পরে পেমেন্ট করতে পারেন –

উত্তর: অপশন ডি।

৪. অ্যামাজন পে লেটারে অটো পেমেন্ট সেট আপ করার সুবিধা কোনটি?

উত্তর: অপশন সি।

৫. অ্যামাজন পে লেটারের সাথে কোনো বার্ষিক ফি এবং গুপ্ত চার্জের ব্যাপার নেই।

উত্তর: অপশন এ।

Show Full Article
Next Story