উইকএন্ডে Amazon Prime Day সেল, বিশাল ছাড়ে পাবেন স্মার্টফোন, OnePlus, Samsung কী নেই লিস্টে?

Amazon Prime Day 2024 Deals: আর মাত্র চার-পাঁচদিনের অপেক্ষা, তারপরেই শুরু হবে বহুল প্রতীক্ষিত অ্যামাজন প্রাইম ডে ২০২৪...
Anwesha Nandi 16 July 2024 9:03 AM IST

Amazon Prime Day 2024 Deals: আর মাত্র চার-পাঁচদিনের অপেক্ষা, তারপরেই শুরু হবে বহুল প্রতীক্ষিত অ্যামাজন প্রাইম ডে ২০২৪ সেল। সেক্ষেত্রে আপনি যদি বিক্রয়পর্বটির জন্য উদগ্রীব হয়ে থাকেন এবং এই সময় আপনার একটি নতুন স্মার্টফোন কেনার থাকে, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। আসলে অ্যামাজন ইন্ডিয়া সম্প্রতি মানে সেল শুরুর আগেই আনুষ্ঠানিকভাবে এর অফারগুলি প্রকাশ করেছে, যা থেকে এটুকু নিশ্চিত যে আর অল্প কিছু সময় অপেক্ষা করলেই আপনি বিশাল ছাড়ে নতুন স্মার্টফোন হাতের মুঠোয় পাবেন।

অ্যামাজন সেলে এই স্মার্টফোনগুলি আশ্চর্যজনক ছাড়ে পাবেন

  • অ্যামাজন প্রাইম ডে সেলে সবচেয়ে বড় ছাড় পাওয়া যাবে আইফোন ১৩ মডেলে – এটি ৪৭,৯৯৯ টাকায় কিনতে পারবেন।
  • ফ্ল্যাগশিপ ফোন কেনার থাকলে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ৫জি এআই স্মার্টফোনটিও বেছে নিতে পারেন, এটি সেল চলাকালীন ৭৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এর মধ্যে কুপন ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারসহ ১২ মাসের নো কস্ট ইএমআই অপশন উপলব্ধ।
  • একইভাবে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনটি ৬ মাসের নো কস্ট ইএমআই বিকল্প ও ব্যাঙ্ক অফারের সাথে ২৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
  • ওয়ানপ্লাস ১২ ৫জি মডেলটি অ্যামাজন প্রাইম ডে সেলে ৫২,৯৯৯ টাকার আকর্ষণীয় অফারে পাওয়া যাবে, এর মধ্যে রয়েছে ব্যাঙ্ক অফার এবং ১২ মাস পর্যন্ত নো কস্ট ইএমআইয়ের অপশন।এক্ষেত্রে নির্বাচিত ফোন এক্সচেঞ্জ করলে ১২,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় মিলবে।
  • আইকিউ নিও ৯ প্রো ফোনটি অ্যামাজনের সেলে ২৯,৯৯৯ টাকায় উপলব্ধ হবে, এর মধ্যে ব্যাঙ্ক অফারের পাশাপাশি এক্সচেঞ্জের মাধ্যমে ২,০০০ টাকার ছাড় কাজে লাগাতে পারবেন।
  • অ্যামাজন প্রাইম ডে-তে ফাস্ট চার্জিং, অ্যামোলেড ডিসপ্লে ইত্যাদি ফিচারওয়ালা ওয়ানপ্লাস সিই ৪ লাইট ৫জি মাত্র ১৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
  • আইকিউ জেড৯এক্স ৫জি স্মার্টফোনটি সেলে ৯,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে মিলবে। উল্লেখ্য, প্রাইম ডে-তে আইকিউ স্মার্টফোনে ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, কুপন ডিসকাউন্ট এবং ৯ মাসের নো কস্ট ইএমআই বিকল্প পাবেন।
  • রেডমি ১২ ৫জি ফোনটি কুপন অফারসহ ১১,৪৯৯ টাকায় পাওয়া যাবে বলে নিশ্চিত হয়েছে।
  • ব্যাঙ্ক অফার এবং কুপন ডিসকাউন্ট প্রয়োগ করলে সেলে রিয়েলমি নার্জো ৭০এক্স-এর মতো স্মার্টফোনগুলি ১১,৭৪৯ টাকায় পাওয়া যাবে। একইভাবে রিয়েলমি নারজো ৭০ প্রো ব্যাঙ্ক পাবেন ১৫,২৪৯ টাকায়।
  • পোকো এক্স৬ ৫জি-র মতো লেটেস্ট ফোন অ্যামাজন ইন্ডিয়ায় ১৭,৯৯৯ টাকায় উপলব্ধ হতে চলেছে। অন্যদিকে প্রাইম ডে-তে পোকো এম৬ ৫জি ব্যাঙ্ক ডিসকাউন্ট কাজে লাগিয়ে ৮,২৯৯ টাকায় পাওয়া যাবে।
  • আসন্ন অ্যামাজন প্রাইম ডে সেলে অনর এক্স ৯বি অফারে ১৭,৯৯৯ টাকায় পেয়ে যাবেন। অনর ২০০ ৫জি সিরিজ – সেগমেন্টের সেরা ফটোগ্রাফি স্মার্টফোন যা ১৮ই জুলাই লঞ্চ হবে, সেল চলাকালীন কেনার জন্য উপলব্ধ হবে।
  • এছাড়াও মোটো রেজর ৫০ আল্ট্রা ফ্লিপ ফোনও সেলে কম দামে পাবেন। আবার মোটোরোলা রেজর ৪০ সিরিজ মাত্র ৩৯,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে, এর মধ্যে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ৯ মাস পর্যন্ত নো কস্ট ইএমআইয়ের সুবিধা রয়েছে।
  • লাভা ব্লেজ এক্স ৫জি সেগমেন্টের ফার্স্ট কার্ভড অ্যামোলেড স্ক্রিন এবং সোনি এআই সেন্সর বিশিষ্ট রিয়ার ক্যামেরাযুক্ত ফোন সেলে কিনতে পারবেন ১৩,৯৯৯ টাকায়।

Show Full Article
Next Story