এই মাসেই লাইভ হচ্ছে Amazon Prime Day 2024 সেল, ঘোষণা হল তারিখ, কী অফার পাবেন?

মাস ঘুরতেই বিশেষ সেলের ঘোষণা করল অ্যামাজন ইন্ডিয়া। হ্যাঁ, অতিসম্প্রতি জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি প্রতিবছরের মতোই ভারতীয় কাস্টমারদের জন্য অ্যামাজন প্রাইম ডে সেলের তারিখ নিশ্চিত…

মাস ঘুরতেই বিশেষ সেলের ঘোষণা করল অ্যামাজন ইন্ডিয়া। হ্যাঁ, অতিসম্প্রতি জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি প্রতিবছরের মতোই ভারতীয় কাস্টমারদের জন্য অ্যামাজন প্রাইম ডে সেলের তারিখ নিশ্চিত করেছে – আগামী ২০ এবং ২১শে জুলাই, দুদিন এই বিক্রয়পর্বের ফায়দা নেওয়া যাবে। এক্ষেত্রে অন্যান্যবারের মতো অ্যামাজনের এই ইভেন্টেও ইন্টেল, স্যামসাং, ওয়ানপ্লাস এবং আরও শীর্ষস্থানীয় গ্লোবাল ব্র্যান্ড, ভারতীয় ব্র্যান্ডের প্রোডাক্টে ছাড়ের পাশাপাশি ৪৫০টিরও বেশি ব্র্যান্ডের নতুন প্রোডাক্টের লঞ্চে অ্যাক্সেস পাওয়া যাবে বলে জানা গিয়েছে৷

অ্যামাজন প্রাইম ডে: সেলে মিলবে জবরদস্ত্ ব্যাঙ্ক অফারও

আসন্ন অ্যামাজন প্রাইম ডে সেলে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর ক্রেডিট/ডেবিট কার্ডে অতিরিক্ত ১০% সাশ্রয় করা যাবে। ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রেও মিলবে স্পেশাল ডিসকাউন্ট। একইভাবে অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৫% পর্যন্ত ক্যাশব্যাক (নন-প্রাইম মেম্বাররা ৩% ক্যাশব্যাক পাবেন) দেবে কোম্পানি, আর এই ক্রেডিট কার্ডে সাইন-আপকারীরা ২,৫০০ টাকা পর্যন্ত ওয়েলকাম রিওয়ার্ড পেতে পারেন। অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডে সাইন-আপের সময় নন-প্রাইম মেম্বাররা ২,০০০ পর্যন্ত পুরস্কার এবং ৩ মাসের ফ্রি প্রাইম সাবস্ক্রিপশন অ্যাক্সেস করতে পারবেন৷

সেলে ৪৫০টির বেশি ভারতীয় এবং বৈশ্বিক ব্র্যান্ডের প্রোডাক্ট লঞ্চ হবে

মাস শেষে অ্যামাজন প্রাইম ডে সেলে ইন্টেল, স্যামসাং, ওয়ানপ্লাস, অনর, আইকো, বাজাজ, অ্যাগারো, ইকোভাস, ক্রম্পটন, সনি, আইটিসি, ফসিল, পুমা, মোটোরোলা এবং বোটের মতো ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট লঞ্চ হবে এবং সেগুলি সস্তায় কেনাকাটা করা যাবে। এই সময় ইকো স্মার্ট স্পিকার এবং ফায়ার টিভি স্টিকগুলিতে ৫৫% ছাড় মিলবে। এছাড়া প্রাইম মেম্বারশিপ থাকলে পাবেন কিছু এক্সক্লুসিভ বেনিফিট।

এক্সক্লুসিভ প্রাইম মেম্বারশিপের সুবিধা

অ্যামাজনের ঘোষণা অনুযায়ী, শুধুমাত্র প্রাইম সদস্যরা অ্যামাজন প্রাইম ডে সেলে অবিশ্বাস্য
কিছু ডিল, নতুন লঞ্চ এবং এন্টারটেইনমেন্ট অফারগুলি অ্যাক্সেস করতে পারবেন। এক্ষেত্রে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ থাকলে ১ মিলিয়নেরও বেশি প্রোডাক্টে সদ্য (পড়ুন একই) দিনে ডেলিভারি পাবেন, যেখানে ৪ মিলিয়নেরও বেশি প্রোডাক্টে একদিনে ডেলিভারি দেবে কোম্পানি। আবার কেনাকাটাতে তাড়াতাড়ি অ্যাক্সেসের সুবিধাও মিলবে, সাথে থাকবে প্রাইম রিডিংয়ে ই-বুক, ম্যাগাজিন ইত্যাদি নির্বাচনের পাশাপাশি প্রাইম গেমিংয়ে বিনামূল্যে মাসিক ইন-গেম কন্টেন্ট ও যাবতীয় বেনিফিট অ্যাক্সেসের বিকল্পও।

ভরপুর বিনোদনও মন টানবে

প্রসঙ্গত উল্লেখ্য, সেলের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ নিলে প্রাইম ভিডিওর মাধ্যমে বিনোদনের দুর্দান্ত জোগান পাবেন। প্রাইম ভিডিও প্ল্যাটফর্মটি খোদ একাধিক ভাষায় ১৪টি নতুন শো এবং চলচ্চিত্র উপভোগ করতে দেবে। প্রাইম ভিডিও অ্যানিম প্রেমীরা পাবেন প্রতি মাসে ৭৯ টাকার অ্যাড-অন সাবস্ক্রিপশন কাজে লাগানোর সুবিধা। উপরন্তু, প্রাইম সদস্যরা অন্যান্য জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং পরিষেবাগুলিও ৫০% পর্যন্ত ছাড়ে উপভোগ করতে পারেন। সঙ্গীতের ক্ষেত্রে আগ্রহীরা ‘দেশী ভাইবস’-এর মিউজিক, বিজ্ঞাপন-মুক্ত সঙ্গীত, আনলিমিটেড অফলাইন ডাউনলোড এবং ২০টি ভাষায় ১০০ মিলিয়নেরও বেশি গানে অ্যাক্সেস পাবেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন