GoPro থেকে Canon, মাত্র ৬৯৯৮ টাকা থেকে DSLR সহ বিভিন্ন ধরনের ক্যামেরা, শুরু হল Amazon Prime Day Sale

ই-কমার্স জায়েন্ট অ্যামাজন (Amazon) তাদের ভারতীয় প্রাইম মেম্বারদের জন্য আজ থেকে ‘প্রাইম ডে সেল’ (Prime Day Sale)-এর ঘোষণা করেছে। এই সেল চলবে ১৬ জুলাই রাত…

ই-কমার্স জায়েন্ট অ্যামাজন (Amazon) তাদের ভারতীয় প্রাইম মেম্বারদের জন্য আজ থেকে ‘প্রাইম ডে সেল’ (Prime Day Sale)-এর ঘোষণা করেছে। এই সেল চলবে ১৬ জুলাই রাত ১১টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত। অ্যামাজনের এই সেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সামিল করা হয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে ক্যামেরা। তাই আপনি যদি এই মুহূর্তে নতুন একটি ক্যামেরা কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এই সুযোগ হাতছাড়া করবেন না। কারণ Amazon Prime Day Sale-এ ক্যামেরার উপর দেওয়া হচ্ছে সেরা ডিল। এই প্রতিবেদনে আমরা অফারের সাথে উপলব্ধ সাতটি সেরা ক্যামেরার নাম জানাবো।

Canon 1500D DSLR

ডিএসএলআর ক্যামেরার জগতে Canon একটি অতি প্রসিদ্ধ নাম। জাপানি বহুজাতিক সংস্থার 1500D মডেলটি এখনও পর্যন্ত বহু মানুষের স্মৃতি ধরে রাখার সেরা মাধ্যম হয়ে উঠেছে। অ্যামাজন সেলে ২,৫০০ টাকার কুপন ধরে ক্যামেরাটি ৩৬,০৫৯ টাকায় কেনা যাচ্ছে। ২৪.১ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা মডেলটিতে ওয়াইফাই, এনএফসি এবং ব্লুটুথ কানেক্টিভিটি বর্তমান।

Panasonic LUMIX 4K Mirrorless

অ্যামাজন প্রাইম ডে সেলে Panasonic LUMIX 4K Mirrorless ক্যামেরাটি ২৯% ছাড়ে উপলব্ধ। এর দাম ৩৮,৯৯৯ টাকা। এই মিররলেস মডেলটি ১৬ মেগাপিক্সেল রেজোলিউশন এবং ৪কে ভিডিও রেকর্ডিং সমর্থন করে। এতে রয়েছে ৩এক্স অপটিক্যাল জুম এবং হাই রেজোলিউশন ভিউফাইন্ডার।

Canon EOS 6D Mark II DSLR

অ্যামাজনে Canon EOS 6D Mark II DSLR এখন ২২% ডিসকাউন্টে কেনা যাচ্ছে। ক্যামেরাটির দাম ১,৪৯,৬৯০ টাকা। এটি হলো ফুল ফ্রেম ডিএসএলআর ক্যামেরা, যাতে উপলব্ধ ২৬.২ মেগাপিক্সেল রেজোলিউশন এবং ৪এক্স অপটিক্যাল জুম। এর ফিচারের তালিকায় উপস্থিত এলসিডি ভিউফাইন্ডার এবং ওয়াইফাই, এনএফসি ও ব্লুটুথ কানেক্টিভিটি।

Canon EOS R10

এমনি সময়ে ১,১১,৯০০ টাকা মূল্যে বিক্রিত Canon EOS R10, অ্যামাজন প্রাইম ডে সেলে ১,০৯,৯৮৯ টাকায় অফার করা হচ্ছে। ক্যাননের এই মডেলে উপস্থিত ২৪.৫ মেগাপিক্সেল ক্যামেরা, যা ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। এছাড়া এতে দেওয়া হয়েছে ইমেজ স্টেবিলাইজেশন, সাবজেক্ট ট্র্যাকিং এবং RAW Bust মোড।

Fujifilm Instax Mini 12

প্রাইম ডে সেলে Fujifilm Instax Mini 12 ৬,৯৯৮ টাকায় কেনা যাচ্ছে। ইনস্টা ক্যামেরাটি নানাবিধ কালার অপশনে বেছে নেওয়া যায়। উপহার হিসেবে দেওয়ার জন্যও এটি আদর্শ। ভিউফাইন্ডার এবং ব্রাইট ক্লোজআপ-এর জন্য ক্লোজ-আপ মোড উপলব্ধ এতে।

GoPro Hero 11

বহুল চর্চিত অ্যাকশন ক্যামেরা GoPro Hero 11, অ্যামাজন ডে সেল থেকে ২০% ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে। যার জন্য খরচ পড়বে ৪০,৯৮৯ টাকা। ডিভাইসটিতে উপস্থিত একটি ছোট এলসিডি স্ক্রিন। আবার ৩৩ ফুট পর্যন্ত ওয়াটারপ্রুফ মডেলটিতে ৫.৩কে আল্ট্রা এইচডি ভিডিও শুট করা যাবে।

Insta360 X3 Action Camera

অ্যাকশান ক্যামেরার জগতে জনপ্রিয় মডেল Insta360 X3, অ্যামাজন প্রাইম ডে সেল থেকে ৪০,৯৮৯ টাকায় কেনা যাচ্ছে। আবার কার্ডে পেমেন্ট করলে মিলবে অতিরিক্ত ছাড়। এতে ৪কে ভার্টিক্যাল ভিডিও রেকর্ডিং সমর্থন করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন