Amazon Prime Day Sale: সবচেয়ে কম দামে iPhone 13 থেকে শুরু করে Realme, OnePlus ফোন, দেখুন অফার

Amazon Prime Day Sale: iPhone 13 থেকে শুরু করে ASUS এবং Vivobook 15-এর মতো একাধিক ডিভাইসে আছে দুর্দান্ত ছাড়।

SUMAN 20 July 2024 7:28 PM IST

২০ জুলাই অর্থাৎ আজ ১২ টা থেকে শুরু হয়ে গেছে অ্যামাজন প্রাইম ডে সেল। এই সময় এখানে স্যামসাং গ্যালাক্সি এম ৩৫ ৫জি, আইকিউ জেড ৯ লাইট ৫জি, মোটোরোলা রেজার ৫০ আলট্রা, লাভা ব্লেজ এক্স, রেডমি ১৩ ৫জি, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট, রেডমি জিটি ৬টি ৫জি এবং ওয়ানপ্লাস ১২ আর প্রভৃতি ডিভাইসগুলির নতুন ভ্যারিয়েন্ট সহ একাধিক স্মার্টফোনে থাকবে দারুন ডিসকাউন্ট। এছাড়াও, এই সেলে বিভিন্ন স্মার্টফোন অ্যাক্সেসরিজও পাওয়া যাবে দারুন ছাড়ে। আসুন অ্যামাজন প্রাইম ডে সেলে উপলব্ধ স্মার্টফোন সহ কয়েকটি প্রোডাক্টে উপলব্ধ ডিল এবং ডিসকাউন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক।

অ্যামাজন প্রাইম ডে সেলে স্মার্টফোনে উপলব্ধ ডিল এবং ডিসকাউন্ট

  • অ্যামাজন প্রাইম ডে সেলে আইফোন ১৩ পাওয়া যাবে ব্যাঙ্ক অফার সহ ৪৭,৯৯৯ টাকায়।
  • স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আল্ট্রা ৫জি এআই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি ১২ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশন, কুপন ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার সহ পাওয়া যাবে ৭৪,৯৯৯ টাকায়।
  • ওয়ানপ্লাস ১২ ৫ জি স্মার্টফোনের সাথে থাকছে ১২ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশন, ১২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং আকর্ষণীয় ব্যাঙ্ক অফার। যার পর এই ডিভাইসটি পাওয়া যাবে ৫২,৯৯৯ টাকায়।
  • আইকিউ নিও ৯ প্রো ডিভাইসটি প্রথমবার দারুন ডিল সহ অ্যামাজনে ২৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। এই ডিভাইসের সাথে দুর্দান্ত ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ এর মাধ্যমে অতিরিক্ত ২,০০০ টাকা ছাড়ও অফার করা হচ্ছে।
  • ফাস্ট চার্জিং, অ্যামোলেড ডিসপ্লে এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য সুপরিচিত ওয়ানপ্লাস স্মার্টফোনগুলি এখন ১৭,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে উপলব্ধ। উল্লেখ্য, ক্রেতারা এই সময় ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ৫জি (আল্ট্রা অরেঞ্জ) এবং ওয়ানপ্লাস ১২আর (সানসেট ডুন) ডিভাইস দুটির নতুন ভ্যারিয়েন্টগুলি পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়ে। এছাড়াও, ওয়ানপ্লাস ডিভাইসগুলি কেনা‌ যাবে ১৩ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই সুবিধার সাথে।
  • আইকিউ-এর লেটেস্ট স্মার্টফোন আইকিউ জেড ৯ লাইট এবং আইকিউ জেড ৯ এক্স ৫জি ফোনের দাম শুরু হচ্ছে মাত্র ৯,৯৯৯ টাকা থেকে। এছাড়াও, এই প্রাইম ডে সেলে আইকিউ স্মার্টফোনগুলিতে পাওয়া যাবে ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক অফার সহ ডিসকাউন্ট কুপন এবং ৯ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই সুবিধা।
  • প্রাইম ডেজ সেলে শাওমি-এর ডিভাইসগুলি ৭,৬৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে উপলব্ধ। এই সময় রেডমি ১২ ৫জি ডিভাইসটি ছাড় সহ পাওয়া যাবে ১১,৪৯৯ টাকায়। আর শাওমি-এর লেটেস্ট ডিভাইস রেডমি ১৩ ৫জি ডিভাইসটি ছাড় সহ আকর্ষণীয় মূল্যে এই সেলে উপলব্ধ।
  • রিয়েলমি-এর স্মার্টফোনগুলি এই সময় ৭,৪৯৯ টাকা থেকে কেনার সুযোগ পাওয়া যাবে। এর সাথে ক্রেতারা ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ছাড় এবং ৪,০০০ টাকা পর্যন্ত কুপন ডিসকাউন্ট পেয়ে যাবেন। এদিকে আবার রিয়েলমি জিটি ৬টি ৫জি ডিভাইসটির নতুন ভ্যারিয়েন্ট (মিরাকল পার্পেল)-টি এই সেলে দুর্দান্ত অফার সহ উপলব্ধ। এছাড়া, রিয়েলমি নারজো ৭০ এক্স ব্যাঙ্ক অফার এবং কুপন ডিসকাউন্ট প্রয়োগ করার পর ১১,৭৪৯ টাকায় কেনার সুযোগ পাওয়া যাবে। আবার রিয়েলমি নারজো ৭০ প্রো ডিভাইসটি একইভাবে পেয়ে যাবেন মাত্র ১৫,২৪৯ টাকায়।
  • মোটোরোলার স্মার্টফোনগুলি অ্যামাজন প্রাইম ডে সেলে দুর্দান্ত অফার এবং ছাড় সহ তালিকাভুক্ত আছে। এখানে মোটো রেজার ৫০ আলট্রার মতো ফ্লিপ ফোন পাওয়া যাবে ১৮ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই এবং ব্যাঙ্ক অফার সহ ৮৯,৯৯৯ টাকায়। তাছাড়া, এই সময় মোটোরোলা রেজার ৪০ সিরিজের ফোনগুলি পাওয়া যাবে ৩৯,৯৯৯ টাকা থেকে।
  • আবার, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং সোনি এআই সেন্সর সহ ৬৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা বিশিষ্ট লাভা ব্লেজ এক্স ৫জি হ্যান্ডসেটটি ব্যাঙ্ক অফার সহ অ্যামাজনে ১৩,৯৯৯ টাকা থেকে কেনার সুযোগ পাওয়া যাবে।

টিভি এবং অন্যান্য প্রোডাক্টের সাথে অ্যামাজন প্রাইম ডে সেলে অফার

সেল চলাকালীন সোনি, স্যামসং, এলজি, রেডমি, হাইসেন্স, ভিইউ, টিসিএল এবং এসার সহ আরো বেশ কিছু শীর্ষস্থানীয় ব্র্যান্ডের টেলিভিশন কিনলে ক্রেতারা পেয়ে যাবেন ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়। আবার ক্রেতারা এর সাথে ১০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও উপভোগ করতে পারবেন। এছাড়া, এদের সাথে থাকবে ৩ বছরের ওয়ারেন্টি, বিনামূল্যে শিপিং, ওপেন বক্স ডেলিভারির সুবিধা এবং ফাস্ট ডেলিভারি সহ ইনস্টলেশন চার্জ মওকুব করার সুযোগ। এর সঙ্গেই ক্রেতারা ১০ শতাংশ ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, ২৪ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশন, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, বাই নাও পে লেটার অপশন, অতিরিক্ত কুপন এবং ক্যাশব্যাক অফারও পেয়ে যেতে পারেন।

অ্যামাজন প্রাইম ডে সেলে এইচপি, ডেল, লেনোভো, ওয়ানপ্লাস, জেবিএল, বোট, আসুস এবং স্যামসাংয়ের মতো শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স নির্মাণসংস্থাগুলি বেশ কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। যেমন, এই সময় ডেল তাদের লেটেস্ট এক্সপিএস এবং ইস্পিরন এআই ল্যাপটপ লঞ্চ করতে চলেছে। এছাড়াও, সংস্থাটি তাদের নতুন ভিক্টাস গেমিং ল্যাপটপ ( আই৫ এবং আই৭ প্রসেসর দ্বারা চালিত, আরটিএক্স ৩০×৫০ গ্রাফিক্স কার্ড সহ) আনতে চলেছে। আবার এর সাথেই এইচপি নন গেমিং সিরিজের মধ্যে এএমডি রাইজেন ৫ এবং রাইজেন ৭ প্রসেসরের সাথে প্যাভিলিয়ন অ্যারো সিরিজ লঞ্চ করছে। এদিকে আসুস এএমডি রাইজেন এবং ইন্টেল কোর আই৭ দ্বারা চালিত ভিভোবুক ১৫ এবং টিইউএফ সিরিজের গেমিং ল্যাপটপ খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে।

Show Full Article
Next Story