Amazon Sale-এ কেনাকাটা করতে গিয়ে হতে পারেন স্ক্যামের শিকার, যদি মাথায় না রাখেন এই বিষয়গুলি

Online scam: অনলাইন শপিং গুলিতে প্রায় দিনই কোনো না কোনো সেল চলতে থাকে – যেমন আগামী ১৫ই জুলাই অর্থাৎ আর মাত্র তিনদিন পর থেকে Amazon…

Online scam: অনলাইন শপিং গুলিতে প্রায় দিনই কোনো না কোনো সেল চলতে থাকে – যেমন আগামী ১৫ই জুলাই অর্থাৎ আর মাত্র তিনদিন পর থেকে Amazon India-য় শুরু হবে Prime Days Sale। তবে না, এই প্রতিবেদনে আমরা সেলের অফার সম্পর্কে কথা বলবনা, বরঞ্চ এই ধরণের বিশেষ বিক্রয়পর্ব চলাকালীন যেসব অনলাইন স্ক্যাম ঘটে সে বিষয়েই সতর্ক করব। আসলে Flipkart, Amazon-এ সেল চলাকালীন অনেকেই সস্তায় প্রোডাক্ট কেনার চেষ্টা করেন, আর এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু নেতিবাচক সত্ত্বার মানুষ এই নিরীহ ক্রেতাদের ফাঁদে ফেলতে সক্রিয় হয়ে ওঠে। সেক্ষেত্রে এই অনলাইন সেল সম্পর্কিত তিনটি সাধারণ স্ক্যাম সম্পর্কে আমরা এই প্রতিবেদনে কথা বলব, যেগুলি থেকে সতর্ক হওয়া একান্ত আবশ্যক।

অনলাইন সেলে কেনাকাটা করছেন? এই তিন স্ক্যাম থেকে সাবধান

১. ফিশিং ইমেইল: স্ক্যামাররা প্রায়ই অ্যামাজন জাতীয় সংস্থার নামে ভুয়ো বা ফিশিং ইমেইল পাঠায়। এই ধরণের মেইলে দাবি করা হয় যে, ইউজারের প্রাইম মেম্বারশিপে কিছু সমস্যা আছে এবং তাকে প্রোফাইল আপডেট করতে হবে। আর এই অছিলাতেই তারা সাধারণ মানুষের ক্রেডিট কার্ড নম্বর, অ্যামাজন অ্যাকাউন্টের ক্রেডিন্সিয়াল বা অন্যান্য সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয়। তাই এই ধরণের ইমেইল থেকে সতর্ক থাকা উচিত – এক্ষেত্রে প্রাপ্ত ইমেইল অ্যাড্রেসগুলি ভালো করে চেক করে নেবেন এবং সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেননা।

২. নকল ডোমেইন: সাইবার সিকিউরিটি ফার্ম চেক পয়েন্ট (Check Point) প্রায় ১,৫০০টি নতুন অ্যামাজন সম্পর্কিত ডোমেইন আবিষ্কার করেছে, যার মধ্যে অধিকাংশই দূষিত বা স্ক্যামের সাথে সম্পর্কযুক্ত। এই ডোমেইনগুলি দেখতে হুবহু আসলের মতো লাগে এবং কেউ ভুলবশত এগুলি পরিচালিত ওয়েবসাইট পরিদর্শন করলেই তাদের আর্থিক বিবরণ জানার চেষ্টা চলে। তাই সাবধান থাকতে অ্যাড্রেস বারে ইউআরএল (URL) ভালোমতো চেক করে নিন এবং সবসময় অ্যামাজনের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন।

৩. স্ক্যাম মেসেজ: অ্যামাজন নিজেই স্ক্যাম ইমেইল এবং টেক্সট মেসেজ সম্পর্কে সবাইকে সতর্ক করেছে, যেগুলি শিপিং নোটিফিকেশন, অর্ডার কনফার্মেশন বা অ্যাকাউন্টের সমস্যাগুলির সাথে সম্পর্কযুক্ত। কারণ এই ধরণের মেসেজ বা মেইলের মাধ্যমে সাধারণ মানুষকে বোকা বানানো এবং তাদের সংবেদনশীল তথ্য সংগ্রহ করে প্রতারণার চেষ্টা করা হয়। তাই এই বিষয়টি থেকেও সাবধান থাকুন।

নিজেকে সুরক্ষিত রাখতে এই বিষয়গুলিও মাথায় রাখুন

১. সবসময় অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তথ্য যাচাই করুন এবং কোনোরকম সন্দেহ হলে কাস্টমার কেয়ার সার্ভিসে যোগাযোগ করুন।

২. অ্যামাজন অ্যাকাউন্টের সুরক্ষার জন্য একটি শক্তিশালী এবং অনন্য পাসওয়ার্ড ব্যবহার করুন। অন করুন টু-ফ্যাক্টর (two-factor) অথেন্টিকেশন সিস্টেমও।

৩. আপনার আর্থিক বিবরণ এবং অ্যাকাউন্ট নিয়মিত পর্যবেক্ষণ করুন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন