Amazon Prime Lite: স্পেশাল ডিলের সাথে দ্রুত ডেলিভারি, লঞ্চ হল অ্যামাজন প্রাইম লাইট মেম্বারশিপ, খরচ কত

Amazon আজ আনুষ্ঠানিকভাবে ভারতে Prime Lite membership প্ল্যান লঞ্চ করল। এই নয়া প্ল্যান ব্যবহারকারীদের একাধিক 'স্পেশাল'...
SUPARNA 15 Jun 2023 8:45 AM IST

Amazon আজ আনুষ্ঠানিকভাবে ভারতে Prime Lite membership প্ল্যান লঞ্চ করল। এই নয়া প্ল্যান ব্যবহারকারীদের একাধিক 'স্পেশাল' বেনিফট অফার করবে, তবে তুলনায় কম দামে। জানিয়ে রাখি, চলতি বছরের শুরুতে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীদের জন্য প্রথমবার এই মেম্বারশিপ প্যাকেজটি আনা হয়েছিল। কিন্তু এখন এই প্ল্যানকে সর্বজনীন ভাবে রিলিজ করা হল। চলুন Amazon Prime Lite Membership প্ল্যানের দাম ও বেনিফিট সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

Amazon Prime Lite Membership প্ল্যানের দাম

অ্যামাজন প্রাইম লাইট মেম্বারশিপ হল একটি বার্ষিক প্ল্যান, যার দাম রাখা হয়েছে ৯৯৯ টাকা। এই প্ল্যানটির কোনো মাসিক বা ত্রৈমাসিক প্যাকেজ এই মুহূর্তে উপলব্ধ নেই।

তুলনার খাতিরে জানিয়ে রাখি, সাধারণ প্রাইম মেম্বারশিপ (Prime membership) কেনার জন্য ব্যবহারকারীদের প্রতি বছর ১,৪৯৯ টাকা খরচ করতে হয়। ফলে নতুন প্ল্যানটি অনেকটাই সস্তা। তবে যেহেতু প্ল্যান দুটির মধ্যে দামের পার্থক্য আছে, সেহেতু বেনিফিটের ক্ষেত্রেও সামান্য হেরফের থাকবেই। আসুন অ্যামাজন প্রাইম প্ল্যানের 'লাইট' ভার্সনটি কিরকম সুযোগ-সুবিধা অফার করছে তা জেনে নেওয়া যাক…

Amazon Prime Lite Membership প্ল্যানের সুবিধা

প্রত্যেক অ্যামাজন প্রাইম লাইট মেম্বারশিপ প্ল্যান ব্যবহারকারীরা বিনামূল্যে টু-ডে ডেলিভারি এবং স্ট্যান্ডার্ড ডেলিভারি পাবেন। এলিজেবল ঠিকানায় বিনামূল্যে নো-রাশ শিপিং পেয়ে যাবেন। সাথে ২৫ টাকার ক্যাশব্যাকও থাকবে। আবার, এলিজেবল ঠিকানায় ১৭৫ টাকা প্রতি আইটেম মূল্যে মর্নিং ডেলিভারিও অফার করছে অ্যামাজন। এছাড়া ফ্রি স্ট্যান্ডার্ড ডেলিভারির জন্য কোনো ন্যূনতম অর্ডার ভ্যালু দাবি করা হবে না বলেও জানা গেছে।

আপনাদের কাছে যদি অ্যামাজন পে আইসিআইসিআই (Amazon Pay ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে যাবতীয় কেনাকাটার উপর ৫% ক্যাশব্যাক পেয়ে যাবেন। আবার ডিজিটাল এবং গিফট কার্ড কেনার ক্ষেত্রে ২% ছাড় দেওয়া হবে এবং এগুলির সাথে আসা রিওয়ার্ড যেকোনো জায়গায় কেনাকাটা করার জন্য ব্যবহার করা যাবে। এছাড়া, প্রাইম লাইট মেম্বারদের জন্য - 'লাইটনিং ডিল' (Lightning deals), 'এক্সক্লুসিভ লাইটনিং ডিল' (Eexclusive Lightning deals) এবং 'ডিল অফ দ্য ডে' (Deal of the Day) বিকল্পের আর্লি অ্যাক্সেসও উপলব্ধ করা হবে।

অ্যামাজন প্রাইম লাইট মেম্বারশিপ প্ল্যানে, প্রাইম ভিডিও স্ট্রিমিং পরিষেবার সীমাহীন অ্যাক্সেসও অফার করা হয়। তবে দাম কম হওয়ার কারণে, মূল প্রাইম মেম্বারশিপের কিছু বেনিফিট পাওয়া যাবে না। যেমন - এই প্ল্যানের অধীনে সর্বাধিক দুটি ডিভাইসকে অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করা যাবে। আর পছন্দের সিনেমা, টিভি শো এবং লাইভ স্পোর্টস হাই ডেফিনিশন (HD) -এ দেখা যাবে ঠিকই, কিন্তু কনটেন্ট চলার মাঝে মাঝে বিজ্ঞাপনও দেখানো হবে। অর্থাৎ এই প্ল্যানটি অ্যাড-ফ্রি কনটেন্ট স্ট্রিমিং অফার করে না।

Amazon Prime Lite vs Amazon Prime: পার্থক্য কী?

অ্যামাজন প্রাইম মেম্বারশিপের তুলনায়, প্রাইম লাইট মেম্বারশিপে কিছুটা কম বেনিফিট পাওয়া যাবে। যার প্রথমটি হল ফাস্ট ডেলিভারির সুবিধা, যেমন - ওয়ান-ডে ডেলিভারি, শিডিউলড ডেলিভারি এবং সেম-ডে ডেলিভারি। যেখানে কিনা লাইট ভার্সনে শুধুমাত্র টু-ডে ডেলিভারি বিকল্প বিদ্যমান।

আবার প্রাইম মেম্বারশিপে আপনারা ৫০ টাকা / আইটেম মূল্যে মর্নিং ডেলিভারি পেয়ে যাবেন। যেখানে প্রাইম লাইট মেম্বারশিপে প্রতি আইটেম পিছু ১৭৫ টাকা দিতে হবে।

প্রাইম লাইট মেম্বারশিপ প্ল্যানে, প্রাইম রিডিং এবং অ্যামাজন মিউজিক স্ট্রিমিং পরিষেবার অ্যাক্সেস অফার করা হবে না। কিন্তু প্রাইম মেম্বারশিপ একাধিক ভাষায় ই-বুক ও কমিক পড়ার সুবিধা দিয়ে থাকে।

প্রাইমে মেম্বারশিপ, সর্বোচ্চ ৪কে রেজোলিউশনে প্রাইম ভিডিও অ্যাপে কনটেন্ট স্ট্রিমিং করতে দেয়। সাথে, দুটির বেশি ডিভাইসের জন্য কানেক্টিভিটি সমর্থন অফার করে এবং অ্যাড-ফ্রি কন্টেন্ট দেখার অনুমতি দেয়। উল্লেখিত বেনিফিটগুলির কোনোটাই লাইট ভার্সনে উপলব্ধ নয়।

এছাড়া অতিরিক্তভাবে প্রাইম মেম্বাররা নো-কস্ট ইএমআই, নিখরচার ৬ মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট স্কিম, স্পেশাল গেমিং এবং ফ্যামিলি অফার বিকল্পের সুবিধা পান।

Show Full Article
Next Story