50 শতাংশ ছাড়ে মিলছে Amazon Prime মেম্বারশিপ, আছে ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধাও

অনলাইন শপিং কোম্পানি হিসেবে Amazon যেমন জনপ্রিয়, তেমনই সংস্থার Prime সাবস্ক্রিপশনের বিষয়টিও বেশ কাজের। এই মেম্বারশিপ...
Anwesha Nandi 3 July 2023 8:03 PM IST

অনলাইন শপিং কোম্পানি হিসেবে Amazon যেমন জনপ্রিয়, তেমনই সংস্থার Prime সাবস্ক্রিপশনের বিষয়টিও বেশ কাজের। এই মেম্বারশিপ নিলে একদিকে কেনাকাটার ক্ষেত্রে সেলের নানাবিধ সুবিধা পাওয়া যায়, আবার এরই সাথে মেলে Amazon Prime Video নামক OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস। সেক্ষেত্রে আপনি যদি এখন এই সাবস্ক্রিপশন নিতে চান তাহলে আজ আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। এমনিতে Amazon Prime সাবস্ক্রিপশন নেওয়া বেশ খরচসাপেক্ষ ব্যাপার, তবে এখন এটি ৫০ শতাংশ ক্যাশব্যাক অফারসহ উপলব্ধ হয়েছে যার ফলে কম খরচেই এর সুবিধা পাওয়া যাবে। আসলে আগামী ১৫ই জুলাই থেকে Amazon-এ 'Prime Day' সেল শুরু হতে চলেছে, আর সেই উপলক্ষেই গ্রাহকদের আকর্ষণ করতে কয়েক সপ্তাহের ফ্রি সাবস্ক্রিপশন এবং অর্ধেক দামে Prime অ্যাক্সেসের সুযোগ দিচ্ছে সংস্থা। আসুন এই বিষয়ে বিশদে জেনে নিই।

৫০ শতাংশ ক্যাশব্যাক, অর্ধেক দামে পাবেন Amazon Prime সাবস্ক্রিপশন

ভারতে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ নিতে গেলে দুটি সাবস্ক্রিপশন প্ল্যান বিকল্প হিসেবে মেলে – ২৯৯ টাকার মাসিক প্ল্যান এবং ১,৪৯৯ টাকার প্ল্যান। সেক্ষেত্রে কোম্পানির বিশেষ অফারে মাসিক প্ল্যানটিতে ১৫০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। অন্যদিকে দ্বিতীয়টিতে মানে বার্ষিক সাবস্ক্রিপশনের ক্ষেত্রে মিলবে ৭৫০ টাকা। নিঃসন্দেহে এটি একটি দুর্দান্ত অফার!

তবে এক্ষেত্রে অফারটি পেতে গেলে কিছু শর্তাবলী মানতে হবে। যেমন, যাদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে তারা এই অ্যামাজন প্রাইম মেম্বারশিপের ডিসকাউন্ট অফারটি কাজে লাগাতে পারবেন। দ্বিতীয়ত, আপনাকে আগে দেখতে হবে আপনার অ্যাকাউন্ট আদৌ অফারের জন্য নির্বাচিত কিনা। এছাড়াও, আপনাকে মনে রাখতে হবে যে ক্যাশব্যাকের অ্যামাউন্ট কিন্তু অ্যামাজন পে ব্যালেন্স হিসাবে জমা হবে।

Amazon Prime সাবস্ক্রিপশনের সুবিধা

অ্যামাজন প্রাইমের মেম্বারশিপ থাকলে আপনি কোনো অতিরিক্ত খরচ ছাড়াই সেলের আর্লি অ্যাক্সেস, ফাস্ট ডেলিভারি, ফ্রি ডেলিভারি ইত্যাদি সুবিধা পাবেন। আবার এর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওর বিভিন্ন সিনেমা-শো জাতীয় কন্টেন্ট এবং অ্যামাজন মিউজিক (Amazon Music) অ্যাপের লক্ষ লক্ষ গান বা অ্যালবাম কোনো অতিরিক্ত খরচ, বিজ্ঞাপন ছাড়া অ্যাক্সেস করা যাবে। এছাড়াও, প্রাইম রিডিং ক্যাটালগ থেকে ই-বুক, কমিকস এবং আরও অনেক কিছু হাতের মুঠোয় এনে দেবে এই সাবস্ক্রিপশন।

কীভাবে বিনামূল্যে Amazon Prime মেম্বারশিপ পাবেন?

অ্যামাজন বর্তমানে নতুন ইউজারদের জন্য ১ মাসের ফ্রি প্রাইম ট্রায়াল অফার করছে। আপনি যদি এখনও অবধি একবারও এই মেম্বারশিপ না নিয়ে থাকেন, তাহলে সংস্থার অ্যাপ বা ওয়েবসাইটের নির্দিষ্ট প্রাইম সেকশন থেকে এর ফায়দা তুলতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কোনো পেমেন্ট না করতে হলেও নির্দিষ্ট পেমেন্ট অপশন (ব্যাঙ্ক কার্ড ডিটেইলস, UPI ID ইত্যাদি) সেট করে রাখতে হবে।

Show Full Article
Next Story