Amazon-এ চলছে Smartphone Upgrade Days সেল, সস্তায় কিনুন Xiaomi এবং অন্যান্য ব্র্যান্ডের ফোন

আপনার কি হালফিলে সস্তায় একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা রয়েছে? কিন্তু কোনো কারণবশত ই-কমার্স প্ল্যাটফর্মগুলির...
Anwesha Nandi 13 Aug 2022 12:57 AM IST

আপনার কি হালফিলে সস্তায় একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা রয়েছে? কিন্তু কোনো কারণবশত ই-কমার্স প্ল্যাটফর্মগুলির স্বাধীনতা দিবসের সেল মিস করেছেন? তাহলে বলব কুছ পরোয়া নেই! কারণ, এখনো আপনার কাছে সাশ্রয়ী অফারে মনমত স্মার্টফোন কেনার দারুণ সুযোগ রয়েছে। আসলে একটি সেল শেষ হতে না হতেই, Amazon India, (অ্যামাজন ইন্ডিয়া) গতকাল অর্থাৎ ১১ই আগস্ট থেকে 'Smartphone Upgrade Days' (স্মার্টফোন আপগ্রেড ডেস সেল) দিতে শুরু করেছে। আগামী ১৪ তারিখ পর্যন্ত এটি লাইভ থাকবে। অফার বলতে এই সেলে আপনি বিভিন্ন স্মার্টফোন এবং মোবাইল অ্যাক্সেসরিজের ওপর ৪০% পর্যন্ত ছাড় পাবেন।

তাছাড়াও এই ক'দিন ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআইয়ের মত অপশনে কেনাকাটার সুযোগ দেবে অ্যামাজন। এক্ষেত্রে আরবিএল (RBL), ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) এবং এইউ (AU) ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডগুলিতে আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন ক্রেতারা; যেখানে প্রাইম (Prime) মেম্বাররা ২০,০০০ টাকা পর্যন্ত সঞ্চয় করতে সক্ষম হবেন। উল্লেখ্য, সাবস্ক্রিপশন নেওয়া এই ইউজাররা ফোন কিনলে ৬ মাস ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সুবিধাও পাবেন। আসুন এখন দেখে নিই অ্যামাজন স্মার্টফোন আপগ্রেড ডেস সেলে কোন কোন ফোন কিনলে ফায়দা হবে।

Amazon Smartphone Upgrade Days-এ স্মার্টফোনের ওপর অফার

অ্যামাজনে চলমান স্মার্টফোন আপগ্রেড ডেস সেলে আপনি iQOO ব্র্যান্ডের ফোনগুলিতে ১০,০০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। যেমন iQOO 9T বা iQOO Neo 6 5G কিনলে আপনারা বেশ খানিকটা ডিসকাউন্ট পাবেন, মিলবে ৩,০০০ টাকার অ্যাডিশনাল এক্সচেঞ্জ ডিসকাউন্টও। অন্যদিকে OnePlus 9 সিরিজ কিনতে চাইলে আপনাকে নূন্যতম ৩৭,৯৯৯ টাকা ব্যয় করতে হবে, OnePlus 10R-এ পাওয়া যাবে ৪,০০০ টাকা ছাড়। তবে এই ব্র্যান্ডের অন্যান্য মডেলও ছাড়ে কেনার সুযোগ থাকবে, যার সাথে থাকবে ৫,০০০ টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ অফার।

শুধু তাই নয়, যারা সেলে Samsung, Xiaomi, Vivo বা Oppo-র ফোন কিনতে চান তারাও সস্তায় একটি ভাল হ্যান্ডসেট পকেটস্থ করতে পারবেন। যেমন Oppo A সিরিজে অ্যামাজন এখন ৬,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। আবার Xiaomi-র ফোন উপলব্ধ রয়েছে ৪০% ছাড়ে।

বলে রাখি, Amazon Smartphone Upgrade Days-এর দরুন আগ্রহীরা ৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে সর্বাধিক বিক্রিত মোবাইল আনুষাঙ্গিকগুলি কিনতে পারবেন। একই সময়ে, পাওয়ার ব্যাঙ্কের প্রারম্ভিক দাম পড়বে ৫৯৯ টাকা।

Show Full Article
Next Story