Amazon Summer Sale: ৪ মে থেকে সেল দেবে Amazon; Apple থেকে শুরু করে Xiaomi, iQOO-র ফোনে মিলবে ছাড়

আগামীকাল অর্থাৎ ৩রা মে থেকে Flipkart-এ শুরু হচ্ছে 'Big Saving Days' সেল। স্বাভাবিকভাবেই এই সেলের মাধ্যমে নানাবিধ অফার...
Anwesha Nandi 2 May 2022 8:15 PM IST

আগামীকাল অর্থাৎ ৩রা মে থেকে Flipkart-এ শুরু হচ্ছে 'Big Saving Days' সেল। স্বাভাবিকভাবেই এই সেলের মাধ্যমে নানাবিধ অফার দিয়ে আরো একবার গ্রাহকদের আকর্ষিত করবে সংস্থাটি। তবে এই পরিস্থিতিতে কি সংস্থার প্রতিদ্বন্দ্বী Amazon India (অ্যামাজন ইন্ডিয়া) চুপচাপ বসে থাকবে? মোটেও না। বরঞ্চ Flipkart-কে টেক্কা দিতে তারা মাত্র একদিন পর মানে ৪ঠা মে থেকে 'Amazon Summer Sale' (অ্যামাজন সামার সেল) নামের একটি বার্ষিক সেল আয়োজন করতে চলেছে, যাতে স্মার্টফোন এবং ইলেকট্রনিক্স প্রোডাক্টের ওপর অফার এবং ছাড় পাওয়া যাবে। এছাড়া এই সেলে স্মার্টটিভি এবং গেমিং অ্যাক্সেসরিজগুলি কিনলেও ফায়দা হবে।

Amazon Summer Sale-এ স্মার্টফোনের ওপর অফার

আসন্ন সেলে ক্রেতারা Apple, Xiaomi, iQOO, Itel, OnePlus, Oppo, Realme, Redmi, Samsung, Tecno এবং Vivo-র মত ব্র্যান্ডগুলির হ্যান্ডসেটে ছাড় পাবেন৷ এর মধ্যে OnePlus Nord CE 2 Lite 5G, OnePlus 10R 5G এবং OnePlus 10 Pro ফোনে যেমন ছাড় পাওয়া যাবে, তেমনি Samsung Galaxy M33 5G, Samsung Galaxy M53 5G, Realme Narzo 50A Prime, iQOO Z6, Xiaomi 12 Pro ইত্যাদি ফোনে মিলবে অফার।

আইফোনের কথা বললে, এই মুহূর্তে অ্যামাজন সামার সেলের একটি মাত্র ডিল সামনে এসেছে। এক্ষেত্রে Apple বলা হচ্ছে যে, iPhone 13 মডেল ৭৯,৯৯০ টাকার বদলে ৬৬,৯০০ টাকায় কেনা যাবে। সেল ছাড়া বর্তমানে এর দাম ৭০,৯০০ টাকা।

অন্যদিকে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে OnePlus 9RT 5G ফোনটি ব্যাঙ্ক অফারসহ ৩৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে, এমনিতে যার দাম ৪২,৯৯৯ টাকা। একইভাবে সম্প্রতি লঞ্চ হওয়া Samsung Galaxy M33 5G-এর সর্বোচ্চ দাম ২৪,৯৯৯ টাকা হলেও, এটি সেল চলাকালীন ১৭,৯৯৯ টাকায় মিলবে। আবার ৩১,৯৯৯ টাকার Xiaomi 11 Lite NE 5G কিনতে গেলে খরচ পড়বে ২৪,৯৯৯ টাকা।

এক্ষেত্রে ইলেকট্রনিক্স, অ্যাক্সেসরিজ বা অন্যান্য প্রোডাক্টের ওপর ডিল খুব শীঘ্রই সামনে আসবে বলে আশা করা যায়। তাই এই বিষয়ে আপডেট পেতে টেকগাপে এবং অ্যামাজনে চোখ রাখুন।

Show Full Article
Next Story