Amazon Tecno Phantom X Quiz: পাঁচটি প্রশ্ন থেকে মিলবে ৫০০ টাকা পে ব্যালেন্স! দেখে নিন উত্তর

সাম্প্রতিক সময়ে Amazon India (অ্যামাজন ইন্ডিয়া) একাধিক কুইজ গেমের পরিচালনা শুরু করেছে। এতে দেশের বিভিন্ন প্রান্তের...
techgup 26 April 2022 12:25 PM IST

সাম্প্রতিক সময়ে Amazon India (অ্যামাজন ইন্ডিয়া) একাধিক কুইজ গেমের পরিচালনা শুরু করেছে। এতে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা কেনাকাটার পাশাপাশি মোটা অঙ্কের টাকা Amazon Pay ব্যালেন্স হিসেবে জেতার সুযোগ পাচ্ছেন। কোনো গেমে আবার Redmi Note 11 Pro+ 5G ফোন জেতার সুযোগ থাকছে। সেক্ষেত্রে এতগুলি কুইজ গেম হোস্ট করার পর এবার জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মটি 'Tecno Phantom X' (টেকনো ফ্যান্টম এক্স) কুইজের আয়োজন করছে৷ এটিতে Techno-র আসন্ন স্মার্টফোনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পাঁচটি প্রশ্ন করা হবে। আগ্রহীরা অংশগ্রহণ করলে Amazon Pay ব্যালান্সে ৫০০ টাকা পুরষ্কার পাবেন। তবে এক্ষেত্রে মোট ২০০ জনকে পুরষ্কৃত করবে Amazon। আগামী ৪ঠা জুন বিজয়ীদের নাম ঘোষিত হবে।

'Amazon Tecno Phantom X' কুইজ কীভাবে খেলবেন?

অ্যামাজন টেকনো ফ্যান্টম এক্স কুইজ প্রতিযোগিতাটি গত ২৩শে এপ্রিল থেকে অ্যামাজন অ্যাপে লাইভ রয়েছে। ইউজাররা ২৩শে মে পর্যন্ত এতে অংশগ্রহণ করতে পারবেন। অ্যামাজন অ্যাপের 'ফানজোন' অপশনটি থেকে এই কুইজটির অ্যাক্সেস মিলবে।

আজকের 'Tecno Phantom X' কুইজের প্রশ্নোত্তর

১. Phantom X-এ সর্বাধিক ক্যামেরা রেজোলিউশন (মেগাপিক্সেল) কত?

উত্তর: ১০৮ মেগাপিক্সেল।

২. Phantom X-এর ডিসপ্লে কী ফিচার করে?

উত্তর: এটি কার্ভড AMOLED ডিসপ্লে।

৩. Phantom X-এর র‌্যাম এবং স্টোরেজ ক্ষমতা কত?

উত্তর: মেমফিউশন প্রযুক্তিসহ ১৩ জিবি র‌্যাম+২৫৬ জিবি স্টোরেজ।

৪. Phantom X-এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কোথায় অবস্থিত?

উত্তর: ইন-ডিসপ্লেতে।

৫. Phantom X-এর ফ্রন্ট ক্যামেরা সেটআপ কী?

উত্তর: ৪৮ মেগাপিক্সেল+৮ মেগাপিক্সেল।

Show Full Article
Next Story