Amazon Prime Day: চলতি বছরের জুলাইয়ে আয়োজিত হবে Amazon-এর অন্যতম বড় সেল, ঘোষণা সংস্থার

আর মাসদুয়েক বাদেই আসতে চলেছে একটি ধামাকাদার সেল, সৌজন্যে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon (অ্যামাজন)। আসলে জেফ...
techgup 29 April 2022 6:22 PM IST

আর মাসদুয়েক বাদেই আসতে চলেছে একটি ধামাকাদার সেল, সৌজন্যে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon (অ্যামাজন)। আসলে জেফ বেজোসের মালিকানাধীন সংস্থাটি ঘোষণা করেছে যে, তারা এই বছরের জুলাই মাসে তাদের বার্ষিক শপিং ফেস্টিভ্যাল 'Prime Day' (প্রাইম ডে) সেলের আয়োজন করবে। এক্ষেত্রে বলে রাখি যে, কেবলমাত্র Amazon-এর Prime মেম্বাররাই এই সেলটির সুবিধা ভোগ করতে পারেন। অর্থাৎ, প্রতিবারের মতোই এবারেও এই সেল যে Prime সদস্যদের বিপুল কেনাকাটার ঠিকানা হয়ে উঠবে, সেকথা নিঃসন্দেহে বলা যায়। এছাড়াও, এই সেলটি নতুন প্রাইম সাবস্ক্রাইবারদের আকর্ষিত করার এবং সেইসাথে ধরে রাখার একটি দুর্দান্ত উপায়, যারা ডেলিভারি ডিসকাউন্ট এবং ভিডিও স্ট্রিমিংয়ের মতো অন্যান্য সার্ভিসের জন্য মাসিক বা বার্ষিক ফি প্রদান করে।

আসলে প্রতি বছরই এই 'অ্যামাজন প্রাইম ডে' সেলটি অনুষ্ঠিত হয়। আকর্ষণীয় ডিল ও ডিসকাউন্ট অফার করে বিদ্যমান গ্রাহকদের পাশাপাশি নতুন ইউজারদের আকর্ষিত তথা প্রলুব্ধ করতে এই সেলটি এক অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। আর এর সুবাদে অ্যামাজন-ও যে বিপুল পরিমাণে লাভবান হয়, সেকথা বলাই বাহুল্য।

উল্লেখ্য যে, অ্যামাজন চলতি বছরের প্রাইম ডে সেলের কথা ঘোষণা করলেও আসন্ন সেলের তারিখ এবং সেলে উপলব্ধ অফারগুলির সম্পর্কে বিশদে কিছু প্রকাশ করেনি। সংস্থাটি জানিয়েছে যে, এ বছর জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ২০টিরও বেশি দেশে প্রাইম ডে সেল আয়োজিত হবে। তবে ভারতে কবে এই সেলটি লাইভ হতে চলেছে, সে সম্পর্কে সংস্থার তরফে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এদিকে আশা করা হচ্ছে যে, স্মার্টফোন থেকে শুরু করে ইলেক্ট্রনিক প্রোডাক্ট, কিংবা নিত্যব্যবহার্য জিনিস – প্রায় সব ক্ষেত্রেই আসন্ন সেলে অ্যামাজনের বিশেষ অফার কার্যকর থাকবে।

Amazon Prime-এর ফায়দা

আপনাদের জানিয়ে রাখি যে, প্রাইম মেম্বারশিপ নিলে বেশ কয়েকটি দুর্দান্ত সুবিধা পাওয়া যায়, যার মধ্যে রয়েছে ফ্রি ওয়ান-ডে ডেলিভারি, ফ্রি আনলিমিটেড স্ট্যান্ডার্ড ডেলিভারির, অ্যামাজনের যেকোনো শপিং ফেস্টিভ্যালের আর্লি অ্যাক্সেস, Amazon.in-এ লাইটনিং ডিলস এবং প্রাইম মেম্বারদের জন্য উপলব্ধ 'ডিলস অফ দ্যা ডে'-তে এক্সক্লুসিভ অ্যাক্সেস। এছাড়া, এই মেম্বারশিপের দৌলতে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা, পুরষ্কারজয়ী অ্যামাজন অরিজিনালস এবং ভারত সহ গোটা বিশ্বের সেরা টিভি শো-গুলির আনলিমিটেড স্ট্রিমিং অ্যাক্সেস পেয়ে যাবেন ইউজাররা। প্রসঙ্গত জানিয়ে রাখি, ভারতে অ্যামাজন প্রাইম মেম্বারশিপের মাসিক প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে ১৭৯ টাকা থেকে, যেখানে ত্রৈমাসিক প্ল্যানটির দাম ৪৫৯ টাকা এবং বার্ষিক সদস্যপদ অর্থাৎ অ্যানুয়াল মেম্বারশিপ নিতে হলে গ্রাহকদের ১,৪৯৯ টাকা খরচ করতে হবে।

Show Full Article
Next Story