ল্যাপটপ চার্জ হবে, 25000mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল Ambrane এর নতুন দুটি পাওয়ার ব্যাঙ্ক
Ambrane ভারতে MacBook ও Type-C ল্যাপটপের জন্য লঞ্চ করল নতুন দুটি পাওয়ার ব্যাঙ্ক, এদের নাম Powerlit Ultra এবং Powerlit...Ambrane ভারতে MacBook ও Type-C ল্যাপটপের জন্য লঞ্চ করল নতুন দুটি পাওয়ার ব্যাঙ্ক, এদের নাম Powerlit Ultra এবং Powerlit Boost। উল্লেখ্য চলতি বছরের শুরুতেই Boost সিরিজের প্রথম পাওয়ার ব্যাঙ্ক এনেছিল ব্র্যান্ডটি। এই সিরিজের অধীনে এখন তারা বিকল্প বাড়াচ্ছে। আসুন সদ্য লঞ্চ হওয়া Ambrane Powerlit Ultra এবং Powerlit Boost পাওয়ার ব্যাঙ্কের দাম ও ফিচার জেনে নেওয়া যাক।
Ambrane Powerlit Ultra ও Powerlit Boost পাওয়ার ব্যাঙ্কের দাম
অ্যামব্রেন পাওয়ারলিট আল্ট্রা পাওয়ার ব্যাঙ্কের দাম রাখা হয়েছে ৪,৯৯৯ টাকা। আবার অ্যামব্রেন পাওয়ারলিট বুস্ট পাওয়ার ব্যাঙ্কের দাম ৩,৯৯৯ টাকা। আজ থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে উভয় পাওয়ার ব্যাঙ্ক কেনা যাবে।
Ambrane Powerlit Ultra ও Powerlit Boost পাওয়ার ব্যাঙ্কের বৈশিষ্ট্য
অ্যামব্রেন পাওয়ারলাইট আল্ট্রা এবং পাওয়ারলিট বুস্ট পাওয়ার ব্যাঙ্ক দুটিকে ল্যাপটপ চার্জ করার জন্য ডিজাইন করা হয়েছে। সংস্থাটি বলছে, যারা ভ্রমণ করতে বা অফিসের বাইরে থেকেই কাজ করতে পছন্দ করেন তাদের জন্য এগুলি নিয়ে আসা হয়েছে। এগুলি অ্যামব্রেনের হরিয়ানার শাখায় তৈরি করা হয়েছে।
ব্যাটারি ক্যাপাসিটির কথা বললে, পাওয়ারলাইট আল্ট্রাতে পাওয়া যাবে ২৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং পাওয়ারলাইট বুস্টে রয়েছে ১৪,৪০০ এমএএইচ ব্যাটারি। অ্যামব্রেন বলছে, নয়া দুই পাওয়ার ব্যাঙ্কে রয়েছে মাল্টিলেয়ার প্রোটেকশন, যারফলে এগুলিতে আগুন ধরার সম্ভবনা নেই। এই পাওয়ার ব্যাঙ্কগুলির প্রতিটিতে তিনটি আউটপুট পোর্ট রয়েছে, যা আপনাকে একসাথে তিনটি ডিভাইস চার্জ করতে দেবে।