বিরাট কোহলির ভক্তদের জন্য লঞ্চ হল Ampere Primus RCB এডিশন ই-স্কুটার, 499 টাকায় বুক করুন

গতকাল থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। এ বছর আইপিএল-এ বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর সাথে গাঁটছড়া বেঁধেছে ভারতের গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি…

গতকাল থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। এ বছর আইপিএল-এ বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর সাথে গাঁটছড়া বেঁধেছে ভারতের গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি প্রাইভেট লিমিটেড (Greaves Electric Mobility Pvt. Ltd.)-এর ইলেকট্রিক টু-হুইলার নির্মাণকারী শাখা অ্যাম্পিয়ার (Ampere)। সেই উপলক্ষ্যে সংস্থাটি তাদের Primus ই-স্কুটারের RCB Edition লঞ্চের ঘোষণা করল।

Ampere Primus RCB Edition লঞ্চ হল

বিরাট কোহলি-সহ আরসিবি ভক্তদের চমকে দিতেই এই উদ্যোগ সংস্থার। দলের জার্সির সঙ্গে মিল রেখে Ampere Primus RCB Edition এর বাইরে লাল-কালো রঙের কাজ দেখা যাবে। ৪৯৯ টাকায় বুকিং করা যাচ্ছে। লিমিটেড এডিশন মডেল এটি। অর্থাৎ নির্দিষ্ট কয়েকজন ক্রেতাই এটি কিনতে পারবেন। প্রাইমাস আরসিবি এডিশনের দাম যদিও এখনও ঘোষণা করা হয়নি।

স্পেশ্যাল এডিশন মডেল লঞ্চ প্রসঙ্গে সংস্থার সিইও এবং কার্যনির্বাহী আধিকারিক সঞ্জয় বেহল বলেন, “Ampere Primus হচ্ছে অ্যাম্পিয়ারের ফ্ল্যাগশিপ স্কুটার। যেটি যেকোনো ভারতীয় পরিবারের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের জন্য উপযুক্ত। আধুনিকতার ছোঁয়ায় নির্মিত স্কুটারটি বর্তমান দিনের রাইডারদের জন্য যথেষ্ট আবেদনময়ী। আরসিবি থিমের লিমিটেড এডিশন অ্যাম্পিয়ার প্রাইমাস দলের উদ্দীপনা বজায় রাখবে। এবং দেশের অলিগলিতে ইলেকট্রিক টু-হুইলারের অভিযান সার্থক করবে।”

Ampere Primus RCB Edition স্পেসিফিকেশন

সাধারণ Ampere Primus এর মতোই স্কুটালটির RCB Edition-এ উপস্থিত একটি ৩.৪ কিলোওয়াট পিএমএস ইলেকট্রিক মোটর। ৭৭ কিমি/ঘন্টার সর্বোচ্চ গতিবেগ যুক্ত স্কুটারটি ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ৪.২ সেকেন্ডে তুলতে পারবে। এলপিএফ ব্যাটারি প্যাকের দৌলতে জীবদ্দশায় এক লক্ষ কিলোমিটার পথ পরিভ্রমণ করা যাবে বলে দাবি করা হয়েছে। ফুল চার্জে এটি ১০৭ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ৫ ঘন্টা। অন্যান্য ফিচারের মধ্যে এতে উপস্থিত তিনটি রাইডিং মোড, কম্বি ব্রেকিং, এবং ২২ লিটার স্টোরেজ ক্যাপাসিটি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন