ঐতিহাসিক সিরিজ জয়! গিল, সিরাজ সহ ছয় খেলোয়াড় কে Mahindra Thar উপহার আনন্দ মাহিন্দ্রার

সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতে প্রায় তৃতীয় সারির দল নামিয়েও অস্ট্রেলিয়াতে শেষ টেস্ট ম্যাচে জয় এবং ঐতিহাসিক টেস্ট সিরিজ দখল; ভারতীয় ক্রিকেট দলের এই অবিশ্বাস্য কীর্তি আদায়…

সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতে প্রায় তৃতীয় সারির দল নামিয়েও অস্ট্রেলিয়াতে শেষ টেস্ট ম্যাচে জয় এবং ঐতিহাসিক টেস্ট সিরিজ দখল; ভারতীয় ক্রিকেট দলের এই অবিশ্বাস্য কীর্তি আদায় করে নিয়েছে সবার কুর্নিশ। চোট আঘাতে জর্জরিত ভারতীয় টিম শুধুমাত্র সিরিজ জিতেছে তা নয়, চূর্ণ করেছে গাব্বার পয়া মাটিতে অস্ট্রেলিয়ার টানা ৩২ বছর ধরে কোনো টেস্ট ম্যাচে না হারার রেকর্ড। এই মর্মে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই (BCCI) ইতিমধ্যে গোটা দলের জন্য ৫ কোটি টাকার বোনাস ঘোষণা করেছে। এবার মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা ঘোষণা করেছেন যে, ভারতীয় দলের ছয় তরুণ সদস্যকে তিনি নিজের খরচে নতুন থার-এসইউভি (Mahindra Thar) গাড়ি উপহার হিসেবে পাঠাচ্ছেন৷

নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে আনন্দ মাহিন্দ্রা, মহম্মদ সিরাজ, শুভমন গিল, টি. নটরাজন, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, এবং ওয়াশিংটন সুন্দরের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। এই ছয়জনেরই সম্মিলিতভাবে টেস্ট খেলার অভিজ্ঞতা ডাবল ডিজিটেরও কম! কিন্তু ভারতীয় দলের জয়ে বড়ো অবদান রেখে এরা নিজেদের প্রতিভার পরিচয় রেখেছেন।

আনন্দ মহিন্দ্রা টুইটে লিখেছেন, যে ছ’জন তরুণের সাম্প্রতিক ঐতিহাসিক সিরিজে অভিষেক হয়েছে #INDVAUS (চোটের কারনে শার্দুলের প্রথম ম্যাচে উপস্থিতি স্বল্পক্ষণের ছিল), তারা ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করেছে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখার জন্য।

তিনি এও লিখেছেন, ‘অভিষেক করা প্রত্যেককেই একটি করে নতুন এসইউভি নিজের অ্যাকাউন্ট থেকে (কোম্পানির খরচে নয়) উপহার দেওয়ার ফলে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি। এই উপহার দেওয়ার প্রধাণ কারন তরুণ প্রজন্মকে উৎসাহিত করা, যাতে তারা নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারে।’