Android 12: মুখের এক্সপ্রেশনে চলবে স্মার্টফোন, সৌজন্যে Camera Switch ফিচার

মাত্র দুদিন আগেই লঞ্চ হয়েছে Google (গুগল)-এর আসন্ন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অর্থাৎ Android 12 (অ্যান্ড্রয়েড ১২)-র চতুর্থ বিটা ভার্সন; আর প্রতিবারের মতই এবারেও নির্বাচিত ইউজাররা…

মাত্র দুদিন আগেই লঞ্চ হয়েছে Google (গুগল)-এর আসন্ন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অর্থাৎ Android 12 (অ্যান্ড্রয়েড ১২)-র চতুর্থ বিটা ভার্সন; আর প্রতিবারের মতই এবারেও নির্বাচিত ইউজাররা একগুচ্ছ নতুন ফিচার ব্যবহার করার সুবিধা পেয়েছেন। সেক্ষেত্রে রিপোর্ট বলছে, এই নতুন অপারেটিং সিস্টেমে গুগল ‘ক্যামেরা সুইচ’ (Camera Switch) নামে এমন একটি নতুন অ্যাক্সেসিবিলিটি অপশন যুক্ত করেছে যা ইউজারকে তার মুখের অভিব্যক্তি ব্যবহার করে স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে দেবে। তবে আপাতত এই নতুন ফিচারটি সংস্থার Pixel ফোনেই দেখা যাবে। বলে রাখি, গুগল এখনো পর্যন্ত প্লে স্টোরে উপলব্ধ অ্যাক্সেসিবিলিটি স্যুট অ্যাপের বর্তমান সংস্করণে এই ক্যামেরা সুইচ বৈশিষ্ট্যটি যুক্ত করেনি; কিন্তু এখন অ্যান্ড্রয়েড বিটায় এটির আগমন হওয়ায় ইউজাররা আরো আধুনিক অভিজ্ঞতা পাবেন বলে মনে হচ্ছে।

কী বিশেষত্ব এই ‘ক্যামেরা সুইচ’ ফিচারের?

অ্যান্ড্রয়েড ১২-এর এই ‘ক্যামেরা সুইচ’ ফিচার বা বিশেষ অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি অপশনের সাহায্যে, ডিভাইসের টাচস্ক্রিন ব্যবহার না করেই ইউজাররা স্মার্টফোন চালাতে পারবেন। কেবলমাত্র মুখের এক্সপ্রেশন বা অভিব্যক্তি ব্যবহার করে স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে।

এক্সডিএ ডেভেলপারের মতে, সুইচ অ্যাক্সেসের মাধ্যমে, ইউজাররা ইউএসবি বা ব্লুটুথের সাথে একটি বাহ্যিক ডিভাইস সংযুক্ত করতে পারেন। আবার মুখের অভিব্যক্তির সাহায্যে ডিভাইস স্ক্রল, ব্যাক, কুইক সেটিং বা নোটিফিকেশন অ্যাক্সেসের মত কাজ সম্পাদন করা যাবে। এর জন্য ডিভাইসের ক্যামেরা সক্রিয়ভাবে ব্যবহৃত হবে।

Android 12 camera switches

‘ক্যামেরা সুইচ’ ফিচারে মুখের কোন অঙ্গভঙ্গিগুলি কাজে লাগবে?

সূত্রের দাবি, গুগলের চালু করা এই ফিচারে খোলা মুখ (ওপেন মাউথ), হাসি, ভুরু ওপরে তোলা (রেইজ আইব্রো), বাম/ডান দিকে তাকানো এবং খোঁজার (লুক আপ) এক্সপ্রেশন গ্রাহ্য হবে। আবার ক্যামেরা সুইচ অপশনটি নিজেও এই কাজগুলি করবে।

উল্লেখ্য, অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি স্যুট অ্যাপে ক্যামেরা সুইচ বৈশিষ্ট্যটি সংযুক্ত না হলেও আগ্রহীদের মন খারাপ করার প্রয়োজন নেই। কারণ চাইলে অ্যান্ড্রয়েড ১১ ডিভাইসেই এটি ব্যবহার করা বা নির্দিষ্ট APK সাইডলোড করা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন