সুখবর! এই ফোনগুলির জন্য এল Android 13 beta 1 আপডেট, দেখে নিন তালিকা

সম্প্রতি Google Pixel ডিভাইসগুলির জন্য Android 13 Beta 1 সংস্করণটি লঞ্চ হয়েছে এবং এটি ডেভেলপার প্রিভিউ ভার্সনগুলির জন্য...
Ananya Sarkar 3 May 2022 7:46 PM IST

সম্প্রতি Google Pixel ডিভাইসগুলির জন্য Android 13 Beta 1 সংস্করণটি লঞ্চ হয়েছে এবং এটি ডেভেলপার প্রিভিউ ভার্সনগুলির জন্য একটি আপডেট হিসাবেও উপলব্ধ হবে। মনে করা হচ্ছিল Android 13 ডেভেলপ করার সময় গুগলের প্রাথমিক ফোকাস থাকবে গোপনীয়তা এবং নিরাপত্তা। তবে সার্চ ইঞ্জিন সংস্থাটি এই সংস্করণের দ্বারা অ্যান্ড্রয়েডে নতুন নতুন কয়েকটি ফিচার নিয়ে এসেছে, যেমন সিলেক্টিভ মিডিয়া ফাইল অ্যাক্সেস পারমিশন এবং ইমপ্রুভড এরর রিপোর্টিং। এই বিল্ডটি নতুন নোটিফিকেশনস পারমিশনস, ফটো পিকার, থিমড অ্যাপ আইকন ডিজাইনার, পার-অ্যাপ ল্যাঙ্গুয়েজ সাপোর্টের মতো বিকাশকারী ফিচারগুলির সাথে এসেছে। এমনকি এতে ইউএসবির মাধ্যমে ব্লুটুথ লো এনার্জি (LE) অডিও এবং এমএইডিআই ২.০ (MIDI 2.0) সাপোর্ট করে। আসুন এই লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

উন্মোচিত হল Android 13 Beta 1 ভার্সন

গুগল একটি অফিসিয়াল ব্লগ পোস্টের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৩ বেটা ১ সংস্করণটি লঞ্চ করেছে। এই বিল্ডটি ছবি, ভিডিও ফাইল এবং অডিও ফাইলগুলির জন্য মিডিয়া ফাইল অ্যাক্সেস পারমিশনগুলির একটি নতুন সেট প্রবর্তন করেছে। বর্তমানে, অ্যাপ্লিকেশনগুলি স্টোরেজ পারমিশন থাকলে সমস্ত মিডিয়া ফাইলগুলিতে অ্যাক্সেস মঞ্জুর করতে পারে৷ আবার বিস্তারিত এবং নির্ভুল রিপোর্ট প্রদানের জন্য কিস্টোর (Keystore) এবং কিমিন্ট (KeyMint) এরর রিপোর্টিং উন্নত করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ বিটা ১-এ নতুন অডিও রুট এপিআই (API) গুলি রয়েছে, যা ডেভেলপারদের তাদের অডিও ট্র্যাকের জন্য সেরা অডিও ফর্ম্যাট নির্ধারণে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে।

গুগল অ্যান্ড্রয়েড ১৩-এর জন্য একটি ডেভেলপমেন্ট রোডম্যাপও শেয়ার করেছে। চলতি বছর জুন মাসের মধ্যে এই অপারেটিং সিস্টেমের একটি স্টেবল বিল্ড আসবে বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত বিল্ডটি এবছরের শেষার্ধে প্রকাশ করা হতে পারে। গুগল নিশ্চিত করেছে যে, আসন্ন গুগল আই/ও (Google I/O) ইভেন্টে অ্যান্ড্রয়েড ১৩ সম্পর্কিত আরও তথ্য প্রকাশ্যে আনা হবে।

উল্লেখ্য, এই Android 13 Beta 1 বর্তমানে Pixel 4, Pixel 4 XL, Pixel 4a, Pixel 4a 5G, Pixel 5, Pixel 5a, Pixel 6 এবং Pixel 6 Pro- এই ডিভাইসগুলিতে পাওয়া যাবে। ডেভেলপার সাইট থেকে এই সংস্করণটি ডাউনলোড করা যাবে। এই বিটা বিল্ড অ্যান্ড্রয়েড এমুলেটরেও কাজ করবে। যদি ব্যবহারকারীরা পূর্ববর্তী ডেভলপার প্রিভিউ ভার্সন ইনস্টল করে থাকেন, তবে একটি ওটিএ (OTA) আপডেটের মাধ্যমে এই সংস্করণটি পাওয়া যাবে।

Show Full Article
Next Story