Android 13: আপনার ফোনে কি আসবে অ্যান্ড্রয়েড ১৩ আপডেট? কীভাবে ডাউনলোড করবেন

কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়েছে Google এর অ্যানুয়াল ডেভেলপার কনফারেন্স। এই ইভেন্টে Google Pixel 6a স্মার্টফোন লঞ্চ করা...
Julai Modal 15 May 2022 9:08 PM IST

কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়েছে Google এর অ্যানুয়াল ডেভেলপার কনফারেন্স। এই ইভেন্টে Google Pixel 6a স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। পাশাপাশি রিলিজ করা হয়েছে Android 13 এর দ্বিতীয় বিটা (Beta) ভার্সন। Google Pixel সহ Xiaomi, Realme, Oppo, Nokia এর মতো ব্র্যান্ডের স্মার্টফোনে এই নয়া ওএস এর বিটা আপডেট মিলবে।

নীচে আমরা কোন কোন ফোন Android 13 Beta আপডেটের জন্য উপলব্ধ তার তালিকা শেয়ার করবো। তবে মনে রাখবেন এটি যেহেতু স্টেবল ভার্সন নয়, তাই একাধিক বাগ থাকতে পারে। ফলে আপনার ফোনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই সমস্ত বিষয় বিবেচনা করে তবেই নয়া অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনলোড করবে।

অ্যান্ড্রয়েড ১৩ বিটা আপডেট আসবে এই ফোনে (Android 13 Beta eligible device list)

Xiaomi 12

Xiaomi 12 Pro

Xiaomi Pad 5

Oppo Find X5 Pro

Oppo Find N

Asus Zenfone 8

Lenovo Tab P12 Pro

Nokia X20

OnePlus 10 Pro

Realme GT 2 Pro

Sharp Aquos Sense 6

Tecno Camon 19 Pro 5G

Vivo X80 Pro

ZTE Axon 40 Ultra

অ্যান্ড্রয়েড ১৩ বিটা আপনার ফোনে কীভাবে ডাউনলোড করবেন

তালিকায় যদি আপনার ফোন থাকে তবে Android 13 Beta ট্রাই করতে পারেন। এরজন্য প্রথমে ওয়েবসাইটে যান। এরপর ব্র্যান্ড নির্বাচন করে Get the Beta অপশনে ক্লিক করুন। এরপর ফার্মওয়্যার ডাউনলোড করুন।

Show Full Article
Next Story