স্মার্টফোনের অ্যাপগুলি অকারণে লোকেশন ডেটা ট্র্যাক করছে? এই পদ্ধতিতে করুন ব্যক্তিগত তথ্য গোপন

সময়ের সাথে তাল মিলিয়ে ব্যাপক পরিবর্তন এসেছে মোবাইল হ্যান্ডসেটে; হরেক রকমের কী-প্যাড মুঠোফোনের বদলে এখন অধিকাংশ ইউজারদের...
techgup 6 July 2022 8:42 PM IST

সময়ের সাথে তাল মিলিয়ে ব্যাপক পরিবর্তন এসেছে মোবাইল হ্যান্ডসেটে; হরেক রকমের কী-প্যাড মুঠোফোনের বদলে এখন অধিকাংশ ইউজারদের পকেটেই বিরাজ করছে স্মার্টফোন। কিন্তু দেখা গেছে, বিশ্বের কোটি কোটি স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে অধিকাংশই জানেন না যে তাদের অজান্তেই হ্যান্ডসেটের মধ্যে কত রকমের কার্যকলাপ ঘটে চলেছে। বর্তমান ডিজিটাল যুগে ব্যবহারকারীদের স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপের সমাহার লক্ষ্য করা যায়, কিন্তু ইউজাররা অনেকেই জানেন না যে তাদের স্মার্টফোনের বেশ কিছু অ্যাপ কারণে কিংবা অকারণে তাদের লোকেশন ডেটা ট্র্যাক করতে পারে। এর ফলে খুব স্বাভাবিকভাবেই ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয় এবং হরেক রকমের বিপদ দানা বাঁধার সম্ভাবনা থাকে। তবে ইউজাররা চাইলেই কিন্তু এই ধরনের অ্যাপগুলিকে লোকেশন ডেটা ট্র্যাক করা থেকে আটকাতে পারেন; হ্যাঁ ঠিকই পড়েছেন! খুব সহজেই এই ডেটা ট্র্যাকিংয়ের বিষয়টি এড়ানো যাবে। ভাবছেন কীভাবে? সেই কথাই আমরা আপনাদেরকে এই প্রতিবেদনে জানাতে চলেছি।

সর্বপ্রথম লোকেশন ডেটা ট্র্যাকিং অ্যাপগুলিকে শনাক্ত করুন

লোকেশন ডেটা ট্র্যাকিং এড়াতে ইউজারদেরকে যে কাজটি করতে হবে তা হল, তাদের ফোনে বিদ্যমান কোন কোন অ্যাপগুলি লোকেশন ডেটা ট্র্যাক করছে সেগুলিকে শনাক্ত করা। এদের মধ্যে কোনো কোনো অ্যাপের ক্ষেত্রে সত্যি সত্যিই লোকেশন ডেটা ট্র্যাকিংয়ের প্রয়োজন হয়, কিন্তু এমন অনেক অ্যাপই আছে যেগুলি সম্পূর্ণ অকারণে ব্যবহারকারীদের লোকেশনের ওপর নজর রাখে। উদাহরণস্বরূপ, গুগল ম্যাপস (Google Maps)-এর মতো অ্যাপগুলির ক্ষেত্রে ইউজারদের লোকেশন ডেটার অ্যাক্সেসের প্রয়োজন পড়ে, নইলে এই ধরনের অ্যাপগুলি যথাযথ পরিষেবা কোনোমতেই দিতে পারবে না। কিন্তু এমন অনেক সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে যেগুলি গ্রাহকদের লোকেশন ডেটা ট্র্যাক করে, যা সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয়। তাই এই ধরনের অ্যাপগুলিকে ডেটা ট্র্যাক করা থেকে বিরত রাখা খুবই জরুরি।

এদিকে, উবের (Uber) এবং ওলা (Ola)-র মত রাইডশেয়ারিং অ্যাপগুলিকে ইউজারদের লোকেশন ট্র্যাক করতেই হবে, নইলে ড্রাইভাররা ঠিক কোন জায়গায় আসতে হবে তা জানতে পারবেন না। কিন্তু অনেক সময় দেখা যায় যে যখন ব্যবহারকারীরা কোনো রাইড বুক করেননি, তখনও এই অ্যাপগুলি গ্রাহকদের লোকেশন ডেটা ট্র্যাক করতে থাকে। আবার, নেটফ্লিক্স (Netflix) এবং প্রাইম ভিডিও (Prime Video)-র মত ভিডিও স্ট্রিমিং অ্যাপ্লিকেশনগুলিকেও অনেক সময় ইউজারদের ডেটা ট্র্যাক করতে দেখা যায়। তাই এই অ্যাপগুলিকে সম্পূর্ণভাবে ডিজেবল না করে দিলে এই ধরনের সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার কিন্তু কোনো উপায় নেই। তবে যাই হোক, ব্যবহারকারীরা চাইলেই কিন্তু যেকোনো অ্যাপকে তাদের লোকেশন ডেটা ট্র্যাক করা থেকে বিরত রাখতে পারেন; আর এই কাজটি করার জন্য ইউজারদেরকে নীচে উল্লিখিত পদক্ষেপগুলি ধাপে ধাপে অনুসরণ করতে হবে।

Android-এর লোকেশন ডেটা অ্যাক্সেস করা থেকে অ্যাপগুলিকে এভাবে আটকান

১. প্রথমে "সেটিংস" (Settings)-এ যান।

২. "অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনস" (Apps & Notifications) অপশনে ক্লিক করুন।

৩. "অ্যাপ পারমিশনস" (App Permission)-এ ক্লিক করুন।

৪. নীচে স্ক্রোল করে "লোকেশন" (Location) অপশনটিকে খুঁজে নিন এবং এটিতে ক্লিক করুন।

এখান থেকে আপনি খুব সহজেই জেনে যেতে পারবেন যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে মজুত থাকা কোন কোন অ্যাপগুলি লোকেশন ডেটা ট্র্যাক করতে সক্ষম। আর আপনি চাইলে এই পদ্ধতিতে যেকোনো অ্যাপকে লোকেশন ডেটা ট্র্যাক করা থেকে আটকাতে পারবেন, আবার চাইলে কোনো অ্যাপ্লিকেশনকে লোকেশন ট্র্যাক করার অ্যাক্সেসও দিতে পারবেন। যদিও বিভিন্ন অ্যান্ড্রয়েড সেটের ক্ষেত্রে উপরিউক্ত স্টেপগুলির খানিকটা হেরফের হতে পারে, তবে বেশিরভাগ হ্যান্ডসেটেই ইউজাররা এই পদ্ধতিটি অনুসরণ করতে পারবেন।

উল্লেখ্য, আইওএস (iOS)-এর ক্ষেত্রেও প্রক্রিয়াটি অনেকটা একই রকম। আপনি যদি আপনার আইফোনে বিদ্যমান কিছু অ্যাপ্লিকেশনের লোকেশন ডেটা ট্র্যাকিং বন্ধ করতে চান, তাহলে প্রথমে "সেটিংস"-এ যান, এরপরে "প্রাইভেসি" (Privacy) এবং তারপর "লোকেশন সার্ভিস" (Location Service)-এ যান। এখান থেকে আপনি আপনার পছন্দমতো যেকোনো অ্যাপের লোকেশন ট্র্যাকিং অ্যাক্সেস বন্ধ করতে পারবেন।

Show Full Article
Next Story