বর্তমান প্রজন্মের কাছে অনলাইন এবং অফলাইন কাজের মধ্যে ভারসাম্য রক্ষা করা বেশ কঠিন। তাই এই প্রযুক্তি নির্ভর যুগে সন্তানরা কিভাবে প্রযুক্তির ব্যবহার করবে সে নিয়ে অধিকাংশ পিতা মাতারই চিন্তার শেষ নেই। তবে, এই উদ্বেগ দূর করতে গুগল এবার নিয়ে এল একটি বড়সড়ো পরিবর্তন। যার ফলে এখন স্কুল চলাকালীন আর কোনো রকম রিল দেখতে পাবে না পড়ুয়ারা।
আসলে, গুগল অ্যান্ড্রয়েড ফোনের জন্য স্কুল টাইম নামের একটি নতুন সেটিংস চালু করেছে। সংস্থাটি জানিয়েছে, শিশুরা যাতে সামাজিক মিডিয়া দ্বারা বিভ্রান্ত না হয়ে স্কুল চলাকালীন পড়াশোনায় মন দিতে পারে সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, গুগল এই একই উদ্দেশ্যে চলতি বছরের শুরুতে ফিটবিট এস এলটিই স্মার্টওয়াচগুলিতে স্কুল টাইম ফিচার চালু করেছিল। আর এখন তারা অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেট এবং স্যামসাং গ্যালাক্সি ওয়াচ সহ বেশ কিছু নির্বাচিত প্রোডাক্টে এই ফিচারটি রোল আউট করেছে।
স্কুল টাইম ফিচারটি আসলে কি?
এটি এমন একটি ফিচার যেটি বাবা-মাকে তাদের সন্তানের ডিভাইসকে স্কুল চলাকালীন সীমিত কার্যকারিতা সহ একটি ডেডিকেটেড হোম স্ক্রিন সেট করার অনুমতি দেয়। এছাড়াও, ফ্যামিলি লিঙ্ক প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপের মাধ্যমে অভিভাবকরা সিডিউল তৈরি করতে এবং স্কুলের সময় কোন কোন অ্যাপ অ্যাক্সেস যোগ্য তা বেছে নিতে পারেন। আবার, তারা নির্দিষ্ট পরিচিতি তালিকা থেকে কল বা মেসেজ পাঠানোর অনুমতিও দিতে পারেন। উল্লেখ্য, স্কুল টাইম ফিচারটি স্কুলের প্রকৃত সময় ছাড়াও অন্য সময়ও অ্যাক্টিভেট করা যেতে পারে।
কিশোরদের জন্য অতিরিক্ত সেটিংস
শিশুরা একটু বড় হবার পরেই তাদের প্রযুক্তির ব্যবহার বিকশিত হয়। তাই কিশোর-কিশোরীদের ইন্টারনেট ব্যবহার করার সময় সর্বদাই তত্ত্বাবধানের প্রয়োজন। আর এই কথা মাথায় রেখেই গুগল বিভিন্ন বয়স এবং বিকাশের পর্যায় অনুযায়ী বিভিন্ন ধরনের সেটিংস অফার করে। উল্লেখ্য, খুব শীঘ্রই ইউটিউবেও এমন নতুন ফিচার আসতে চলেছে যেটি কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের সাথে অভিভাবকদের অ্যাকাউন্ট লিঙ্ক করার অনুমতি দেবে। এছাড়াও, এর মাধ্যমে অভিভাবকরা নিজেদের সন্তানের অনলাইন কার্যকলাপ-এর উপর নজর রাখতেও পারবেন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ফ্যামিলি লিঙ্ক প্যারেন্টাল অ্যাপ সব বয়সের জন্যই উপলব্ধ। আর, এটি অভিভাবকদের সন্তানের ব্যবহৃত অ্যাপ সহ বিভিন্ন কার্যকলাপ নিরীক্ষণ করতে, স্ক্রিনের সময়সীমা সেট করতে এবং তাদের লোকেশন শেয়ার করতেও সহায়তা করে। এছাড়াও, গুগলের কাছে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য সেফ সার্চ, কন্টেন্ট রেস্ট্রিকশন এবং ইউটিউবে অটো প্লে বন্ধ করার মতো একাধিক ডিফল্ট সিকিউরিটি সেটিংসও উপলব্ধ।